
ম্যাজিস্ট্রেট আসার আগেই কর্মকর্তা–কর্মচারীরা পালিয়ে গেল। ঘটনা গত রোববার বিকেলের। রোগীতে ভরপুর ডায়াগনস্টিক সেন্টার। চিকিৎসকের দেওয়া বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে সমানতালে। হঠাৎ সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রবেশ। আর তাঁর উপস্থিতি টের পেয়েই পালিয়ে যান দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীরা।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। এ সময় ডায়াগনস্টিক সেন্টারের মালিক বা সংশ্লিষ্ট কাউকে না পেয়ে ডায়াগনস্টিক সেন্টারটিকে সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। একই সময়ে অভিযান চালিয়ে আরও একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা এবং দুটি ডায়াগনস্টিক সেন্টারের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘সীতাকুণ্ডে কোনো ডায়াগনস্টিক সেন্টার সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছিল কিনা তা খতিয়ে দেখতে রোববার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৬টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কুমিরা সি-ভিউ ল্যাব সেন্টার ও হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টারের কোনোরকম অনুমোদন না থাকায় বন্ধ করে দেয়া হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, ‘এ ছাড়া কিছু কিছু নথিপত্র না থাকাসহ বিভিন্ন কারণে ভাটিয়ারি এলাকার লাইভ সেভার ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং ১৫ দিনের মধ্যে নথিপত্র ঠিক করে আনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৩ ঘণ্টা আগে