কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩০ জানুয়ারি রাতে ডাকাতির ঘটনায় গত বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তারসহ লুট হওয়া আট ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার বিষয়টি জানাজানি হয়।
গ্রেপ্তার দুজন হলেন, আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মৃণাল কান্তি ধর (৬৫) এবং মো. মনির ওরফে সোলাইমান (৪০)।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ মুহাম্মদ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গ্রেপ্তার মো. মনির ওরফে সোলাইমানের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি, ডাকাত চক্রের সঙ্গে আরও অনেকের সংশ্লিষ্টতা রয়েছে। ইতিমধ্যে তাঁদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পুলিশ জানায়, মনিরকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া আট ভরি স্বর্ণসহ মৃণালকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া স্বর্ণের মধ্যে দুই ভরির একটি গলার হার, এক ভরির দুটি ব্রেসলেট, চার ভরির ১০টি চেইন এবং এক ভরির চারটি কানের দুল রয়েছে।
গ্রেপ্তার মনির ওরফে সোলাইমান আনোয়ারা উপজেলা সদরের বিলপুরের আলী আকবর চেয়ারম্যান বাড়ির মৃত বকশ খানের ছেলে। তা ছাড়া গ্রেপ্তার মৃণাল কান্তি ধর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি নগরীর হাজারী লেনের ইকুইটি কোহিনুর গোল্ড মার্কেটের ‘মডার্ন ফেন্সী জুয়েলার্স অ্যান্ড বুলিয়ন’ নামের দোকান মালিক এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
গত ৩০ জানুয়ারি গভীর রাতে বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দরের লিয়াকত আলী চৌধুরীর বাড়ির ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন বেলুর ঘরে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেছেন। তিনি বন্দর কমিউনিটি সেন্টার এলাকার দেয়াঙ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী।
চট্টগ্রামের আনোয়ারায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩০ জানুয়ারি রাতে ডাকাতির ঘটনায় গত বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তারসহ লুট হওয়া আট ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার বিষয়টি জানাজানি হয়।
গ্রেপ্তার দুজন হলেন, আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মৃণাল কান্তি ধর (৬৫) এবং মো. মনির ওরফে সোলাইমান (৪০)।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ মুহাম্মদ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গ্রেপ্তার মো. মনির ওরফে সোলাইমানের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি, ডাকাত চক্রের সঙ্গে আরও অনেকের সংশ্লিষ্টতা রয়েছে। ইতিমধ্যে তাঁদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পুলিশ জানায়, মনিরকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া আট ভরি স্বর্ণসহ মৃণালকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া স্বর্ণের মধ্যে দুই ভরির একটি গলার হার, এক ভরির দুটি ব্রেসলেট, চার ভরির ১০টি চেইন এবং এক ভরির চারটি কানের দুল রয়েছে।
গ্রেপ্তার মনির ওরফে সোলাইমান আনোয়ারা উপজেলা সদরের বিলপুরের আলী আকবর চেয়ারম্যান বাড়ির মৃত বকশ খানের ছেলে। তা ছাড়া গ্রেপ্তার মৃণাল কান্তি ধর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি নগরীর হাজারী লেনের ইকুইটি কোহিনুর গোল্ড মার্কেটের ‘মডার্ন ফেন্সী জুয়েলার্স অ্যান্ড বুলিয়ন’ নামের দোকান মালিক এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
গত ৩০ জানুয়ারি গভীর রাতে বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দরের লিয়াকত আলী চৌধুরীর বাড়ির ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন বেলুর ঘরে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেছেন। তিনি বন্দর কমিউনিটি সেন্টার এলাকার দেয়াঙ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী।
চট্টগ্রাম নগরের চকবাজারে ইফতার চলাকালে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল বের করার জের ধরে ১০ জনকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা–পুলিশের একটি দল। মিছিলের পর গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) রাত থেকে আজ বুধবার (২৬ মার্চ) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত অন্তত ১০
১ মিনিট আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জনগণের ভোট পেতে হলে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে। চাঁদাবাজি, লুটপাট, ভূমি দখল করে জনগণের ভোট পাওয়ার দিন শেষ।
৪ মিনিট আগেমাগুরায় চাঁদা তুলতে তুলতেই মারা গেল একটি হাতি। আর সেই হাতি গিয়ে পড়ল এক ভ্যানের ওপর। এতে ওই ভ্যানচালক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার সকালে মহম্মদপুর উপজেলার শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধের ভেতর মানুষের উপস্থিতি যখন অনেকটা কমে যায়, তখন একদল লোক ‘জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’সহ নানা স্লোগান দিতে থাকেন। তাঁদের হাতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের
২৪ মিনিট আগে