নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
অনেকে এসেছে ডিঙি নৌকা নিয়ে। বিভিন্নজনের হাতে বিভিন্ন জাল। কেউ পেয়েছে ছোট-বড় পাবদা, সরপুঁটি, ট্যাংরা, বাতাসি, বোয়ালসহ বিভিন্ন ধরনের মাছ। কয়েক শ মানুষের এমন মাছ ধরার উৎসব চলছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওরের আটাউরি বিলে। গতকাল বুধবার শুরু হওয়া এই উৎসবের নাম ‘বাইচ’। তিন দিনব্যাপী মাছ ধরার এ উৎসব চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত।
সরেজমিনে দেখা যায়, কয়েক শ মানুষ মাছ ধরার নানা সরঞ্জাম নিয়ে আটাউরি বিলে জড়ো হয়েছে। যে যেভাবে পারছে মাছ ধরছে। কেউ কম পেয়েছে, কেউবা বেশি। তবে কারও মুখে দুঃখের ছাপ নেই, আছে উৎসবের আনন্দ।
জানা গেছে, বছরের পর বছর মাছ ধরার উৎসব চলছে বিলটিতে। প্রতিবছরের মতো এবারও তিন দিনব্যাপী মাছ ধরার এ উৎসবে মেতেছেন বিলের আশপাশের বাসিন্দারা। মাছ ধরতে ছুটে এসেছে উপজেলা প্রান্তের মানুষও। পাশের জেলা থেকেও কেউ কেউ এসেছে।
মাছ ধরতে আসা হরিপদ, নিপেন্দ্র, হারাধনসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, ‘উৎসবমুখর পরিবেশে মাছ শিকার করছি। ছোট-বড় দেশীয় প্রজাতির পাবদা, সরপুঁটি, ট্যাংরা, বাতাসি, বোয়ালসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাছ পাওয়া যায় এই বিলে। তবে এ বছর মাছ কম পাওয়া যাচ্ছে। তারপরও এটি আমাদের মাছ ধরার উৎসব। তাই বেশ আনন্দিত।’
নাসিরনগর ভিটাডুবি ধীবর মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক পরিমল দাস বলেন, ‘বছরের এ সময়ে মেদির হাওরের আটাউরি বিল সমিতির সদস্যদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বিলটি খনন না করলে ভরাট হয়ে ভবিষ্যতে হয়তো মাছ ধরার এ উৎসব হারিয়ে যাবে। আমরা চাই, দ্রুত যেন বিলটি খনন করা হয়।’
হবিগঞ্জের বাঘাসুরা থেকে মাছ ধরতে আসা লোকমান মিয়া বলেন, ‘প্রতিবছর এখানে মাছ ধরতে আসি। অন্যান্য বছর অনেক মাছ পেলেও এবার তুলনামূলক মাছের সংখ্যা কম।’
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন বলেন, ‘মাছ ধরা কেন্দ্র করে জেলেপল্লিতে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিবছর বাংলা পঞ্জিকা অনুযায়ী বছরের মাঝামাঝি সময়ে জেলেরা আটাউরি বিলে মাছ ধরতে নামেন।’
উপজেলা মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মেদির হাওরের দৈর্ঘ্য ৫০০ একরের বেশি। এ হাওরের আটাউরি বিল থেকে প্রতি মৌসুমে অন্তত ১০ কোটি টাকার দেশীয় প্রজাতির মাছ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। এসব মাছ থেকে চ্যাপা শুঁটকি তৈরি করে বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে।
অনেকে এসেছে ডিঙি নৌকা নিয়ে। বিভিন্নজনের হাতে বিভিন্ন জাল। কেউ পেয়েছে ছোট-বড় পাবদা, সরপুঁটি, ট্যাংরা, বাতাসি, বোয়ালসহ বিভিন্ন ধরনের মাছ। কয়েক শ মানুষের এমন মাছ ধরার উৎসব চলছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওরের আটাউরি বিলে। গতকাল বুধবার শুরু হওয়া এই উৎসবের নাম ‘বাইচ’। তিন দিনব্যাপী মাছ ধরার এ উৎসব চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত।
সরেজমিনে দেখা যায়, কয়েক শ মানুষ মাছ ধরার নানা সরঞ্জাম নিয়ে আটাউরি বিলে জড়ো হয়েছে। যে যেভাবে পারছে মাছ ধরছে। কেউ কম পেয়েছে, কেউবা বেশি। তবে কারও মুখে দুঃখের ছাপ নেই, আছে উৎসবের আনন্দ।
জানা গেছে, বছরের পর বছর মাছ ধরার উৎসব চলছে বিলটিতে। প্রতিবছরের মতো এবারও তিন দিনব্যাপী মাছ ধরার এ উৎসবে মেতেছেন বিলের আশপাশের বাসিন্দারা। মাছ ধরতে ছুটে এসেছে উপজেলা প্রান্তের মানুষও। পাশের জেলা থেকেও কেউ কেউ এসেছে।
মাছ ধরতে আসা হরিপদ, নিপেন্দ্র, হারাধনসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, ‘উৎসবমুখর পরিবেশে মাছ শিকার করছি। ছোট-বড় দেশীয় প্রজাতির পাবদা, সরপুঁটি, ট্যাংরা, বাতাসি, বোয়ালসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাছ পাওয়া যায় এই বিলে। তবে এ বছর মাছ কম পাওয়া যাচ্ছে। তারপরও এটি আমাদের মাছ ধরার উৎসব। তাই বেশ আনন্দিত।’
নাসিরনগর ভিটাডুবি ধীবর মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক পরিমল দাস বলেন, ‘বছরের এ সময়ে মেদির হাওরের আটাউরি বিল সমিতির সদস্যদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বিলটি খনন না করলে ভরাট হয়ে ভবিষ্যতে হয়তো মাছ ধরার এ উৎসব হারিয়ে যাবে। আমরা চাই, দ্রুত যেন বিলটি খনন করা হয়।’
হবিগঞ্জের বাঘাসুরা থেকে মাছ ধরতে আসা লোকমান মিয়া বলেন, ‘প্রতিবছর এখানে মাছ ধরতে আসি। অন্যান্য বছর অনেক মাছ পেলেও এবার তুলনামূলক মাছের সংখ্যা কম।’
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন বলেন, ‘মাছ ধরা কেন্দ্র করে জেলেপল্লিতে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিবছর বাংলা পঞ্জিকা অনুযায়ী বছরের মাঝামাঝি সময়ে জেলেরা আটাউরি বিলে মাছ ধরতে নামেন।’
উপজেলা মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মেদির হাওরের দৈর্ঘ্য ৫০০ একরের বেশি। এ হাওরের আটাউরি বিল থেকে প্রতি মৌসুমে অন্তত ১০ কোটি টাকার দেশীয় প্রজাতির মাছ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। এসব মাছ থেকে চ্যাপা শুঁটকি তৈরি করে বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে।
মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে পার্বণ নবান্ন উৎসব। গ্রাম বাংলার নানা অনুষঙ্গ ও আয়োজনে মেতে উঠে হাজারো মানুষ। নদীর তীরে জমজমাট নবান্ন উৎসবে পিঠাপুলি, লোকগান, খেলাধুলার প্রতিযোগিতাসহ হয় নানা রকম আয়োজন করা হয়।
১৮ মিনিট আগেআজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগেরাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
৩ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
৩ ঘণ্টা আগে