নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর কোর্ট হিলে ভবন নির্মাণ নিয়ে দ্বন্দ্বের জেরে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানকে চট্টগ্রাম থেকে বদলির জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন আইনজীবীরা। ডিসিকে প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেন তাঁরা। আজ সোমবার সকালে কোর্ট হিলের আইনজীবী ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই দাবি ও ঘোষণা দেওয়া হয়।
আইনজীবীরা তাঁদের বক্তব্যে বলেন—জেলা প্রশাসক চট্টগ্রামে দায়িত্ব পাওয়ার পর থেকেই মিথ্যার আশ্রয় নিয়ে আমাদের ঐতিহ্যবাহী সংগঠনের মান, মর্যাদা, সম্মান ক্ষুণ্ন করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন। সমিতির নিজস্ব জায়গায় ভবন নির্মাণে বাঁধা দিয়ে আসছেন। পুরোনো আদালত ভবনের সামনের উন্মুক্ত চত্বরে ব্যারিকেড দিয়ে যান ও জন চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।
কোর্ট হিলে ভবন নির্মাণ নিয়ে প্রায় এক বছর ধরে চট্টগ্রাম জেলা প্রশাসন ও আইনজীবী সমিতির মধ্যে দ্বন্দ্ব চলছে। এ বিষয়ে বছরের শুরুতে ২৫টি সরকারি দপ্তর থেকে কোর্ট হিলের অবৈধ ও ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদে নির্দেশ দেওয়া হয়। এরপর ১৮ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ আইনজীবী সমিতির ৫টি বহুতল ভবনসহ সব অবৈধ স্থাপনা অপসারণ এবং নতুন করে কোনো স্থাপনা নির্মিত না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এসবের পেছনে জেলা প্রশাসক কলকাঠি নাড়ছেন বলে আইনজীবীরা অভিযোগ করে আসছেন।
জেলা প্রশাসক নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে বিভিন্ন বিভিন্ন দপ্তরে সত্য গোপন করে গোপন প্রতিবেদনের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেন আইনজীবীরা। আইনজীবীরা আরও বলেন, জেলা প্রশাসককে চট্টগ্রাম থেকে প্রত্যাহার করা হলে জেলা প্রশাসনের সঙ্গে আইনজীবীদের অতীতের মত সম্পর্ক পুন: স্থাপন সম্ভব হবে।
আইনজীবীদের বক্তব্যের বিষয়ে জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের উচ্চপর্যায়ের একটি বৈঠকে অংশ নিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
অবস্থান কর্মসূচিতে প্রায় শতাধিক আইনজীবী অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোহাম্মদ হাশেম। সমিতির সহসাধারণ সম্পাদক মো. এরশাদুর রহমানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন—সমিতির সাধারণ সম্পাদক এ. এইচ. এম. জিয়াউদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—সমিতির সিনিয়র সহসভাপতি মো. শফিক উল্লাহ, সমিতির সহসভাপতি মো. আজিজ উদ্দিন হায়দার, সমিতির সাবেক সভাপতি মো. ইব্রাহীম হোসেন চৌধুরী, সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকি, মো. মুজিবুল হক, রতন কুমার রায়, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে মুজিবুর রহমান চৌধুরী, আখতার কবির চৌধুরী, মো. নাজিম উদ্দিন চৌধুরী, আইয়ুব খান প্রমুখ।

চট্টগ্রাম নগরীর কোর্ট হিলে ভবন নির্মাণ নিয়ে দ্বন্দ্বের জেরে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানকে চট্টগ্রাম থেকে বদলির জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন আইনজীবীরা। ডিসিকে প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেন তাঁরা। আজ সোমবার সকালে কোর্ট হিলের আইনজীবী ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই দাবি ও ঘোষণা দেওয়া হয়।
আইনজীবীরা তাঁদের বক্তব্যে বলেন—জেলা প্রশাসক চট্টগ্রামে দায়িত্ব পাওয়ার পর থেকেই মিথ্যার আশ্রয় নিয়ে আমাদের ঐতিহ্যবাহী সংগঠনের মান, মর্যাদা, সম্মান ক্ষুণ্ন করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন। সমিতির নিজস্ব জায়গায় ভবন নির্মাণে বাঁধা দিয়ে আসছেন। পুরোনো আদালত ভবনের সামনের উন্মুক্ত চত্বরে ব্যারিকেড দিয়ে যান ও জন চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।
কোর্ট হিলে ভবন নির্মাণ নিয়ে প্রায় এক বছর ধরে চট্টগ্রাম জেলা প্রশাসন ও আইনজীবী সমিতির মধ্যে দ্বন্দ্ব চলছে। এ বিষয়ে বছরের শুরুতে ২৫টি সরকারি দপ্তর থেকে কোর্ট হিলের অবৈধ ও ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদে নির্দেশ দেওয়া হয়। এরপর ১৮ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ আইনজীবী সমিতির ৫টি বহুতল ভবনসহ সব অবৈধ স্থাপনা অপসারণ এবং নতুন করে কোনো স্থাপনা নির্মিত না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এসবের পেছনে জেলা প্রশাসক কলকাঠি নাড়ছেন বলে আইনজীবীরা অভিযোগ করে আসছেন।
জেলা প্রশাসক নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে বিভিন্ন বিভিন্ন দপ্তরে সত্য গোপন করে গোপন প্রতিবেদনের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেন আইনজীবীরা। আইনজীবীরা আরও বলেন, জেলা প্রশাসককে চট্টগ্রাম থেকে প্রত্যাহার করা হলে জেলা প্রশাসনের সঙ্গে আইনজীবীদের অতীতের মত সম্পর্ক পুন: স্থাপন সম্ভব হবে।
আইনজীবীদের বক্তব্যের বিষয়ে জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের উচ্চপর্যায়ের একটি বৈঠকে অংশ নিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
অবস্থান কর্মসূচিতে প্রায় শতাধিক আইনজীবী অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোহাম্মদ হাশেম। সমিতির সহসাধারণ সম্পাদক মো. এরশাদুর রহমানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন—সমিতির সাধারণ সম্পাদক এ. এইচ. এম. জিয়াউদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—সমিতির সিনিয়র সহসভাপতি মো. শফিক উল্লাহ, সমিতির সহসভাপতি মো. আজিজ উদ্দিন হায়দার, সমিতির সাবেক সভাপতি মো. ইব্রাহীম হোসেন চৌধুরী, সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকি, মো. মুজিবুল হক, রতন কুমার রায়, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে মুজিবুর রহমান চৌধুরী, আখতার কবির চৌধুরী, মো. নাজিম উদ্দিন চৌধুরী, আইয়ুব খান প্রমুখ।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে প্রচারণা চালাতে দেশব্যাপী ঘুরছে ভোটের গাড়ি। এই কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতেও ঘুরে গেছে ভোটের গাড়ি। তবে উপজেলা শহর ও গ্রামাঞ্চলের লোকজন বলছে, ভোটের গাড়ি কী, কবে ও কখন এসেছে; তা জানে না তারা।
২৯ মিনিট আগে
ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
২ ঘণ্টা আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে