কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদরে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার গভীর রাতে খুরুশকুল ইউনিয়নের আল্লাওয়ালা নামের একটি হ্যাচারিতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আলী আকবর (৩৫)। তিনি খুরুশকুলের কুলিয়াপাড়ার আলী আহমদের ছেলে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতাসহ চারজনকে আটক করেছে। তাঁরা হলেন হ্যাচারির মালিকের ছেলে রাইয়ান কাশেম, তাঁর চাচা তানভীর কাশেম এবং নৈশপ্রহরী মোহাম্মদ হোসাইন ও মো. মিজান। রাইয়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং এনসিপির কক্সবাজারের সক্রিয় নেতা। রাইয়ানের বাবা জাহাঙ্গীর কাশেম এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান।
আলী আকবরের পরিবারের অভিযোগ, তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে মাছ চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। এ সময় উত্তেজিত জনতা রাইয়ানকে মারধর করে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রাইয়ানের দাবি, তাঁদের হ্যাচারিতে চুরি করার সময় আলী আকবরকে হাতেনাতে ধরেন নৈশপ্রহরীরা। পরে আকবর আঘাত করলে আত্মরক্ষার্থে নৈশপ্রহরীরা পাল্টা আঘাত করেন। এতে মারা যান তিনি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, এ ঘটনায় তাৎক্ষণিক চারজনকে আটক করে পুলিশ। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ‘এনসিপি নেতা রাইয়ান কাশেমকে জনরোষ থেকে রক্ষা করার জন্য ঘটনাস্থল থেকে পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতালে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজার সদরে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার গভীর রাতে খুরুশকুল ইউনিয়নের আল্লাওয়ালা নামের একটি হ্যাচারিতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আলী আকবর (৩৫)। তিনি খুরুশকুলের কুলিয়াপাড়ার আলী আহমদের ছেলে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতাসহ চারজনকে আটক করেছে। তাঁরা হলেন হ্যাচারির মালিকের ছেলে রাইয়ান কাশেম, তাঁর চাচা তানভীর কাশেম এবং নৈশপ্রহরী মোহাম্মদ হোসাইন ও মো. মিজান। রাইয়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং এনসিপির কক্সবাজারের সক্রিয় নেতা। রাইয়ানের বাবা জাহাঙ্গীর কাশেম এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান।
আলী আকবরের পরিবারের অভিযোগ, তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে মাছ চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। এ সময় উত্তেজিত জনতা রাইয়ানকে মারধর করে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রাইয়ানের দাবি, তাঁদের হ্যাচারিতে চুরি করার সময় আলী আকবরকে হাতেনাতে ধরেন নৈশপ্রহরীরা। পরে আকবর আঘাত করলে আত্মরক্ষার্থে নৈশপ্রহরীরা পাল্টা আঘাত করেন। এতে মারা যান তিনি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, এ ঘটনায় তাৎক্ষণিক চারজনকে আটক করে পুলিশ। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ‘এনসিপি নেতা রাইয়ান কাশেমকে জনরোষ থেকে রক্ষা করার জন্য ঘটনাস্থল থেকে পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতালে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪ মিনিট আগে
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদের মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁরা আদালতের বিচারক সজীব চৌধুরী তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে নিরাপত্তার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা
১৩ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযান চলাকালে মারা যাওয়া বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর (৫২) ময়নাতদন্ত করা হচ্ছে। কেননা তাঁর পরিবার ও বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, অভিযান চালানো সেনাসদস্যদের নির্যাতনে মারা গেছেন ডাবলু।
১৭ মিনিট আগে
নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
১ ঘণ্টা আগে