‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে আন্দোলনের নামে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত কোটাবিরোধী আন্দোলনকারী ও স্ব-ঘোষিত রাজাকার’দের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফেনীতে এই কর্মসূচি পালন করে। খেজুর চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে মানববন্ধনে মিলিত হয়।
এ সময় মুক্তিযোদ্ধারা বলেন, ‘যে পতাকার জন্য আমরা ৯ মাস যুদ্ধ করেছি, সেই পতাকা মাথায় নিয়ে রাজাকার, রাজাকার স্লোগান দেয়। এটি আমাদের জন্য লজ্জার। এ দেশের তথাকথিত মেধাবীরা মুক্তিযোদ্ধাদের সম্মান নিয়ে আপত্তি করছে। তারা বোধ হয় ভুলে গেছে, আমরা যদি এ দেশ স্বাধীন না করতাম, তাহলে আজকের অস্তিত্বই থাকত না।’
মহব্বত আলী নামের এক বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘যুবক বয়সে এ দেশের মানুষের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিলাম। জীবনের শেষ মুহূর্তে তীব্র গরমের মধ্যে আবারও নিজেদের সম্মান বাঁচাতে রাজপথে নেমেছি। যাঁরা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সুযোগ-সুবিধা নিয়ে কথা বলছেন, তাঁরা মুক্তিযুদ্ধের বিপক্ষের শত্রুদের দ্বারা প্রভাবিত হচ্ছেন। কোনো শিক্ষিত মানুষ স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের নিয়ে আপত্তি করার কথা নয়।’
এ সময় বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব, পরশুরাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ন শাহরিয়ার, সোনাগাজী উপজেলা কমান্ডার নাসির উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ওমর ফারুক নয়ন প্রমুখ।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
৪১ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে