চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই কর্মকর্তাকে মারধর করা নিয়ে ক্যাম্পাসে পানি, বিদ্যুৎ ও গ্যাস বন্ধের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে শাখা ছাত্রলীগের (সিক্সটি নাইন গ্রুপ) নেতা কর্মীরা। এ ঘটনায় আজ মঙ্গলবার প্রক্টরকে চার ঘণ্টার আলটিমেটাম দিয়ে চিঠি দিয়েছেন সংগঠনের তিনজন নেতা।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুকে উপস্থিত থাকতে দেখা গেছে। মারধরের ঘটনায় অভিযুক্ত রাজু মুন্সি ও অভিযোগ দাতারা ক্যাম্পাসে তার অনুসারী হিসেবে পরিচিত।
চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাজিব হাসান রিসাদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সোমবার বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গ্যাস, বিদ্যুৎ ও পানি বন্ধ ছিল। এতে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। তাই আমরা দোষীদের বিচার চেয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রক্টরের কাছে চিঠি দিয়েছি। প্রক্টর বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদারকে মোবাইলে কল দিলে সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ রিসিভ করে প্রক্টর অসুস্থ বলে জানান। চিঠির বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে তিনি অবগত নন বলে জানান। পরে রাত সাড়ে ১০ টার দিকে আবার কল করলে তিনি সকালে (আগামীকাল) অফিসে দেখা করতে বলে কল কেটে দেন।
এর আগে গতকাল (সোমবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান প্রকৌশলী ও প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে দফায় দফায় মারধরের অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মুন্সির বিরুদ্ধে। তিনি শাখা ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের নেতা, তাঁর বিরুদ্ধে আগেও এক শিক্ষককে মারধর করার অভিযোগ ছিল।
রাতে মারধরের ঘটনায় রাজু মুন্সিকে আসামি করে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ আব্দুর রাজ্জাক।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে মারধরের ঘটনায় রাজু মুন্সি নামে এক ব্যক্তিকে আসামি ও দুই/তিনজনকে অজ্ঞাতনামা উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা তদন্ত করছি, তদন্তে দোষী প্রমাণিত হলে আমরা তাকে আটক করব।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই কর্মকর্তাকে মারধর করা নিয়ে ক্যাম্পাসে পানি, বিদ্যুৎ ও গ্যাস বন্ধের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে শাখা ছাত্রলীগের (সিক্সটি নাইন গ্রুপ) নেতা কর্মীরা। এ ঘটনায় আজ মঙ্গলবার প্রক্টরকে চার ঘণ্টার আলটিমেটাম দিয়ে চিঠি দিয়েছেন সংগঠনের তিনজন নেতা।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুকে উপস্থিত থাকতে দেখা গেছে। মারধরের ঘটনায় অভিযুক্ত রাজু মুন্সি ও অভিযোগ দাতারা ক্যাম্পাসে তার অনুসারী হিসেবে পরিচিত।
চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাজিব হাসান রিসাদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সোমবার বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গ্যাস, বিদ্যুৎ ও পানি বন্ধ ছিল। এতে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। তাই আমরা দোষীদের বিচার চেয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রক্টরের কাছে চিঠি দিয়েছি। প্রক্টর বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদারকে মোবাইলে কল দিলে সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ রিসিভ করে প্রক্টর অসুস্থ বলে জানান। চিঠির বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে তিনি অবগত নন বলে জানান। পরে রাত সাড়ে ১০ টার দিকে আবার কল করলে তিনি সকালে (আগামীকাল) অফিসে দেখা করতে বলে কল কেটে দেন।
এর আগে গতকাল (সোমবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান প্রকৌশলী ও প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে দফায় দফায় মারধরের অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মুন্সির বিরুদ্ধে। তিনি শাখা ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের নেতা, তাঁর বিরুদ্ধে আগেও এক শিক্ষককে মারধর করার অভিযোগ ছিল।
রাতে মারধরের ঘটনায় রাজু মুন্সিকে আসামি করে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ আব্দুর রাজ্জাক।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে মারধরের ঘটনায় রাজু মুন্সি নামে এক ব্যক্তিকে আসামি ও দুই/তিনজনকে অজ্ঞাতনামা উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা তদন্ত করছি, তদন্তে দোষী প্রমাণিত হলে আমরা তাকে আটক করব।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে