হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে একটি ডুপ্লেক্স ভবনের দোতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন হজযাত্রীর পাসপোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাঁদের আসবাবসহ পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যাওয়া পাসপোর্ট নিয়ে চলতি মাসের ২০ তারিখ ওই তিন হজযাত্রী হজব্রত পালনের জন্য সৌদি আরবে যাওয়ার কথা ছিল। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
গতকাল শুক্রবার রাতে উপজেলার নন্দীরহাট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক রেজিস্ট্রার এস এম শাহজালাল রশিদের এ আর গার্ডেন নামে একটি ভবনে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির দোতলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা ক্ষতিগ্রস্ত পরিবারের।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ দোতলায় আগুন দেখে পরিবারের লোকজন চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলেও দোতলায় আগুনের তীব্রতায় তেমন কাজ করতে পারেননি। আগুনে আসবাব, ইলেকট্রনিক যন্ত্রপাতিসহ ভবনের মালিক এস এম শাহজালাল রশিদের, তাঁর স্ত্রী ঝুমা চৌধুরীর এবং তাঁদের ছেলে সৈয়দ মুলতাজিম রশিদের পাসপোর্ট পুড়ে ছাই হয় গেছে।
আগুনে পুড়ে যাওয়া ভবনটির মালিক এস এম শাহজালাল রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি আগ্রাবাদ থেকে দ্রুত ছুটে আসি। কিন্তু তার আগেই সব পুরে শেষ হয়ে গেছে।’
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে দোতলার পাঁচটি কক্ষের আসবাবসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে তীব্রতায় কক্ষের পলেস্তারাও খসে পড়ে। আগুনে পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

চট্টগ্রামের হাটহাজারীতে একটি ডুপ্লেক্স ভবনের দোতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন হজযাত্রীর পাসপোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাঁদের আসবাবসহ পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যাওয়া পাসপোর্ট নিয়ে চলতি মাসের ২০ তারিখ ওই তিন হজযাত্রী হজব্রত পালনের জন্য সৌদি আরবে যাওয়ার কথা ছিল। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
গতকাল শুক্রবার রাতে উপজেলার নন্দীরহাট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক রেজিস্ট্রার এস এম শাহজালাল রশিদের এ আর গার্ডেন নামে একটি ভবনে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির দোতলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা ক্ষতিগ্রস্ত পরিবারের।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ দোতলায় আগুন দেখে পরিবারের লোকজন চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলেও দোতলায় আগুনের তীব্রতায় তেমন কাজ করতে পারেননি। আগুনে আসবাব, ইলেকট্রনিক যন্ত্রপাতিসহ ভবনের মালিক এস এম শাহজালাল রশিদের, তাঁর স্ত্রী ঝুমা চৌধুরীর এবং তাঁদের ছেলে সৈয়দ মুলতাজিম রশিদের পাসপোর্ট পুড়ে ছাই হয় গেছে।
আগুনে পুড়ে যাওয়া ভবনটির মালিক এস এম শাহজালাল রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি আগ্রাবাদ থেকে দ্রুত ছুটে আসি। কিন্তু তার আগেই সব পুরে শেষ হয়ে গেছে।’
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে দোতলার পাঁচটি কক্ষের আসবাবসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে তীব্রতায় কক্ষের পলেস্তারাও খসে পড়ে। আগুনে পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
৬ মিনিট আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৬ ঘণ্টা আগে