নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

অনেকে এসেছে ডিঙি নৌকা নিয়ে। বিভিন্নজনের হাতে বিভিন্ন জাল। কেউ পেয়েছে ছোট-বড় পাবদা, সরপুঁটি, ট্যাংরা, বাতাসি, বোয়ালসহ বিভিন্ন ধরনের মাছ। কয়েক শ মানুষের এমন মাছ ধরার উৎসব চলছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওরের আটাউরি বিলে। গতকাল বুধবার শুরু হওয়া এই উৎসবের নাম ‘বাইচ’। তিন দিনব্যাপী মাছ ধরার এ উৎসব চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত।
সরেজমিনে দেখা যায়, কয়েক শ মানুষ মাছ ধরার নানা সরঞ্জাম নিয়ে আটাউরি বিলে জড়ো হয়েছে। যে যেভাবে পারছে মাছ ধরছে। কেউ কম পেয়েছে, কেউবা বেশি। তবে কারও মুখে দুঃখের ছাপ নেই, আছে উৎসবের আনন্দ।
জানা গেছে, বছরের পর বছর মাছ ধরার উৎসব চলছে বিলটিতে। প্রতিবছরের মতো এবারও তিন দিনব্যাপী মাছ ধরার এ উৎসবে মেতেছেন বিলের আশপাশের বাসিন্দারা। মাছ ধরতে ছুটে এসেছে উপজেলা প্রান্তের মানুষও। পাশের জেলা থেকেও কেউ কেউ এসেছে।
মাছ ধরতে আসা হরিপদ, নিপেন্দ্র, হারাধনসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, ‘উৎসবমুখর পরিবেশে মাছ শিকার করছি। ছোট-বড় দেশীয় প্রজাতির পাবদা, সরপুঁটি, ট্যাংরা, বাতাসি, বোয়ালসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাছ পাওয়া যায় এই বিলে। তবে এ বছর মাছ কম পাওয়া যাচ্ছে। তারপরও এটি আমাদের মাছ ধরার উৎসব। তাই বেশ আনন্দিত।’
নাসিরনগর ভিটাডুবি ধীবর মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক পরিমল দাস বলেন, ‘বছরের এ সময়ে মেদির হাওরের আটাউরি বিল সমিতির সদস্যদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বিলটি খনন না করলে ভরাট হয়ে ভবিষ্যতে হয়তো মাছ ধরার এ উৎসব হারিয়ে যাবে। আমরা চাই, দ্রুত যেন বিলটি খনন করা হয়।’
হবিগঞ্জের বাঘাসুরা থেকে মাছ ধরতে আসা লোকমান মিয়া বলেন, ‘প্রতিবছর এখানে মাছ ধরতে আসি। অন্যান্য বছর অনেক মাছ পেলেও এবার তুলনামূলক মাছের সংখ্যা কম।’
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন বলেন, ‘মাছ ধরা কেন্দ্র করে জেলেপল্লিতে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিবছর বাংলা পঞ্জিকা অনুযায়ী বছরের মাঝামাঝি সময়ে জেলেরা আটাউরি বিলে মাছ ধরতে নামেন।’
উপজেলা মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মেদির হাওরের দৈর্ঘ্য ৫০০ একরের বেশি। এ হাওরের আটাউরি বিল থেকে প্রতি মৌসুমে অন্তত ১০ কোটি টাকার দেশীয় প্রজাতির মাছ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। এসব মাছ থেকে চ্যাপা শুঁটকি তৈরি করে বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে।

অনেকে এসেছে ডিঙি নৌকা নিয়ে। বিভিন্নজনের হাতে বিভিন্ন জাল। কেউ পেয়েছে ছোট-বড় পাবদা, সরপুঁটি, ট্যাংরা, বাতাসি, বোয়ালসহ বিভিন্ন ধরনের মাছ। কয়েক শ মানুষের এমন মাছ ধরার উৎসব চলছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওরের আটাউরি বিলে। গতকাল বুধবার শুরু হওয়া এই উৎসবের নাম ‘বাইচ’। তিন দিনব্যাপী মাছ ধরার এ উৎসব চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত।
সরেজমিনে দেখা যায়, কয়েক শ মানুষ মাছ ধরার নানা সরঞ্জাম নিয়ে আটাউরি বিলে জড়ো হয়েছে। যে যেভাবে পারছে মাছ ধরছে। কেউ কম পেয়েছে, কেউবা বেশি। তবে কারও মুখে দুঃখের ছাপ নেই, আছে উৎসবের আনন্দ।
জানা গেছে, বছরের পর বছর মাছ ধরার উৎসব চলছে বিলটিতে। প্রতিবছরের মতো এবারও তিন দিনব্যাপী মাছ ধরার এ উৎসবে মেতেছেন বিলের আশপাশের বাসিন্দারা। মাছ ধরতে ছুটে এসেছে উপজেলা প্রান্তের মানুষও। পাশের জেলা থেকেও কেউ কেউ এসেছে।
মাছ ধরতে আসা হরিপদ, নিপেন্দ্র, হারাধনসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, ‘উৎসবমুখর পরিবেশে মাছ শিকার করছি। ছোট-বড় দেশীয় প্রজাতির পাবদা, সরপুঁটি, ট্যাংরা, বাতাসি, বোয়ালসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাছ পাওয়া যায় এই বিলে। তবে এ বছর মাছ কম পাওয়া যাচ্ছে। তারপরও এটি আমাদের মাছ ধরার উৎসব। তাই বেশ আনন্দিত।’
নাসিরনগর ভিটাডুবি ধীবর মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক পরিমল দাস বলেন, ‘বছরের এ সময়ে মেদির হাওরের আটাউরি বিল সমিতির সদস্যদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বিলটি খনন না করলে ভরাট হয়ে ভবিষ্যতে হয়তো মাছ ধরার এ উৎসব হারিয়ে যাবে। আমরা চাই, দ্রুত যেন বিলটি খনন করা হয়।’
হবিগঞ্জের বাঘাসুরা থেকে মাছ ধরতে আসা লোকমান মিয়া বলেন, ‘প্রতিবছর এখানে মাছ ধরতে আসি। অন্যান্য বছর অনেক মাছ পেলেও এবার তুলনামূলক মাছের সংখ্যা কম।’
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন বলেন, ‘মাছ ধরা কেন্দ্র করে জেলেপল্লিতে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিবছর বাংলা পঞ্জিকা অনুযায়ী বছরের মাঝামাঝি সময়ে জেলেরা আটাউরি বিলে মাছ ধরতে নামেন।’
উপজেলা মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মেদির হাওরের দৈর্ঘ্য ৫০০ একরের বেশি। এ হাওরের আটাউরি বিল থেকে প্রতি মৌসুমে অন্তত ১০ কোটি টাকার দেশীয় প্রজাতির মাছ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। এসব মাছ থেকে চ্যাপা শুঁটকি তৈরি করে বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
৬ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
৭ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে ভারতে পালাতে সাহায্যকারী সঞ্জয় চিসিম ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন...
২৩ মিনিট আগে
ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্রের সাদাপাথর লুটের ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি সাহাব উদ্দিনের ‘স্থগিতাদেশ’ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
৩৭ মিনিট আগে