Ajker Patrika

চট্টগ্রামে ছিনতাইকারীর কাছে মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র, গুলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ছিনতাইকারীর কাছে মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র, গুলি
অস্ত্র, গুলিসহ আটক মিনহাজ উদ্দিন ওরফে নুরুন্নবী সাগর। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে এক ছিনতাইকারীর কাছে থানা থেকে লুট হওয়া ছয় রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর পাহাড়তলী থানার ডিটি রোডে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় ওই ছিনতাইকারীকে আটক করে পুলিশ।

আটক ছিনতাকারীর নাম মিনহাজ উদ্দিন ওরফে নুরুন্নবী সাগর (২৩)। পুলিশ জানায়, চেকপোস্টে পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া দিয়ে ধরে ফেলে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর পাহাড়তলীর একটি স্কুলের পরিত্যক্ত ছাউনির পেছনে ময়লার স্তূপ থেকে গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন খান জানান, রাতে ডিটি রোডে চেকপোস্ট বসিয়ে পুলিশ তল্লাশি কার্যক্রম চালাচ্ছিল। এ সময় চেকপোস্ট অতিক্রমকালে পুলিশ দেখে সাগর দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে সন্দেহজনক হিসেবে তাঁকে আটকের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি তাঁর কাছে একটি বিদেশি রিভলবার থাকার কথা জানিয়েছিলেন। পুলিশ কর্মকর্তা জানান, এই অস্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিলেন নুরুন্নবী ও তাঁর সহযোগীরা। নুরুন্নবীর বিরুদ্ধে আগে ছিনতাই, ডাকাতি ও অস্ত্র আইনে ১১টি মামলা রয়েছে।

তিনি জানান, নুরুন্নবীর কাছ থেকে পাওয়া রিভলবারটি গত বছর ৫ আগস্ট থানা থেকে লুট হয়েছিল। একটি মামলার আলামত হিসেবে মূলত অস্ত্রটি থানায় রাখা ছিল। লুটপাটকারীদের কাছ থেকে পরে তিনি রিভলবারটি সংগ্রহ করেছেন বলে দাবি করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

রাস্তায় সাইকেল থামিয়ে মুদিদোকানিকে কুপিয়ে হত্যার পর ‘হামলাকারী’ নিহত গণপিটুনিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত