কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় ভোররাতে মুদির দোকানে হামলা চালানো হয়েছে। এ সময় পাশের মসজিদ থেকে স্থানীয়রা সাহায্য করতে বের হওয়ার চেষ্টা করলে বাইরে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
পাশাপাশি হামলাকারীরা আগুন দিয়ে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
গত শুক্রবার ভোর চারটার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকার মেসার্স আমজাদী ভান্ডারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—দোকানের কর্মচারী মোহাম্মদ জুয়েল (২৮), স্থানীয় মোহাম্মদ রিপন (৩২), মোহাম্মদ মানিক (৩০), মোহাম্মদ ইউসুফ (৫০)। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রুস্তমহাট এলাকার মেসার্স আমজাদী ভান্ডারে ভুক্তভোগী মোহাম্মদ ইকরাম আমজাদী বলেন, ‘স্থানীয় কিছু সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে দোকানে এসে আমাদের কাছ থেকে চাঁদা দাবি, হামলা এবং দোকান দখলের হুমকি দিত। এর আগেও একবার দিনদুপুরে দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা ও ভাঙচুর করে সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে ৫০-৬০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আবারও দোকানে হামলা চালিয়ে লুটপাট করে এবং কর্মচারীদের মারধর করে।’
তিনি বলেন, ‘এ সময় মসজিদে নামাজ পড়া মুসল্লীদের হামলার ঘটনাটি জানানোর পর তারা আহতদের সহযোগিতায় এগিয়ে আসতে মসজিদের মাইকে ঘোষণা করা হয়। এ সময় হামলাকারীরা মসজিদে এসে তালা ঝুলিয়ে দেয় এবং বাইরে আগুন দিয়ে আমাদের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ছাড়া ভাঙচুর করে অপর একটি মোটরসাইকেল। এ ঘটনায় আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
আনোয়ারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘বটতলী এলাকার দোকানে হামলার ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন ভুক্তভোগীরা। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ বা মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামের আনোয়ারায় ভোররাতে মুদির দোকানে হামলা চালানো হয়েছে। এ সময় পাশের মসজিদ থেকে স্থানীয়রা সাহায্য করতে বের হওয়ার চেষ্টা করলে বাইরে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
পাশাপাশি হামলাকারীরা আগুন দিয়ে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
গত শুক্রবার ভোর চারটার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকার মেসার্স আমজাদী ভান্ডারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—দোকানের কর্মচারী মোহাম্মদ জুয়েল (২৮), স্থানীয় মোহাম্মদ রিপন (৩২), মোহাম্মদ মানিক (৩০), মোহাম্মদ ইউসুফ (৫০)। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রুস্তমহাট এলাকার মেসার্স আমজাদী ভান্ডারে ভুক্তভোগী মোহাম্মদ ইকরাম আমজাদী বলেন, ‘স্থানীয় কিছু সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে দোকানে এসে আমাদের কাছ থেকে চাঁদা দাবি, হামলা এবং দোকান দখলের হুমকি দিত। এর আগেও একবার দিনদুপুরে দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা ও ভাঙচুর করে সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে ৫০-৬০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আবারও দোকানে হামলা চালিয়ে লুটপাট করে এবং কর্মচারীদের মারধর করে।’
তিনি বলেন, ‘এ সময় মসজিদে নামাজ পড়া মুসল্লীদের হামলার ঘটনাটি জানানোর পর তারা আহতদের সহযোগিতায় এগিয়ে আসতে মসজিদের মাইকে ঘোষণা করা হয়। এ সময় হামলাকারীরা মসজিদে এসে তালা ঝুলিয়ে দেয় এবং বাইরে আগুন দিয়ে আমাদের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ছাড়া ভাঙচুর করে অপর একটি মোটরসাইকেল। এ ঘটনায় আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
আনোয়ারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘বটতলী এলাকার দোকানে হামলার ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন ভুক্তভোগীরা। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ বা মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মহাসড়কের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
২ ঘণ্টা আগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি ট্রাকের চালকের সহকারী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ট্রাকের চালক ওবায়দুর রহমান। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে