
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুটি হলে হেলমেট পরে হামলা করার ঘটনার সাত দিন পর ছাত্রাবাসে ফিরেছে ছাত্রলীগের বিবদমান দুটি পক্ষ। গতকাল শনিবার বিকেলে নবনির্বাচিত মেয়র এবং প্রতিমন্ত্রীর নির্দেশে সমঝোতার পর রাতেই দুই পক্ষ হলে অবস্থান নেয়। যদিও ওই হামলায় ছাত্রলীগের উভয় পক্ষের ১২ কর্মী গুরুতর আহত হন। এর মধ্যে একজনের রগ কেটে দেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে থানায় দুটি অভিযোগ দায়ের হয়েছে।
এদিকে হামলার পর রাজনৈতিক সমঝোতা হলেও বিশ্ববিদ্যালয়ের সংবাদকর্মীরা খবর পরিবেশনে হুমকি ও চাপের মুখে পড়েছেন।
জানা গেছে, গতকাল বিকেলে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের নির্দেশে ছাত্রলীগের দুটি গ্রুপ সমঝোতায় বসে। সমঝোতা অনুযায়ী গতকাল রাতেই রক্তিম-বাকি গ্রুপ শেরে বাংলা হলে এবং রিদম-মঞ্জু গ্রুপ বঙ্গবন্ধু হলে অবস্থান নেয়।
ছাত্রলীগের একাংশের কর্মী অমিত হাসান রক্তিম বলেন, ‘নবনির্বাচিত মেয়র এবং প্রতিমন্ত্রীর নির্দেশে শনিবার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক সমঝোতার উদ্যোগ নেন। সে অনুযায়ী থানায় দায়ের করা অভিযোগ তুলে নেওয়া হবে। কিন্তু রগ কেটে দেওয়া আয়াত উল্লাহর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তিনি দাবি করেন, হামলায় তাঁদের অনেকে গুরুতর আহত হলেও রাজনৈতিক সিদ্ধান্ত মেনে নিয়ে সহাবস্থান নিশ্চিত করছেন।’
ছাত্রলীগের অপরাংশের কর্মী মোবাশ্বের রিদম বলেন, ‘নবনির্বাচিত মেয়র সমঝোতা করে দেওয়ায় আমরা সহাবস্থান আছি।’ তিনি দাবি করেন, কোনো গণমাধ্যমকর্মীকে হুমকি দেননি এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে চাপ সৃষ্টি করেননি।
জানতে চাইলে শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে নবনির্বাচিত মেয়র ও প্রতিমন্ত্রীর পরামর্শে বিবদমান পক্ষগুলোকে নিয়ে আলোচনায় বসা হয়। আলোচনা অনুযায়ী একপক্ষকে শেরে বাংলা হলে এবং অন্য পক্ষকে বঙ্গবন্ধু হলে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। মার্কেটিং শেষ বর্ষের ছাত্র আয়াত উল্লাহর যে অঙ্গহানি হয়েছে এর চিকিৎসা খরচ মেটানো হবে।’
এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব আজ রোববার এক বিবৃতিতে দাবি করেছে, ৫ আগস্ট শেরে বাংলা ও বঙ্গবন্ধু হলে গভীর রাতে হেলমেট পরা দুর্বৃত্তরা হামলা চালায়। ওই সংবাদ পরিবেশ করায় ছাত্রলীগ নেতা পরিচয়দানকারীরা সংবাদকর্মীদের অযাচিত প্রশ্ন করছেন। ফেসবুক থেকে সংবাদ মুছে ফেলতে চাপ দিচ্ছেন। গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক মুন্সীকে হুমকি দেওয়া হয়েছে। সংগঠনটি উল্লেখ করেছে, এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমকর্মীদের জন্য অপমানজনক এবং উদ্বেগের।
বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের ছাত্র কাজী হাফিজুর রহমান বলেন, তাঁদের প্রতিষ্ঠাতা সভাপতি শফিককে ছাত্রলীগ নামধারীরা হুমকি দিচ্ছেন। ৫ আগস্ট শেরে বাংলা হলে হামলার ভিডিও ধারণ করায় কয়েকজন গণমাধ্যমকর্মীকেও হুমকি দিয়ে সব ধরনের সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলার জন্য চাপ দিয়েছে।
৫ আগস্ট গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের দুটি হলে ছাত্রলীগের দুই গ্রুপে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও প্রতিষ্ঠার শুরু থেকে এ পর্যন্ত ববিতে ছাত্রলীগের কোনো নেতৃত্ব নেই।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২০ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে