
চট্টগ্রামের হাটহাজারীতে একটি ডুপ্লেক্স ভবনের দোতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন হজযাত্রীর পাসপোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাঁদের আসবাবসহ পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যাওয়া পাসপোর্ট নিয়ে চলতি মাসের ২০ তারিখ ওই তিন হজযাত্রী হজব্রত পালনের জন্য সৌদি আরবে যাওয়ার কথা ছিল। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
গতকাল শুক্রবার রাতে উপজেলার নন্দীরহাট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক রেজিস্ট্রার এস এম শাহজালাল রশিদের এ আর গার্ডেন নামে একটি ভবনে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির দোতলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা ক্ষতিগ্রস্ত পরিবারের।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ দোতলায় আগুন দেখে পরিবারের লোকজন চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলেও দোতলায় আগুনের তীব্রতায় তেমন কাজ করতে পারেননি। আগুনে আসবাব, ইলেকট্রনিক যন্ত্রপাতিসহ ভবনের মালিক এস এম শাহজালাল রশিদের, তাঁর স্ত্রী ঝুমা চৌধুরীর এবং তাঁদের ছেলে সৈয়দ মুলতাজিম রশিদের পাসপোর্ট পুড়ে ছাই হয় গেছে।
আগুনে পুড়ে যাওয়া ভবনটির মালিক এস এম শাহজালাল রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি আগ্রাবাদ থেকে দ্রুত ছুটে আসি। কিন্তু তার আগেই সব পুরে শেষ হয়ে গেছে।’
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে দোতলার পাঁচটি কক্ষের আসবাবসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে তীব্রতায় কক্ষের পলেস্তারাও খসে পড়ে। আগুনে পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

বৃহস্পতিবার সকালে রিফুজি মার্কেট এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিমের ফেস্টুন লাগাতে গেলে স্থানীয় বিএনপির এক কর্মী বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
১৬ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
১৮ মিনিট আগে
‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরগুলোতে একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।
১ ঘণ্টা আগে