নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আদালতে কর্মবিরতিসহ নতুন কর্মসূচি দিয়েছে জেলা আইনজীবী সমিতি। এ সময় সমিতির পূর্ব নির্ধারিত বিভিন্ন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
আজ বুধবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য লোহাগাড়া উপজেলার বাসিন্দা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে গত ২৬ নভেম্বর পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সমিতির গৃহীত সিদ্ধান্ত-সমিতির পতাকা অর্ধনমিত রাখা ও কালোব্যাজ ধারণ, চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রমে কর্মবিরতি, আইনজীবী আলিফের আত্মার মাগফিরাত কামনা করে বৃহস্পতিবার বাদ জোহর কোর্ট হিল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন, একই দিনের অবকাশকালীন প্রীতি সমাবেশে বাতিল।
এ ছাড়া আগামী ১ ডিসেম্বর আইনজীবী সমিতির দোয়েল ভবনের সামনে থেকে শোক মিছিল বের হবে এবং সমিতির বার্ষিক ইনডোর গেমস স্থগিত থাকবে।
এর আগে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় ইসকন নেতা চিন্ময় অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি চট্টগ্রামের আদালতে কর্মবিরতির ডাক দেয়।
আজ (বুধবার) কর্মসূচির কারণে চট্টগ্রাম আদালত খোলা থাকলেও কার্যক্রম বন্ধ ছিল। এ সময় আদালত এলাকায় আইনজীবীরা বিক্ষোভ করেছেন। এ কারণে বিচারকেরা আদালতে বসেননি। আদালত ভবনগুলো প্রায় ফাঁকা ছিল বলে জানান চট্টগ্রামে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ।

জানতে চাইলে চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন জানান, মঙ্গলবার আমাদের সহকর্মী আলিফকে সন্ত্রাসীরা নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনার প্রতিবাদে আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে আজ (বুধবার) সারা দিন আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছি। একইভাবে বৃহস্পতিবারও এ কর্মসূচি অব্যাহত থাকার কথা জানান এই আইনজীবী নেতা।

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আদালতে কর্মবিরতিসহ নতুন কর্মসূচি দিয়েছে জেলা আইনজীবী সমিতি। এ সময় সমিতির পূর্ব নির্ধারিত বিভিন্ন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
আজ বুধবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য লোহাগাড়া উপজেলার বাসিন্দা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে গত ২৬ নভেম্বর পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সমিতির গৃহীত সিদ্ধান্ত-সমিতির পতাকা অর্ধনমিত রাখা ও কালোব্যাজ ধারণ, চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রমে কর্মবিরতি, আইনজীবী আলিফের আত্মার মাগফিরাত কামনা করে বৃহস্পতিবার বাদ জোহর কোর্ট হিল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন, একই দিনের অবকাশকালীন প্রীতি সমাবেশে বাতিল।
এ ছাড়া আগামী ১ ডিসেম্বর আইনজীবী সমিতির দোয়েল ভবনের সামনে থেকে শোক মিছিল বের হবে এবং সমিতির বার্ষিক ইনডোর গেমস স্থগিত থাকবে।
এর আগে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় ইসকন নেতা চিন্ময় অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি চট্টগ্রামের আদালতে কর্মবিরতির ডাক দেয়।
আজ (বুধবার) কর্মসূচির কারণে চট্টগ্রাম আদালত খোলা থাকলেও কার্যক্রম বন্ধ ছিল। এ সময় আদালত এলাকায় আইনজীবীরা বিক্ষোভ করেছেন। এ কারণে বিচারকেরা আদালতে বসেননি। আদালত ভবনগুলো প্রায় ফাঁকা ছিল বলে জানান চট্টগ্রামে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ।

জানতে চাইলে চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন জানান, মঙ্গলবার আমাদের সহকর্মী আলিফকে সন্ত্রাসীরা নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনার প্রতিবাদে আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে আজ (বুধবার) সারা দিন আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছি। একইভাবে বৃহস্পতিবারও এ কর্মসূচি অব্যাহত থাকার কথা জানান এই আইনজীবী নেতা।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে