চাঁদপুর প্রতিনিধি

‘রাজনৈতিক কর্মীদের আচরণ এমন হতে পারবে না, যাতে কোনো মানুষ কষ্ট পায়। একজন গ্রামের, চরাঞ্চলের ও শহরের বস্তির মানুষ যারা আমাদের পাশে বসবাস করেন, তারাতো শেখ হাসিনাকে দেখছে না, তারা আওয়ামী লীগের কর্মী হিসেবে আমাদেরকে দেখছেন। তারা আমাদের দিকে তাকিয়ে এবং হিসেব নিকেশ করে নৌকায় ভোট দিবে।’
আজ রোববার সন্ধ্যায় চাঁদপুর শহরের নতুন বাজার মন্ত্রীর নিজ বাসভবনে ঈদ পরবর্তী আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী নেতা-কর্মীদের সঙ্গে মতিবিনিময়কালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে দেশের সবার স্বপ্ন, তাঁর প্রতি সবার শ্রদ্ধা এবং ভালোবাসা। কিন্তু আমরা যারা তাঁর কর্মী হিসেবে কাজ করি, আমরা সেই ভালোবাসার জায়গাটি ধরে রাখতে পারছি কিনা সেটাও দেখতে হবে। আমার আচরণে যদি নৌকার ভোট নষ্ট হয়, সেটাতো খুবই খারাপ কথা। তাহলে আমাদের সকলের সচেতন থাকতে হবে। যে কোনো কাজে কিংবা আচরণে কেউ যেন কষ্ট না পায়।’
দীপু মনি বলেন, ‘বিভিন্ন কাজে আমরা আমাদের বন্ধু-বান্দবের পাশে দাঁড়াই। কিন্তু আমাদের চিন্তা করতে হবে আমি যে কাজে তাঁর পাশে দাঁড়াচ্ছি, সে কাজটি সঠিক কিনা। যদি সঠিক না হয়, সে আমার বাবাও হউক দাঁড়ানো যাবে না। একজন মানুষের জন্য তার পরিবার গুরুত্বপূর্ণ, কিন্তু যিনি রাজনীতি করেন, তাঁর কাছে পরিবারের চাইতে বড় দেশ ও দেশের জনগণ।’
মন্ত্রী আরও বলেন, ‘পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর শেষ হয়েছে। আমাদের এখন নির্বাচনী কাজ করতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সাধারণ মানুষের কাজে যেতে হবে। আশা করি আপনারা অবশ্যই প্রত্যেকের জায়গা থেকে কাজগুলো করবেন।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভুঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান ও জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিজিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।
এর আগে মন্ত্রী দুপুরে ঢাকা থেকে চাঁদপুরে আসেন। এরপর সদর উপজেলার রামপুর ইউনিয়নের গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাত করেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।

‘রাজনৈতিক কর্মীদের আচরণ এমন হতে পারবে না, যাতে কোনো মানুষ কষ্ট পায়। একজন গ্রামের, চরাঞ্চলের ও শহরের বস্তির মানুষ যারা আমাদের পাশে বসবাস করেন, তারাতো শেখ হাসিনাকে দেখছে না, তারা আওয়ামী লীগের কর্মী হিসেবে আমাদেরকে দেখছেন। তারা আমাদের দিকে তাকিয়ে এবং হিসেব নিকেশ করে নৌকায় ভোট দিবে।’
আজ রোববার সন্ধ্যায় চাঁদপুর শহরের নতুন বাজার মন্ত্রীর নিজ বাসভবনে ঈদ পরবর্তী আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী নেতা-কর্মীদের সঙ্গে মতিবিনিময়কালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে দেশের সবার স্বপ্ন, তাঁর প্রতি সবার শ্রদ্ধা এবং ভালোবাসা। কিন্তু আমরা যারা তাঁর কর্মী হিসেবে কাজ করি, আমরা সেই ভালোবাসার জায়গাটি ধরে রাখতে পারছি কিনা সেটাও দেখতে হবে। আমার আচরণে যদি নৌকার ভোট নষ্ট হয়, সেটাতো খুবই খারাপ কথা। তাহলে আমাদের সকলের সচেতন থাকতে হবে। যে কোনো কাজে কিংবা আচরণে কেউ যেন কষ্ট না পায়।’
দীপু মনি বলেন, ‘বিভিন্ন কাজে আমরা আমাদের বন্ধু-বান্দবের পাশে দাঁড়াই। কিন্তু আমাদের চিন্তা করতে হবে আমি যে কাজে তাঁর পাশে দাঁড়াচ্ছি, সে কাজটি সঠিক কিনা। যদি সঠিক না হয়, সে আমার বাবাও হউক দাঁড়ানো যাবে না। একজন মানুষের জন্য তার পরিবার গুরুত্বপূর্ণ, কিন্তু যিনি রাজনীতি করেন, তাঁর কাছে পরিবারের চাইতে বড় দেশ ও দেশের জনগণ।’
মন্ত্রী আরও বলেন, ‘পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর শেষ হয়েছে। আমাদের এখন নির্বাচনী কাজ করতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সাধারণ মানুষের কাজে যেতে হবে। আশা করি আপনারা অবশ্যই প্রত্যেকের জায়গা থেকে কাজগুলো করবেন।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভুঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান ও জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিজিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।
এর আগে মন্ত্রী দুপুরে ঢাকা থেকে চাঁদপুরে আসেন। এরপর সদর উপজেলার রামপুর ইউনিয়নের গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাত করেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৯ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৭ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২৪ মিনিট আগে