Ajker Patrika

বান্দরবানে রিসোর্টে গৃহবধূকে গণধর্ষণ, স্বামীসহ আটক ২

বান্দরবান প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বান্দরবানের লামায় একটি রিসোর্টে এক গৃহবধূ (২১) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিরিঞ্জা এলাকার একটি রিসোর্টে এই ঘটনা ঘটে। এ সময় গৃহবধূর স্বামী রুবেল ধর্ষণে সহায়তা করেন বলে নারীর অভিযোগ। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে স্বামী রুবেলসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত গৃহবধূর স্বামী রুবেল ও তাঁর বন্ধু সাগরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুজন উপজেলার মধুঝিরি গ্রামের বাসিন্দা। ধর্ষণের শিকার গৃহবধূ রুবেলের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।

সূত্র জানায়, মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের নাইটগার্ড রুবেল (২৬) তাঁর স্ত্রীকে নিয়ে গত শনিবার রিসোর্টে যান। সে রিসোর্ট থেকে গত মঙ্গলবার তাঁকে অন্য আরেক রিসোর্টে নিয়ে ৫ বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে। এতে ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়ে। পরে গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পাশাপাশি স্বামীসহ ৭ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বুধবার সকালে পুলিশ অভিযান চালিয়ে গৃহবধূর স্বামী রুবেল ও তাঁর বন্ধু সাগরকে গ্রেপ্তার করে। এরপর উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে ৫ দিনের রিমান্ড চায় পুলিশ। আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এই বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, গণধর্ষণের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিমের ধূমপানের তথ্য প্রকাশ চিকিৎসকের ‘পেশাগত নৈতিকতা’ লঙ্ঘন

জয় বাংলা ব্রিগেড: শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, সন্দেহভাজন অনেকে

ফ্ল্যাট, প্লট, ঘের, খামার সবই আছে অপূর্বর

ট্রাম্পের ধাঁচে ‘অভিবাসী বিল’ পাস ভারতে—বাংলাদেশের সীমান্ত নিয়ে অমিত শাহর সতর্কতা

৫০ হাজার টাকা বিনিয়োগ ছাড়াই আইপিও আবেদনের সুপারিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত