নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

২৪ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত এক কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে চারজনের মৃত্যু হয়েছে। আজ রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত দুজন হলো মো. এরশাদ (১৪) ও ইয়াসমিন আক্তার (৪৫)। পাশাপাশি আরও ১২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি মাসের ৪ জুন থেকে মোট ৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।’
সূত্র জানায়, মারা যাওয়া কিশোর এরশাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। শ্বাসকষ্ট নিয়ে গত শুক্রবার তাকে চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। এর আগে হৃদ্রোগ এবং কিডনি জটিলতা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এরশাদ কোভিডে আক্রান্ত হয়।
আর ইয়াসমিন আক্তারের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়। তিনি আগে থেকে যক্ষ্মা রোগে ভুগছিলেন। কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার পর শনিবার চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর রক্তে সংক্রমণজনিত কার্ডিয়াক শকে মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ আছে।
এর আগে ১৬ জুন মীরসরাই উপজেলার জোরারগঞ্জের বাসিন্দা শফিউল ইসলামের (৭৫) মৃত্যুর কথা জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়। পরে ২০ জুন চট্টগ্রামে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে পরে ফজিলাতুন্নেছা (৭১) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। করানো ভাইরাসে মারা যাওয়া চারজনের মধ্যে একজন নগরীর এবং অন্য তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে নতুন করে করানো ভাইরাসের সংক্রমণ শুরুর পর রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চসিকের পরিচালিত মেমন-২ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। নগরীর আন্দরকিল্লা ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০টি আইসোলেশন বেডে রোগীদের চিকিৎসা চলছে।
এ ছাড়া চমেক হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কোভিড ওয়ার্ড খুলেছে কর্তৃপক্ষ। বিভিন্ন বেসরকারি হাসপাতালের পাশাপাশি কোভিড পরীক্ষা করা হচ্ছে চমেক হাসপাতাল ও জেনারেল হাসপাতালেও।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের এনবি ১.৮.১ নামের নতুন ধরনটি ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে কোভিড-১৯-এর নতুন ধরন ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনবি ১.৮.১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলক বেশি এবং এটি দ্রুত ছড়াচ্ছে।

২৪ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত এক কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে চারজনের মৃত্যু হয়েছে। আজ রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত দুজন হলো মো. এরশাদ (১৪) ও ইয়াসমিন আক্তার (৪৫)। পাশাপাশি আরও ১২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি মাসের ৪ জুন থেকে মোট ৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।’
সূত্র জানায়, মারা যাওয়া কিশোর এরশাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। শ্বাসকষ্ট নিয়ে গত শুক্রবার তাকে চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। এর আগে হৃদ্রোগ এবং কিডনি জটিলতা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এরশাদ কোভিডে আক্রান্ত হয়।
আর ইয়াসমিন আক্তারের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়। তিনি আগে থেকে যক্ষ্মা রোগে ভুগছিলেন। কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার পর শনিবার চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর রক্তে সংক্রমণজনিত কার্ডিয়াক শকে মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ আছে।
এর আগে ১৬ জুন মীরসরাই উপজেলার জোরারগঞ্জের বাসিন্দা শফিউল ইসলামের (৭৫) মৃত্যুর কথা জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়। পরে ২০ জুন চট্টগ্রামে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে পরে ফজিলাতুন্নেছা (৭১) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। করানো ভাইরাসে মারা যাওয়া চারজনের মধ্যে একজন নগরীর এবং অন্য তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে নতুন করে করানো ভাইরাসের সংক্রমণ শুরুর পর রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চসিকের পরিচালিত মেমন-২ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। নগরীর আন্দরকিল্লা ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০টি আইসোলেশন বেডে রোগীদের চিকিৎসা চলছে।
এ ছাড়া চমেক হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কোভিড ওয়ার্ড খুলেছে কর্তৃপক্ষ। বিভিন্ন বেসরকারি হাসপাতালের পাশাপাশি কোভিড পরীক্ষা করা হচ্ছে চমেক হাসপাতাল ও জেনারেল হাসপাতালেও।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের এনবি ১.৮.১ নামের নতুন ধরনটি ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে কোভিড-১৯-এর নতুন ধরন ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনবি ১.৮.১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলক বেশি এবং এটি দ্রুত ছড়াচ্ছে।

ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
৪ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১৭ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
২১ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩৯ মিনিট আগে