ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়ায় মাদক কারবারের প্রতিবাদ করায় গত শনিবার এক শিক্ষিকা ও তাঁর স্বামী-সন্তানকে ছুরিকাঘাতে আহত করার ঘটনা ঘটে। এই ঘটনায় ওয়ার্ড ছাত্রলীগের পদ থেকে রিফাজ উদ্দিন তাসিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল রোববার রাতে ছাগলনাইয়া পৌর ছাত্রলীগের সভাপতি গালিব হোসেন রাফি ও সাধারণ সম্পাদক সাদমান মুফতাশির ফাহিদের সই করা এক বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিফাজ উদ্দিন তাসিবকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাগলনাইয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
গত শনিবার বিকেলে ছাগলনাইয়া থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা শামীমা আক্তার (৪৭), তাঁর স্বামী ব্যবসায়ী এ কে এম ফরিদুল আলম (৫২) ও তাঁদের ছেলে এ কে এম আইনুল আলমকে (২২) ছুরিকাঘাত করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদুলকে ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওই ঘটনায় শামীমা বাদী হয়ে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. ফয়সাল ও তাঁর ছোট ভাই অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতা তাসিবসহ চারজনের নামসহ অজ্ঞাত দু-তিনজনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মামলা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ফয়সাল ও তাঁর মা রাবেয়া বেগমকে গ্রেপ্তার করে।
মামলা থেকে জানা গেছে, পশ্চিম ছাগলনাইয়া গ্রামের ফয়সাল ও তাসিবের নেতৃত্বে একটি গ্রুপ অনেক দিন ধরে থানাপাড়া ও আশপাশের এলাকায় মাদক সেবন, ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। বিভিন্ন সময় শামীমা এসবের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে শনিবার বিকেলে তাঁর ছেলে আইনুলের ওপর হামলা চালানো হয়। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে শামীমা ও ফরিদুলকেও ছুরিকাঘাত করা হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদ্বীপ রায় বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফয়সালসহ দুজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

ফেনীর ছাগলনাইয়ায় মাদক কারবারের প্রতিবাদ করায় গত শনিবার এক শিক্ষিকা ও তাঁর স্বামী-সন্তানকে ছুরিকাঘাতে আহত করার ঘটনা ঘটে। এই ঘটনায় ওয়ার্ড ছাত্রলীগের পদ থেকে রিফাজ উদ্দিন তাসিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল রোববার রাতে ছাগলনাইয়া পৌর ছাত্রলীগের সভাপতি গালিব হোসেন রাফি ও সাধারণ সম্পাদক সাদমান মুফতাশির ফাহিদের সই করা এক বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিফাজ উদ্দিন তাসিবকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাগলনাইয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
গত শনিবার বিকেলে ছাগলনাইয়া থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা শামীমা আক্তার (৪৭), তাঁর স্বামী ব্যবসায়ী এ কে এম ফরিদুল আলম (৫২) ও তাঁদের ছেলে এ কে এম আইনুল আলমকে (২২) ছুরিকাঘাত করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদুলকে ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওই ঘটনায় শামীমা বাদী হয়ে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. ফয়সাল ও তাঁর ছোট ভাই অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতা তাসিবসহ চারজনের নামসহ অজ্ঞাত দু-তিনজনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মামলা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ফয়সাল ও তাঁর মা রাবেয়া বেগমকে গ্রেপ্তার করে।
মামলা থেকে জানা গেছে, পশ্চিম ছাগলনাইয়া গ্রামের ফয়সাল ও তাসিবের নেতৃত্বে একটি গ্রুপ অনেক দিন ধরে থানাপাড়া ও আশপাশের এলাকায় মাদক সেবন, ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। বিভিন্ন সময় শামীমা এসবের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে শনিবার বিকেলে তাঁর ছেলে আইনুলের ওপর হামলা চালানো হয়। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে শামীমা ও ফরিদুলকেও ছুরিকাঘাত করা হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদ্বীপ রায় বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফয়সালসহ দুজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর পরিচয় শনাক্ত হয়েছে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায়।
২ ঘণ্টা আগে