নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি বিদ্যালয়ে সভাপতি পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ আলীকে অব্যাহতি দিয়েছে শিক্ষা বোর্ড। সভাপতি হওয়ার ক্ষেত্রে জাল সনদ ব্যবহার করার কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেমের সই করা এক আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আদেশের কপি এই প্রতিবেদকের হাতে রয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, বোয়ালখালীর উত্তর গোমদণ্ডী উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পাওয়া মোহাম্মদ আলীর সনদটি জাল প্রমাণিত হয়েছে ৷ এ কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।
তথ্যমতে, গত ২৪ মার্চ মোহাম্মদ আলীকে সভাপতি নিয়োগ দেওয়া হয়েছিল। এ ক্ষেত্রে তিনি যেসব সনদ জমা দিয়েছেন, তার মধ্যে অনার্সের সনদটি জাল বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে মাদক মামলায় তাঁর জেল খাটার বিষয়টিও জানাজানি হয়। সম্প্রতি বিষয়টি নিয়ে আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
৪ আগস্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহমেদ দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। এতে সদস্য করা হয়েছে শিক্ষা বোর্ডের উপসচিব মোহাম্মদ মোরশেদ আলম এবং উপবিদ্যালয় পরিদর্শক ড. শফিউল আজম শফিকে।
কমিটির সদস্যরা বুধবার (৬ আগস্ট) সাউদার্ন ইউনিভার্সিটিতে গিয়ে সনদটির বিষয়ে তদন্ত করেন। সেখানকার কতৃপক্ষ সনদটি জাল বলে শনাক্ত করে। এরপর বিকেলে শিক্ষা বোর্ডে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। প্রতিবেদন পাওয়ার পরপরই মোহাম্মদ আলীকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা জাল সনদে স্কুলের অ্যাডহক কমিটির সেই সভাপতির বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি।’

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি বিদ্যালয়ে সভাপতি পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ আলীকে অব্যাহতি দিয়েছে শিক্ষা বোর্ড। সভাপতি হওয়ার ক্ষেত্রে জাল সনদ ব্যবহার করার কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেমের সই করা এক আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আদেশের কপি এই প্রতিবেদকের হাতে রয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, বোয়ালখালীর উত্তর গোমদণ্ডী উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পাওয়া মোহাম্মদ আলীর সনদটি জাল প্রমাণিত হয়েছে ৷ এ কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।
তথ্যমতে, গত ২৪ মার্চ মোহাম্মদ আলীকে সভাপতি নিয়োগ দেওয়া হয়েছিল। এ ক্ষেত্রে তিনি যেসব সনদ জমা দিয়েছেন, তার মধ্যে অনার্সের সনদটি জাল বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে মাদক মামলায় তাঁর জেল খাটার বিষয়টিও জানাজানি হয়। সম্প্রতি বিষয়টি নিয়ে আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
৪ আগস্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহমেদ দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। এতে সদস্য করা হয়েছে শিক্ষা বোর্ডের উপসচিব মোহাম্মদ মোরশেদ আলম এবং উপবিদ্যালয় পরিদর্শক ড. শফিউল আজম শফিকে।
কমিটির সদস্যরা বুধবার (৬ আগস্ট) সাউদার্ন ইউনিভার্সিটিতে গিয়ে সনদটির বিষয়ে তদন্ত করেন। সেখানকার কতৃপক্ষ সনদটি জাল বলে শনাক্ত করে। এরপর বিকেলে শিক্ষা বোর্ডে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। প্রতিবেদন পাওয়ার পরপরই মোহাম্মদ আলীকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা জাল সনদে স্কুলের অ্যাডহক কমিটির সেই সভাপতির বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে ঢাকা-৭ আসনের প্রার্থীরা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, কুশল বিনিময় এবং মতবিনিময়ের মাধ্যমে মাঠে সক্রিয় রয়েছেন। তবে ভোটারদের অনেকে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
৩ মিনিট আগে
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম। অফিস করেন টয়োটা ব্র্যান্ডের ল্যান্ডক্রুজার ডাবল কেবিনের একটি পিকআপে। খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটির মালিক ঢাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর।
৩ মিনিট আগে
ব্যক্তিগত ক্ষমতার প্রদর্শনে সংকটে পড়েছে রাষ্ট্রীয় একটি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। পাবনার টেবুনিয়ায় বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ ও হেনস্তার অভিযোগে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।
১৩ মিনিট আগে
সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
১৮ মিনিট আগে