লক্ষ্মীপুরের কমলনগরের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের ইয়াবা সেবনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার ছবিটি ছড়িয়ে পড়ার পর থেকে এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। তবে ছবিটি কবেকার তা নিশ্চিত হওয়া যায়নি।
সেই ছবিতে দেখা গেছে, উপজেলার চর মার্টিন ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ওমর ফারুক মুন্সি (৪০) ইয়াবা সেবন করছেন। উদোম শরীরে শর্ট প্যান্ট পরে টেবিল সামনে রেখে চেয়ারে বসে মাদক সেবন করছেন তিনি। সামনে টেবিলে গ্যাস লাইট, সিগারেট, ফয়েল পেপার, একটি বোতলে লাল কিছু দেখা যায়।
স্থানীয় জনপ্রতিনিধির ইয়াবা সেবনের এই ছবি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। তাদের অভিযোগ, ফারুক মেম্বার নিয়মিত মাদক সেবন করে থাকেন। তবে এ বিষয়ে কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি।
জানতে চাইলে ওমর ফারুক মুন্সি বলেন, এটা তাঁরই ছবি। কয়েকজন বন্ধু তাঁর বাসায় একদিন ইয়াবা সেবন করেন। সেদিন জোর করে তাঁকেও ইয়াবা সেবন করানো হয়। তবে এই ছবি ছড়িয়ে পড়ার পেছনে প্রতিপক্ষের ষড়যন্ত্র দেখছেন ফারুক। তিনি বলেন, তাঁকে সামাজিকভাবে হেয় করতেই এই ছবি দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। মেম্বার হওয়ার পর তিনি ভালো হয়ে গেছেন।
বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ফারুকের স্ত্রী গত ২৫ ফেব্রুয়ারি তাঁকে ডিভোর্স দিয়েছেন। এ বিষয়ে তাঁর স্ত্রী কাঁকন আক্তার বলেন, ‘তাঁর সঙ্গে আমার এখন আর কোনো সম্পর্ক নেই। ২৫ তারিখ থেকে থেকে আলাদা আছি। তাঁর বিষয়ে আর কিছু বলতে চাই না।’
এ বিষয়ে চর মার্টিন ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া বলেন, কারও ব্যক্তিগত অপরাধের দায় তাঁর নিজেরই।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম বলেন, মেম্বারের কাছে মাদক পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস আজকের পত্রিকাকে বলেন, ইউপি সদস্যের মাদক সেবনের ছবি তিনি এখনো দেখেননি। খোঁজ নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেবেন।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৩ ঘণ্টা আগে