ফেনী প্রতিনিধি

ফেনীর মুহুরীগঞ্জে বালুবাহী ট্রাক ও ট্রেনের সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনায় রেলওয়ে পুলিশের দায়ের করা মামলায় রেলের গেটম্যান সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গতকাল রোববার বিকেল পাঁচটায় চট্টগ্রামের মিরসরাই বামনসুন্দর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফেনীতে র্যাব ৭ এর স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার মিরসরাই থানার উত্তর সোনাপুর গ্রামের আনোয়ারুল আজিমের ছেলে।
র্যাব-৭ জানায়, গত ৫ এপ্রিল সকালে ডিউটি রোস্টার অনুযায়ী ফেনী জেলার ফাজিলপুর-মুহুরীগঞ্জ সেকশনে রেলওয়ের ই-৩২ (এ) গেটে কর্তব্যরত ছিলেন মো. সাইফুল ইসলাম। আনুমানিক সকাল ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনটি ফেনীর ফাজিলপুর-মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে গেটম্যান সাইফুল ইসলামের কর্তব্যে অবহেলাজনিত কারণে একটি বালুবাহী ট্রাক রেলগেট খোলা পেয়ে রেলক্রসিং পারাপারের চেষ্টা করে। এ সময় চট্টগ্রামগামী মেইল ট্রেনটি ধাক্কা দিয়ে ট্রাকটিকে রেলক্রসিং থেকে আনুমানিক ১০০ মিটার সামনে দুরে ফেলে দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনসহ মোট ৬ জন নিহত হন।
এ দুর্ঘটনায় গত ৫ এপ্রিল রাতে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে লাকসাম রেলওয়ে থানায় দুজনকে জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়ের হওয়ার পর আসামিরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
র্যাব জানায়, র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, মামলার প্রধান আসামি মো. সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার মিরসরাই থানার বামনসুন্দর এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল গতকাল রোববার বিকেল ৫টায় অভিযান পরিচালনা করে আসামি মো. সাইফুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ফেনীতে র্যাব ৭ এর স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত গেটম্যান সাইফুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) রিটন চাকমা বলেন, ‘গেটম্যানদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগে দুটি মামলা করা হয়েছে। তার মধ্যে আমি বাদী হয়ে একটি মামলা করেছি। এ ছাড়া অভিযুক্ত দুজনের বিরুদ্ধে দাপ্তরিক তদন্ত চলছে। দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

ফেনীর মুহুরীগঞ্জে বালুবাহী ট্রাক ও ট্রেনের সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনায় রেলওয়ে পুলিশের দায়ের করা মামলায় রেলের গেটম্যান সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গতকাল রোববার বিকেল পাঁচটায় চট্টগ্রামের মিরসরাই বামনসুন্দর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফেনীতে র্যাব ৭ এর স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার মিরসরাই থানার উত্তর সোনাপুর গ্রামের আনোয়ারুল আজিমের ছেলে।
র্যাব-৭ জানায়, গত ৫ এপ্রিল সকালে ডিউটি রোস্টার অনুযায়ী ফেনী জেলার ফাজিলপুর-মুহুরীগঞ্জ সেকশনে রেলওয়ের ই-৩২ (এ) গেটে কর্তব্যরত ছিলেন মো. সাইফুল ইসলাম। আনুমানিক সকাল ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনটি ফেনীর ফাজিলপুর-মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে গেটম্যান সাইফুল ইসলামের কর্তব্যে অবহেলাজনিত কারণে একটি বালুবাহী ট্রাক রেলগেট খোলা পেয়ে রেলক্রসিং পারাপারের চেষ্টা করে। এ সময় চট্টগ্রামগামী মেইল ট্রেনটি ধাক্কা দিয়ে ট্রাকটিকে রেলক্রসিং থেকে আনুমানিক ১০০ মিটার সামনে দুরে ফেলে দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনসহ মোট ৬ জন নিহত হন।
এ দুর্ঘটনায় গত ৫ এপ্রিল রাতে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে লাকসাম রেলওয়ে থানায় দুজনকে জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়ের হওয়ার পর আসামিরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
র্যাব জানায়, র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, মামলার প্রধান আসামি মো. সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার মিরসরাই থানার বামনসুন্দর এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল গতকাল রোববার বিকেল ৫টায় অভিযান পরিচালনা করে আসামি মো. সাইফুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ফেনীতে র্যাব ৭ এর স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত গেটম্যান সাইফুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) রিটন চাকমা বলেন, ‘গেটম্যানদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগে দুটি মামলা করা হয়েছে। তার মধ্যে আমি বাদী হয়ে একটি মামলা করেছি। এ ছাড়া অভিযুক্ত দুজনের বিরুদ্ধে দাপ্তরিক তদন্ত চলছে। দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে