রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে ছিনতাই হওয়া আটটি গরু উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১৮ মে) সকাল সাড়ে ৮টায় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাউজান রাবার-বাগান থেকে ট্রাকসহ সাড়ে ৬ লাখ টাকা মূল্যের গরুগুলো উদ্ধার করা হয়। একই সঙ্গে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, ছিনতাই হওয়া আরেকটি গরু উদ্ধারে চেষ্টা চলছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গতকাল শনিবার রাত ১২টার দিকে গরু ব্যবসায়ী আবদুর রহিমের ট্রাকসহ ৯টি গরু ছিনতাই হয়। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার-বাগান এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। চার থেকে পাঁচ ছিনতাইকারী ট্রাক আটকে সেটি থেকে চালক ও ব্যবসায়ী আবদুর রহিমকে ধাক্কা দিয়ে বের করে দেন। তাঁরা আবদুর রহিমের ব্যাগে থাকা নগদ ১ লাখ টাকা, একটি স্মার্ট ফোন ও গরুগুলো নিয়ে ট্রাকে পালিয়ে যান।
পরে রাউজান থানাকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশ অভিযান চালিয়ে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাউজান রাবার-বাগান থেকে ট্রাকসহ আটটি গরু উদ্ধার করে। ছিনতাইকারীদের একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এদিকে গরু উদ্ধারের খবরটি ছড়িয়ে পড়লে কয়েকজন গরুমালিক তাঁদের হারানো গরুর সন্ধানে রাউজান থানায় আসেন। তাঁদের একজন নাছির উদ্দিন বলেন, ‘গতকাল রাতে আমার চারটি গরু চুরি হয়েছে। তবে থানায় থাকা গরুগুলোর মধ্যে আমার গরুটি নেই।’ রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সড়কে গাড়ি আটকে গরু ছিনতাইয়ের বিষয়টি আমাদের অবহিত করার সঙ্গে সঙ্গে অভিযান শুরু করি। রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার-বাগান থেকে আটটি গরু উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আরও একটি গরু উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। মোটরসাইকেলের সূত্র ধরে আসামিদের শনাক্ত করা গেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। যাদের শানাক্ত করা হয়েছে, তাদের নামে মামলা করা শেষে আদালতের মাধ্যমে গরুগুলো মালিকের কাছে হস্তান্তর করা হবে।’

চট্টগ্রামের রাউজানে ছিনতাই হওয়া আটটি গরু উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১৮ মে) সকাল সাড়ে ৮টায় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাউজান রাবার-বাগান থেকে ট্রাকসহ সাড়ে ৬ লাখ টাকা মূল্যের গরুগুলো উদ্ধার করা হয়। একই সঙ্গে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, ছিনতাই হওয়া আরেকটি গরু উদ্ধারে চেষ্টা চলছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গতকাল শনিবার রাত ১২টার দিকে গরু ব্যবসায়ী আবদুর রহিমের ট্রাকসহ ৯টি গরু ছিনতাই হয়। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার-বাগান এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। চার থেকে পাঁচ ছিনতাইকারী ট্রাক আটকে সেটি থেকে চালক ও ব্যবসায়ী আবদুর রহিমকে ধাক্কা দিয়ে বের করে দেন। তাঁরা আবদুর রহিমের ব্যাগে থাকা নগদ ১ লাখ টাকা, একটি স্মার্ট ফোন ও গরুগুলো নিয়ে ট্রাকে পালিয়ে যান।
পরে রাউজান থানাকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশ অভিযান চালিয়ে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাউজান রাবার-বাগান থেকে ট্রাকসহ আটটি গরু উদ্ধার করে। ছিনতাইকারীদের একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এদিকে গরু উদ্ধারের খবরটি ছড়িয়ে পড়লে কয়েকজন গরুমালিক তাঁদের হারানো গরুর সন্ধানে রাউজান থানায় আসেন। তাঁদের একজন নাছির উদ্দিন বলেন, ‘গতকাল রাতে আমার চারটি গরু চুরি হয়েছে। তবে থানায় থাকা গরুগুলোর মধ্যে আমার গরুটি নেই।’ রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সড়কে গাড়ি আটকে গরু ছিনতাইয়ের বিষয়টি আমাদের অবহিত করার সঙ্গে সঙ্গে অভিযান শুরু করি। রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার-বাগান থেকে আটটি গরু উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আরও একটি গরু উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। মোটরসাইকেলের সূত্র ধরে আসামিদের শনাক্ত করা গেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। যাদের শানাক্ত করা হয়েছে, তাদের নামে মামলা করা শেষে আদালতের মাধ্যমে গরুগুলো মালিকের কাছে হস্তান্তর করা হবে।’

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১৫ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৪৪ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে