চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সংবাদের তথ্য না দিয়ে সাংবাদিককে সরকারি দপ্তর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রওশন আলীর বিরুদ্ধে।
আজ সোমবার দুপুর সোয়া ২টার দিকে আজকের পত্রিকা’র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো. তারেক রহমানের সঙ্গে ঘটনার সময় সেখানে ছিলেন আরো দুজন গণমাধ্যমকর্মী।
ইউএনও রওশন আলীর বিরুদ্ধে অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে বলে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালীভ খাঁন জানিয়েছেন।
ঘটনার সাক্ষী যমুনা টিভির চাঁপাইনবাবগঞ্জের স্টাফ রিপোর্টার মনোয়ার হোসেন জুয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘একজন গণমাধ্যমকর্মী বক্তব্য নেওয়ার জন্য ইউএনওর সরকারি দপ্তরে যাবেন- এটাই স্বাভাবিক। তথ্য না দিয়ে উল্টো অফিস থেকে বের করে শুধু একজনকে নয়, পুরো সাংবাদিক সমাজকে অপমান করেছেন।’
ইউএনওকে কেন্দ্র করে আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদটি বস্তুনিষ্ঠ ছিল দাবি করে দৈনিক মানবজমিনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরী বলেন, ‘একসঙ্গে তিন সাংবাদিক থাকার পরেও আজকের পত্রিকার প্রতিনিধিকে সরকারি অফিস থেকে বের করে দেওয়াটা মানতে কষ্ট হচ্ছে।'
ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী তারেক রহমান বলেন, সোমবার দুপুর সোয়া ২টার দিকে একটি প্রতিবেদনের জন্য মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শেষে বক্তব্য নেওয়ার জন্য তিনি ইউএনও রওশন আলীর দপ্তরে যান।
'এ সময় আজকের পত্রিকার পরিচয় পেয়ে ইউএনও বলেন, আপনি কি কোনো সেবা নিতে এসেছেন, না তথ্য নিতে? তথ্য নিতে আসলে আপনাকে তথ্য দেব না, আপনি অফিস থেকে বেরিয়ে যান। এর কারণ জানতে চাইলে ইউএনও বলেন, আপনি আমার বিরুদ্ধে রিপোর্ট করেছেন। এ নিয়ে আমাকে জবাবদিহি করতে হয়েছে। আপনাকে কোনো তথ্য দেব না, বের হয়ে যান। এ সময় ইউএনওর কাছে জানতে চাই, আপনার বিরুদ্ধে কি অসত্য নিউজ করা হয়েছে? তখন এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।’
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালীভ খাঁন বলেন, ‘কেন ইউএনও এমন করল আমি খোঁজ নিচ্ছি।’
গত ২৭ ফেব্রুয়ারি ‘সাড়ে ৯টায় দপ্তর খাঁ খাঁ, ১১টা নাগাদ ভরপুর’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়।
আরও খবর পড়ুন:

সংবাদের তথ্য না দিয়ে সাংবাদিককে সরকারি দপ্তর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রওশন আলীর বিরুদ্ধে।
আজ সোমবার দুপুর সোয়া ২টার দিকে আজকের পত্রিকা’র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো. তারেক রহমানের সঙ্গে ঘটনার সময় সেখানে ছিলেন আরো দুজন গণমাধ্যমকর্মী।
ইউএনও রওশন আলীর বিরুদ্ধে অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে বলে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালীভ খাঁন জানিয়েছেন।
ঘটনার সাক্ষী যমুনা টিভির চাঁপাইনবাবগঞ্জের স্টাফ রিপোর্টার মনোয়ার হোসেন জুয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘একজন গণমাধ্যমকর্মী বক্তব্য নেওয়ার জন্য ইউএনওর সরকারি দপ্তরে যাবেন- এটাই স্বাভাবিক। তথ্য না দিয়ে উল্টো অফিস থেকে বের করে শুধু একজনকে নয়, পুরো সাংবাদিক সমাজকে অপমান করেছেন।’
ইউএনওকে কেন্দ্র করে আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদটি বস্তুনিষ্ঠ ছিল দাবি করে দৈনিক মানবজমিনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরী বলেন, ‘একসঙ্গে তিন সাংবাদিক থাকার পরেও আজকের পত্রিকার প্রতিনিধিকে সরকারি অফিস থেকে বের করে দেওয়াটা মানতে কষ্ট হচ্ছে।'
ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী তারেক রহমান বলেন, সোমবার দুপুর সোয়া ২টার দিকে একটি প্রতিবেদনের জন্য মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শেষে বক্তব্য নেওয়ার জন্য তিনি ইউএনও রওশন আলীর দপ্তরে যান।
'এ সময় আজকের পত্রিকার পরিচয় পেয়ে ইউএনও বলেন, আপনি কি কোনো সেবা নিতে এসেছেন, না তথ্য নিতে? তথ্য নিতে আসলে আপনাকে তথ্য দেব না, আপনি অফিস থেকে বেরিয়ে যান। এর কারণ জানতে চাইলে ইউএনও বলেন, আপনি আমার বিরুদ্ধে রিপোর্ট করেছেন। এ নিয়ে আমাকে জবাবদিহি করতে হয়েছে। আপনাকে কোনো তথ্য দেব না, বের হয়ে যান। এ সময় ইউএনওর কাছে জানতে চাই, আপনার বিরুদ্ধে কি অসত্য নিউজ করা হয়েছে? তখন এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।’
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালীভ খাঁন বলেন, ‘কেন ইউএনও এমন করল আমি খোঁজ নিচ্ছি।’
গত ২৭ ফেব্রুয়ারি ‘সাড়ে ৯টায় দপ্তর খাঁ খাঁ, ১১টা নাগাদ ভরপুর’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়।
আরও খবর পড়ুন:

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
২৯ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
৩২ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
৪২ মিনিট আগে