
চট্টগ্রামের আনোয়ারায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩০ জানুয়ারি রাতে ডাকাতির ঘটনায় গত বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তারসহ লুট হওয়া আট ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার বিষয়টি জানাজানি হয়।
গ্রেপ্তার দুজন হলেন, আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মৃণাল কান্তি ধর (৬৫) এবং মো. মনির ওরফে সোলাইমান (৪০)।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ মুহাম্মদ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গ্রেপ্তার মো. মনির ওরফে সোলাইমানের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি, ডাকাত চক্রের সঙ্গে আরও অনেকের সংশ্লিষ্টতা রয়েছে। ইতিমধ্যে তাঁদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পুলিশ জানায়, মনিরকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া আট ভরি স্বর্ণসহ মৃণালকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া স্বর্ণের মধ্যে দুই ভরির একটি গলার হার, এক ভরির দুটি ব্রেসলেট, চার ভরির ১০টি চেইন এবং এক ভরির চারটি কানের দুল রয়েছে।

গ্রেপ্তার মনির ওরফে সোলাইমান আনোয়ারা উপজেলা সদরের বিলপুরের আলী আকবর চেয়ারম্যান বাড়ির মৃত বকশ খানের ছেলে। তা ছাড়া গ্রেপ্তার মৃণাল কান্তি ধর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি নগরীর হাজারী লেনের ইকুইটি কোহিনুর গোল্ড মার্কেটের ‘মডার্ন ফেন্সী জুয়েলার্স অ্যান্ড বুলিয়ন’ নামের দোকান মালিক এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
গত ৩০ জানুয়ারি গভীর রাতে বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দরের লিয়াকত আলী চৌধুরীর বাড়ির ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন বেলুর ঘরে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেছেন। তিনি বন্দর কমিউনিটি সেন্টার এলাকার দেয়াঙ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৩ ঘণ্টা আগে