ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া সীমান্ত থেকে ২৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার রাত ১০টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্ত ফাঁড়ির ৯৯ পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
পূর্ব ছাগলনাইয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুর রসিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে বিএসএফ কতজনকে নিয়ে গেছে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তারা তথ্য দেবে বলে জানিয়েছে।’
এলাকাবাসী জানান, ছাগলনাইয়া পৌরসভার বাংলাদেশ-ভারত সীমান্তের পূর্ব ছাগলনাইয়া সীমান্ত ফাঁড়ির উত্তর পাশে ৯৯ পিলারের কাছে কাটা তারের ফাঁক দিয়ে চোরাচালানের চিনি বহনের কাজ করছিলেন আটক ব্যক্তিরা। এ সময় বিএসএফের একটি টহল দল তাঁদের ধাওয়া করে। বেশির ভাগ বিএসএফের ধাওয়া খেয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও ইমাম হোসেন, রিপন, শামীম, ইমন, হারুন, অদুন, গুরা মিয়া, জামাল, জাফর ইমাম, সাইমন, মহসিন, এমরান, রুবেল ও নুর করিমসহ ২৫ থেকে ২৬ জন বাংলাদেশি বিএসএফের হাতে আটক হন।
আটক ইমাম হোসেন শুক্কুল নামে এক শ্রমিকের বাবা বেলাল হোসেন বলেন, ‘আটকদের ফিরিয়ে আনতে ফাঁড়িতে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের কপি জমা দিয়েছি।’ মিজানুর রহমান নামে অপর এক বাসিন্দা বলেন, বিএসএফ ২৫ থেকে ২৬ জনকে ধরে নিয়ে গেছে।
৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা (এএসসি) আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে বিধি মোতাবেক আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে ঘটনার পর থেকে পূর্ব ছাগলনাইয়া সীমান্ত ফাঁড়ির অদূরে অপেক্ষা করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক বাংলাদেশিদের স্বজনরা।

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া সীমান্ত থেকে ২৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার রাত ১০টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্ত ফাঁড়ির ৯৯ পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
পূর্ব ছাগলনাইয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুর রসিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে বিএসএফ কতজনকে নিয়ে গেছে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তারা তথ্য দেবে বলে জানিয়েছে।’
এলাকাবাসী জানান, ছাগলনাইয়া পৌরসভার বাংলাদেশ-ভারত সীমান্তের পূর্ব ছাগলনাইয়া সীমান্ত ফাঁড়ির উত্তর পাশে ৯৯ পিলারের কাছে কাটা তারের ফাঁক দিয়ে চোরাচালানের চিনি বহনের কাজ করছিলেন আটক ব্যক্তিরা। এ সময় বিএসএফের একটি টহল দল তাঁদের ধাওয়া করে। বেশির ভাগ বিএসএফের ধাওয়া খেয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও ইমাম হোসেন, রিপন, শামীম, ইমন, হারুন, অদুন, গুরা মিয়া, জামাল, জাফর ইমাম, সাইমন, মহসিন, এমরান, রুবেল ও নুর করিমসহ ২৫ থেকে ২৬ জন বাংলাদেশি বিএসএফের হাতে আটক হন।
আটক ইমাম হোসেন শুক্কুল নামে এক শ্রমিকের বাবা বেলাল হোসেন বলেন, ‘আটকদের ফিরিয়ে আনতে ফাঁড়িতে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের কপি জমা দিয়েছি।’ মিজানুর রহমান নামে অপর এক বাসিন্দা বলেন, বিএসএফ ২৫ থেকে ২৬ জনকে ধরে নিয়ে গেছে।
৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা (এএসসি) আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে বিধি মোতাবেক আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে ঘটনার পর থেকে পূর্ব ছাগলনাইয়া সীমান্ত ফাঁড়ির অদূরে অপেক্ষা করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক বাংলাদেশিদের স্বজনরা।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে