নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের শ্রমিকদের মারামারির মধ্যে পড়ে ছুরিকাঘাতে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরের ইপিজেড থানার আকমল আলী রোডের পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও এক তরুণ আহত হয়েছেন।
নিহত মেহেদী হাসান (১৯) ভোলার লালমোহন থানার গোবিন্দ বাজার এলাকার বাসিন্দা। আহত আরেক তরুণের নাম মো. রিফাত (১৯)।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন আজকের পত্রিকাকে বলেন, একটি পোশাক কারখানার শ্রমিক সাদিকের কাছে আরেক শ্রমিক রমজান ১ হাজার টাকা পাওনা ছিল। এই টাকা নিয়ে মূলত ঘটনার দিন কারখানার ভেতর দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। সেখানে তাঁরা মারামারিও করেন। পরে অন্য শ্রমিকেরা গিয়ে মারামারি থামালে এ সময় তাঁরা একে অপরকে দেখে নেওয়ার হুমকি দেন।
রাতে কারখানা ছুটির পর সাদিক ও রমজানের হয়ে পোশাকশ্রমিকদের দুই পক্ষ পকেট গেট এলাকায় মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় অপর একটি কারখানার শ্রমিক মেহেদী হাসান ঘটনার সময় ছুরিকাঘাত হন। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ‘মেহেদী হাসানও একজন পোশাকশ্রমিক। ঘটনার সময় তাঁর কারখানা ছুটি হয়েছিল। তিনি ওই পথ দিয়ে বাসায় ফিরছিলেন। আমরা জানতে পারি, মেহেদী নিরীহ ছিল। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।’
তিনি বলেন, শুক্রবার বিকেলে নিহতের স্বজনেরা থানায় এসেছেন। একটি হত্যা মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইপিজেড থানা এলাকা থেকে ছুরিকাঘাতে আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন, অন্যজন হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি আছেন।

চট্টগ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের শ্রমিকদের মারামারির মধ্যে পড়ে ছুরিকাঘাতে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরের ইপিজেড থানার আকমল আলী রোডের পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও এক তরুণ আহত হয়েছেন।
নিহত মেহেদী হাসান (১৯) ভোলার লালমোহন থানার গোবিন্দ বাজার এলাকার বাসিন্দা। আহত আরেক তরুণের নাম মো. রিফাত (১৯)।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন আজকের পত্রিকাকে বলেন, একটি পোশাক কারখানার শ্রমিক সাদিকের কাছে আরেক শ্রমিক রমজান ১ হাজার টাকা পাওনা ছিল। এই টাকা নিয়ে মূলত ঘটনার দিন কারখানার ভেতর দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। সেখানে তাঁরা মারামারিও করেন। পরে অন্য শ্রমিকেরা গিয়ে মারামারি থামালে এ সময় তাঁরা একে অপরকে দেখে নেওয়ার হুমকি দেন।
রাতে কারখানা ছুটির পর সাদিক ও রমজানের হয়ে পোশাকশ্রমিকদের দুই পক্ষ পকেট গেট এলাকায় মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় অপর একটি কারখানার শ্রমিক মেহেদী হাসান ঘটনার সময় ছুরিকাঘাত হন। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ‘মেহেদী হাসানও একজন পোশাকশ্রমিক। ঘটনার সময় তাঁর কারখানা ছুটি হয়েছিল। তিনি ওই পথ দিয়ে বাসায় ফিরছিলেন। আমরা জানতে পারি, মেহেদী নিরীহ ছিল। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।’
তিনি বলেন, শুক্রবার বিকেলে নিহতের স্বজনেরা থানায় এসেছেন। একটি হত্যা মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইপিজেড থানা এলাকা থেকে ছুরিকাঘাতে আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন, অন্যজন হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি আছেন।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৭ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে