কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় ভোররাতে মুদির দোকানে হামলা চালানো হয়েছে। এ সময় পাশের মসজিদ থেকে স্থানীয়রা সাহায্য করতে বের হওয়ার চেষ্টা করলে বাইরে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
পাশাপাশি হামলাকারীরা আগুন দিয়ে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
গত শুক্রবার ভোর চারটার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকার মেসার্স আমজাদী ভান্ডারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—দোকানের কর্মচারী মোহাম্মদ জুয়েল (২৮), স্থানীয় মোহাম্মদ রিপন (৩২), মোহাম্মদ মানিক (৩০), মোহাম্মদ ইউসুফ (৫০)। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রুস্তমহাট এলাকার মেসার্স আমজাদী ভান্ডারে ভুক্তভোগী মোহাম্মদ ইকরাম আমজাদী বলেন, ‘স্থানীয় কিছু সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে দোকানে এসে আমাদের কাছ থেকে চাঁদা দাবি, হামলা এবং দোকান দখলের হুমকি দিত। এর আগেও একবার দিনদুপুরে দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা ও ভাঙচুর করে সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে ৫০-৬০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আবারও দোকানে হামলা চালিয়ে লুটপাট করে এবং কর্মচারীদের মারধর করে।’
তিনি বলেন, ‘এ সময় মসজিদে নামাজ পড়া মুসল্লীদের হামলার ঘটনাটি জানানোর পর তারা আহতদের সহযোগিতায় এগিয়ে আসতে মসজিদের মাইকে ঘোষণা করা হয়। এ সময় হামলাকারীরা মসজিদে এসে তালা ঝুলিয়ে দেয় এবং বাইরে আগুন দিয়ে আমাদের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ছাড়া ভাঙচুর করে অপর একটি মোটরসাইকেল। এ ঘটনায় আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
আনোয়ারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘বটতলী এলাকার দোকানে হামলার ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন ভুক্তভোগীরা। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ বা মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামের আনোয়ারায় ভোররাতে মুদির দোকানে হামলা চালানো হয়েছে। এ সময় পাশের মসজিদ থেকে স্থানীয়রা সাহায্য করতে বের হওয়ার চেষ্টা করলে বাইরে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
পাশাপাশি হামলাকারীরা আগুন দিয়ে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
গত শুক্রবার ভোর চারটার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকার মেসার্স আমজাদী ভান্ডারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—দোকানের কর্মচারী মোহাম্মদ জুয়েল (২৮), স্থানীয় মোহাম্মদ রিপন (৩২), মোহাম্মদ মানিক (৩০), মোহাম্মদ ইউসুফ (৫০)। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রুস্তমহাট এলাকার মেসার্স আমজাদী ভান্ডারে ভুক্তভোগী মোহাম্মদ ইকরাম আমজাদী বলেন, ‘স্থানীয় কিছু সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে দোকানে এসে আমাদের কাছ থেকে চাঁদা দাবি, হামলা এবং দোকান দখলের হুমকি দিত। এর আগেও একবার দিনদুপুরে দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা ও ভাঙচুর করে সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে ৫০-৬০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আবারও দোকানে হামলা চালিয়ে লুটপাট করে এবং কর্মচারীদের মারধর করে।’
তিনি বলেন, ‘এ সময় মসজিদে নামাজ পড়া মুসল্লীদের হামলার ঘটনাটি জানানোর পর তারা আহতদের সহযোগিতায় এগিয়ে আসতে মসজিদের মাইকে ঘোষণা করা হয়। এ সময় হামলাকারীরা মসজিদে এসে তালা ঝুলিয়ে দেয় এবং বাইরে আগুন দিয়ে আমাদের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ছাড়া ভাঙচুর করে অপর একটি মোটরসাইকেল। এ ঘটনায় আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
আনোয়ারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘বটতলী এলাকার দোকানে হামলার ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন ভুক্তভোগীরা। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ বা মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে