চট্টগ্রাম প্রতিনিধি

চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখের আয়োজনে চট্টগ্রামের প্রায় প্রতিটি ঘরেই থাকে পাঁচনের উপস্থিতি। নানা পদের সবজি দিয়ে তৈরি করা এই খাবারকে অনেকেই আবার ‘ঘণ্ট’ নামেও চেনেন। এদিকে বাংলা নববর্ষকে সামনে রেখে নগরের বিভিন্ন এলাকায় পাঁচন রান্নায় প্রয়োজনীয় সবজি বিক্রির ধুম পড়েছে।
আজ বুধবার নগরীর হাজারী লেন, জামালখান সড়ক, মোমিন রোড, বকশিরহাট ও আসকারদীঘির পাড় এলাকা ঘুরে দেখা গেছে, পাঁচনের সবজি বিক্রিতে ব্যস্ত মৌসুমি সবজি ব্যবসায়ীরা। তাঁরা জানান, আগে চৈত্রসংক্রান্তিতে শুধু হাজারী লেনে পাঁচনের সবজি পাওয়া যেত। এখন শহরের প্রায় সব বাজারেই কম-বেশি পাওয়া যাচ্ছে। পাঁচন রান্নায় কাঁচা কাঁঠাল, ডুমুর, কাটটুস, তিতা বেগুন, কলার খাড়া (কলাগাছের ভেতরের কাণ্ড), শজনে, কাঁচা আম, কাঁচা কলা, মুলা, পটোল, গাজর, লাউ, করলা, টমেটো, কাঁকরোল, বরবটি, ঢ্যাঁড়স, কচুর ছড়া, পেঁপে, মিষ্টিকুমড়া, শালগম, শসা, চালকুমড়া, আলুসহ বারোমাসি বিভিন্ন ধরনের সবজি লাগে। এ ছাড়া লাউশাক, কচুর লতি, পুঁইশাক, কলমিশাক ও ঢেঁকিশাকও প্রয়োজন হয়।
জামালখান সড়কের ফুটপাতে সবজি বিক্রি করেন মাসুম। তিনি বলেন, ‘পাঁচনের সব সবজি একসঙ্গে নিলে ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। বেশির ভাগ ক্রেতাই একসঙ্গে সব সবজি কিনছেন। আবার কেউ আলাদা করেও কিনছেন।’
পাঁচনের সবজি কিনতে জামালখানে এসেছেন নগরের আন্দরকিল্লা এলাকার বাসিন্দা অঞ্জনা রায়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চৈত্রসংক্রান্তিতে ঘরে রান্নার জন্য ১৮ পদের সবজি কিনতে এসেছি। পাঁচন খাওয়ার রেওয়াজ আমাদের পুরোনো ঐতিহ্য।’
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পুষ্টিবিদ ইকবাল হোসাইন বলেন, পাঁচনে বিভিন্ন পদের সবজি থাকায় সব ধরনের ভিটামিনের উপস্থিতি থাকে, যা মানব শরীরের জন্য খুবই উপকারী।

চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখের আয়োজনে চট্টগ্রামের প্রায় প্রতিটি ঘরেই থাকে পাঁচনের উপস্থিতি। নানা পদের সবজি দিয়ে তৈরি করা এই খাবারকে অনেকেই আবার ‘ঘণ্ট’ নামেও চেনেন। এদিকে বাংলা নববর্ষকে সামনে রেখে নগরের বিভিন্ন এলাকায় পাঁচন রান্নায় প্রয়োজনীয় সবজি বিক্রির ধুম পড়েছে।
আজ বুধবার নগরীর হাজারী লেন, জামালখান সড়ক, মোমিন রোড, বকশিরহাট ও আসকারদীঘির পাড় এলাকা ঘুরে দেখা গেছে, পাঁচনের সবজি বিক্রিতে ব্যস্ত মৌসুমি সবজি ব্যবসায়ীরা। তাঁরা জানান, আগে চৈত্রসংক্রান্তিতে শুধু হাজারী লেনে পাঁচনের সবজি পাওয়া যেত। এখন শহরের প্রায় সব বাজারেই কম-বেশি পাওয়া যাচ্ছে। পাঁচন রান্নায় কাঁচা কাঁঠাল, ডুমুর, কাটটুস, তিতা বেগুন, কলার খাড়া (কলাগাছের ভেতরের কাণ্ড), শজনে, কাঁচা আম, কাঁচা কলা, মুলা, পটোল, গাজর, লাউ, করলা, টমেটো, কাঁকরোল, বরবটি, ঢ্যাঁড়স, কচুর ছড়া, পেঁপে, মিষ্টিকুমড়া, শালগম, শসা, চালকুমড়া, আলুসহ বারোমাসি বিভিন্ন ধরনের সবজি লাগে। এ ছাড়া লাউশাক, কচুর লতি, পুঁইশাক, কলমিশাক ও ঢেঁকিশাকও প্রয়োজন হয়।
জামালখান সড়কের ফুটপাতে সবজি বিক্রি করেন মাসুম। তিনি বলেন, ‘পাঁচনের সব সবজি একসঙ্গে নিলে ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। বেশির ভাগ ক্রেতাই একসঙ্গে সব সবজি কিনছেন। আবার কেউ আলাদা করেও কিনছেন।’
পাঁচনের সবজি কিনতে জামালখানে এসেছেন নগরের আন্দরকিল্লা এলাকার বাসিন্দা অঞ্জনা রায়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চৈত্রসংক্রান্তিতে ঘরে রান্নার জন্য ১৮ পদের সবজি কিনতে এসেছি। পাঁচন খাওয়ার রেওয়াজ আমাদের পুরোনো ঐতিহ্য।’
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পুষ্টিবিদ ইকবাল হোসাইন বলেন, পাঁচনে বিভিন্ন পদের সবজি থাকায় সব ধরনের ভিটামিনের উপস্থিতি থাকে, যা মানব শরীরের জন্য খুবই উপকারী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে