লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীকে ক্রসফায়ারে দেওয়ার হুমকি দিয়েছেন নৌকার প্রার্থী আবদুল খালেকের ভাতিজা আবদুল্লাহ আল মামুন রাব্বি। এ সংক্রান্ত ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি কল রেকর্ড প্রকাশ হয়ে পড়েছে। নৌকার প্রার্থী আবদুল খালেক বাদল ভবানীগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
বর্তমান চেয়ারম্যান সাইফুল হাসান রনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর কর্মী রিয়াজ উদ্দিন মিয়াজিকে ক্রসফায়ারে দেওয়ার হুমকি দিয়েছেন নৌকার প্রার্থীর ভাতিজা আবদুল্লাহ আল মামুন রাব্বি। ১ মিনিট ১৩ সেকেন্ডের কল রেকর্ডটি গতকাল শুক্রবার রাত ৮টার দিকে রিয়াজ ও রাব্বির মধ্যকার কথোপকথন। রাব্বিই ফোন করে তাঁকে হুমকি দেন।
নৌকার প্রার্থীর লোকেরা অন্য প্রার্থীদের সমর্থকদেরও হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ এনে পাঁচজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শুক্রবার রাতে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে নৌকার প্রার্থী আবদুল খালেক বাদলের ভাতিজার নামও রয়েছে।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদ ও বর্তমান চেয়ারম্যান সাইফুল হাসান রনি অভিযোগ করে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকার প্রার্থী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি আবদুল খালেক বাদল ও তাঁর সমর্থকদের হুমকি-ধমকিতে আতঙ্কিত প্রার্থী ও সাধারণ মানুষ। এ ঘটনায় নৌকার প্রার্থী বাদে সব চেয়ারম্যান প্রার্থী সদর থানায় একটি অভিযোগ দিয়েছি।
নৌকার প্রার্থী আবদুল খালেক বাদল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নৌকার বিরুদ্ধে কীভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেয়, সেটা আমি জানি না। প্রতিপক্ষ প্রার্থীরা নির্বাচনী পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করছেন।’
ফেসবুকে ছড়িয়ে পড়া সেই কল রেকর্ডে রিয়াজ উদ্দিন মিয়াজিকে হুমকি দিয়ে রাব্বিকে বলতে শোনা যায়, ‘এই মিজি (মিয়াজি) নিরে। মিজি, যদি আর একটা স্ট্যাটাস দেস নৌকার বিরুদ্ধে তাহলে তোরে বাড়িত তন ধরি আনি ক্রসফায়ার করিয়াম (করব)। নৌকার বিরুদ্ধে কোনো স্ট্যাটাস দিলে ডাইরেক্ট আঁকি হালাইয়াম, তুই যিয়ানেই থাস (থাকিস)। তুই বাড়িত নি হেডা ক। তুই নৌকার বিরুদ্ধে স্ট্যাটাস দিবিতো, তুই মহানগর যুবলীগ করসতো, যুবলীগের নাম বেচস কেন? তুই বিএনপির লগে লিয়াজু করে আওয়ামী লীগের পেস্টুন (ফেস্টুন) ভাঙ্গস, এগিন মাইনসে জানে না? বিএনপির লগে লিয়াজু করে যুবলীগের নাম বেচস। মারি হালাইয়াম, ডাইরেক্ট মারি হালাইয়াম। তোর বাবা হালিম মাস্টাররে হবে ওয়াপদা অফিসে নাম ধরি কইছি।’
ওই কথোপকথনের বিষয়ে রিয়াজ উদ্দিন মিয়াজি বলেন, ‘কল পেয়ে আমি রাব্বিকে সালাম দিয়েছি। কিন্তু রাব্বি শুরু থেকেই আমাকে ধমক দিয়ে কথা বলে। প্রতিটি বাক্যে তিনি আমাকে খারাপ ভাষায় গালাগাল করেছে। আমাকে ক্রসফায়ার দেবে, মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে। নিজের জীবনের নিরাপত্তায় আমি তাঁর বিরুদ্ধে মামলা করবো। আমি নৌকার বিরুদ্ধেও কোনো স্ট্যাটাস দিইনি।’
অভিযোগ অস্বীকার আবদুল্লাহ রাব্বি বলেন, ‘হুমকিতো দূরের কথা, আমি কাউকে কল দিই নাই। আর কেনইবা হুমকি দেব। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ওই কল রেকর্ডিং আমার না। আমার মোবাইল থেকে অন্য কেউও রিয়াজকে কল দেয়নি। রিয়াজ মামলা করুক, সমস্যা নেই।’
এসব বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘এ ধরনের একটি অডিও আমি শুনেছি। ঘটনাটি কেউ আমাকে জানায়নি। একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবে ছাড় দেওয়া হবে না।’
চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ভবনীগঞ্জসহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন হবে। এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রনি ও আওয়ামী লীগের প্রার্থী আবদুল খালেক ছাড়া আরও সাতজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন-ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হালিম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান ডালি, মামুনুর রশিদ ভূঁইয়া, সাবেক সহসভাপতি মোক্তার হোসেন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মোসলেহ উদ্দিন নিজামের স্ত্রী মমতাজ বেগম, বিএনপিপন্থী শাহ মোহাম্মদ এমরান ও জাহাঙ্গীর হোসেন।

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীকে ক্রসফায়ারে দেওয়ার হুমকি দিয়েছেন নৌকার প্রার্থী আবদুল খালেকের ভাতিজা আবদুল্লাহ আল মামুন রাব্বি। এ সংক্রান্ত ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি কল রেকর্ড প্রকাশ হয়ে পড়েছে। নৌকার প্রার্থী আবদুল খালেক বাদল ভবানীগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
বর্তমান চেয়ারম্যান সাইফুল হাসান রনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর কর্মী রিয়াজ উদ্দিন মিয়াজিকে ক্রসফায়ারে দেওয়ার হুমকি দিয়েছেন নৌকার প্রার্থীর ভাতিজা আবদুল্লাহ আল মামুন রাব্বি। ১ মিনিট ১৩ সেকেন্ডের কল রেকর্ডটি গতকাল শুক্রবার রাত ৮টার দিকে রিয়াজ ও রাব্বির মধ্যকার কথোপকথন। রাব্বিই ফোন করে তাঁকে হুমকি দেন।
নৌকার প্রার্থীর লোকেরা অন্য প্রার্থীদের সমর্থকদেরও হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ এনে পাঁচজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শুক্রবার রাতে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে নৌকার প্রার্থী আবদুল খালেক বাদলের ভাতিজার নামও রয়েছে।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদ ও বর্তমান চেয়ারম্যান সাইফুল হাসান রনি অভিযোগ করে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকার প্রার্থী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি আবদুল খালেক বাদল ও তাঁর সমর্থকদের হুমকি-ধমকিতে আতঙ্কিত প্রার্থী ও সাধারণ মানুষ। এ ঘটনায় নৌকার প্রার্থী বাদে সব চেয়ারম্যান প্রার্থী সদর থানায় একটি অভিযোগ দিয়েছি।
নৌকার প্রার্থী আবদুল খালেক বাদল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নৌকার বিরুদ্ধে কীভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেয়, সেটা আমি জানি না। প্রতিপক্ষ প্রার্থীরা নির্বাচনী পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করছেন।’
ফেসবুকে ছড়িয়ে পড়া সেই কল রেকর্ডে রিয়াজ উদ্দিন মিয়াজিকে হুমকি দিয়ে রাব্বিকে বলতে শোনা যায়, ‘এই মিজি (মিয়াজি) নিরে। মিজি, যদি আর একটা স্ট্যাটাস দেস নৌকার বিরুদ্ধে তাহলে তোরে বাড়িত তন ধরি আনি ক্রসফায়ার করিয়াম (করব)। নৌকার বিরুদ্ধে কোনো স্ট্যাটাস দিলে ডাইরেক্ট আঁকি হালাইয়াম, তুই যিয়ানেই থাস (থাকিস)। তুই বাড়িত নি হেডা ক। তুই নৌকার বিরুদ্ধে স্ট্যাটাস দিবিতো, তুই মহানগর যুবলীগ করসতো, যুবলীগের নাম বেচস কেন? তুই বিএনপির লগে লিয়াজু করে আওয়ামী লীগের পেস্টুন (ফেস্টুন) ভাঙ্গস, এগিন মাইনসে জানে না? বিএনপির লগে লিয়াজু করে যুবলীগের নাম বেচস। মারি হালাইয়াম, ডাইরেক্ট মারি হালাইয়াম। তোর বাবা হালিম মাস্টাররে হবে ওয়াপদা অফিসে নাম ধরি কইছি।’
ওই কথোপকথনের বিষয়ে রিয়াজ উদ্দিন মিয়াজি বলেন, ‘কল পেয়ে আমি রাব্বিকে সালাম দিয়েছি। কিন্তু রাব্বি শুরু থেকেই আমাকে ধমক দিয়ে কথা বলে। প্রতিটি বাক্যে তিনি আমাকে খারাপ ভাষায় গালাগাল করেছে। আমাকে ক্রসফায়ার দেবে, মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে। নিজের জীবনের নিরাপত্তায় আমি তাঁর বিরুদ্ধে মামলা করবো। আমি নৌকার বিরুদ্ধেও কোনো স্ট্যাটাস দিইনি।’
অভিযোগ অস্বীকার আবদুল্লাহ রাব্বি বলেন, ‘হুমকিতো দূরের কথা, আমি কাউকে কল দিই নাই। আর কেনইবা হুমকি দেব। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ওই কল রেকর্ডিং আমার না। আমার মোবাইল থেকে অন্য কেউও রিয়াজকে কল দেয়নি। রিয়াজ মামলা করুক, সমস্যা নেই।’
এসব বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘এ ধরনের একটি অডিও আমি শুনেছি। ঘটনাটি কেউ আমাকে জানায়নি। একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবে ছাড় দেওয়া হবে না।’
চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ভবনীগঞ্জসহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন হবে। এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রনি ও আওয়ামী লীগের প্রার্থী আবদুল খালেক ছাড়া আরও সাতজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন-ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হালিম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান ডালি, মামুনুর রশিদ ভূঁইয়া, সাবেক সহসভাপতি মোক্তার হোসেন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মোসলেহ উদ্দিন নিজামের স্ত্রী মমতাজ বেগম, বিএনপিপন্থী শাহ মোহাম্মদ এমরান ও জাহাঙ্গীর হোসেন।

রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
৪৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
১ ঘণ্টা আগে