
চট্টগ্রামের চন্দনাইশে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় সন্দেহভাজন জাহাঙ্গীর আলম (৫১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাঁর স্বীকারোক্তি অনুযায়ী চুরি যাওয়া স্বর্ণের চোখ, টিকলি ও স্বর্ণপদক উদ্ধার করেছে পুলিশ।
গত রোববার রাতে অভিযান চালিয়ে বৈলতলী এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় জড়িত বলে স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যমতে, সাতকানিয়া সরোয়ার বাজারের বাসু কান্তি ধরের ‘মা স্বর্ণ বিতান’ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মার্চ আনুমানিক রাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে চন্দনাইশ থানার বরমা ইউনিয়নের শ্রী শ্রী জ্বালা কুমারী ও রাম ঠাকুর মন্দিরের প্রতিমার গায়ে থাকা ৩টি স্বর্ণের চোখ ও ১টি টিকলি চুরি যায়। যার অনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
এর আগের দিন ১০ মার্চ সকাল ৬টা থেকে ৭টার মধ্যে একই উপজেলার বৈলতলী ইউনিয়নের শ্রী শ্রী সত্যনারায়ণ বিগ্রহ মন্দির থেকে আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের ২টি স্বর্ণপদক চুরি হয়। এই দুই চুরির ঘটনায় অজিত মিত্র নামে এক ব্যক্তি বাদী হয়ে ৪–৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বিষয়টি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ব্যাপক তথ্য উপাত্ত পর্যালোচনা করে বৈলতলী এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। গতকাল সোমবার আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
২ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
২ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১২ মিনিট আগে