
চট্টগ্রামের বাঁশখালীতে ভোটের সারিতে বেশ কয়েকজন কিশোরকে দেখা গেছে। উপজেলার জালিয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। কেন্দ্রটি বাঁশখালী আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাড়ির পাশেই।
সরেজমিন ওই কেন্দ্রে গিয়ে দেখা গেছে, দ্বিতীয় তলাবিশিষ্ট ওই কেন্দ্রের নিচে ভোটারের দীর্ঘ সারি। ভোটকেন্দ্রের ভেতরেও শতাধিক মানুষের জটলা। এখানে যারা সারিতে দাঁড়িয়েছে, তাদের বেশির ভাগেরই বয়স ১২ থেকে ১৪ বছর।
এ সময় দেখা গেছে, এখানে নৌকা ছাড়া আর কোনো প্রার্থীর এজেন্ট নেই। ভোটার না হয়েও ভোট দেয় বেশ কয়েকজন কিশোর। এমন একজন (১২) ভোট দিয়ে বের হলে জাতীয় পরিচয়পত্র আছে কি না জানতে চাইলে কোনো জবাব না দিয়ে চলে যায়। ওই কিশোরের সঙ্গে এসেছে আরও ১০-১২ জন কিশোর। তাদের কারও জাতীয় পরিচয়পত্র নেই।
তবে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. গিয়াস উদ্দিন চৌধুরী আজকের পত্রিকার কাছে দাবি করেন, ‘ভোটার না হয়েও যারা লাইনে দাঁড়িয়েছে, তাদের বের করে দিয়েছি। তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।’ তিনি আরও বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৯৯ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৭১৩টি।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১২ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৬ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৮ মিনিট আগে