বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে সিগারেট খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. সজীব (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক যুবক। গতকাল বৃহস্পতিবার রাতে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মজম বাজারের পশ্চিম পাশে চৌকিদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সজীব ওই এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। দুই পক্ষের একটির নেতৃত্বে ছিলেন- নুরনবী, জিহাদ ও আশিক। আরেকটির নেতৃত্বে ছিলেন-রায়হান, জিহাদ ও ইয়ামিন।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন বলেন, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের বড় ভাই মোক্তার হোসেন আজ শুক্রবার সকালে এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ঝিনুক নামে এক জনকে গ্রেপ্তার করে ভোলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে মজম বাজার থেকে মো. নুরনবী, জিহাদ ও আশিক চৌকিদার বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় আশিকের হাতে একটি সিগারেট ছিল। আশিক সিগারেট টেনে রাস্তা দিয়ে যাওয়ার সময় রায়হান, জিহাদ ও ইয়ামিনসহ বেশ কয়েকজন আশিককে উদ্দেশ্য করে অসৌজন্যমূলক আচরণ করে।
একপর্যায়ে রায়হানসহ তার বন্ধুরা আশিক, নুরনবী ও জিহাদকে মারধর করে। তাদের মারধরের এই নালিশ নিয়ে আশিক, নুরনবী ও জিহাদ মো. লোকমান ও সজীবের কাছে যায়। তাদের দুজনকে আশিক বিষয়টি অবগত করে। আশিকের কথা শুনে লোকমান ও সজীব ক্ষুব্ধ হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় সজীব ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় লোকমানকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লোকমানকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে স্বজনরা তাকে শেবাচিমে নিয়ে যায়। নিহত সজীবের লাশের সুরতহাল প্রতিবেদন শেষ করে ময়নাতদন্তের জন্য রাতেই ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

ভোলার বোরহানউদ্দিনে সিগারেট খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. সজীব (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক যুবক। গতকাল বৃহস্পতিবার রাতে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মজম বাজারের পশ্চিম পাশে চৌকিদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সজীব ওই এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। দুই পক্ষের একটির নেতৃত্বে ছিলেন- নুরনবী, জিহাদ ও আশিক। আরেকটির নেতৃত্বে ছিলেন-রায়হান, জিহাদ ও ইয়ামিন।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন বলেন, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের বড় ভাই মোক্তার হোসেন আজ শুক্রবার সকালে এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ঝিনুক নামে এক জনকে গ্রেপ্তার করে ভোলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে মজম বাজার থেকে মো. নুরনবী, জিহাদ ও আশিক চৌকিদার বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় আশিকের হাতে একটি সিগারেট ছিল। আশিক সিগারেট টেনে রাস্তা দিয়ে যাওয়ার সময় রায়হান, জিহাদ ও ইয়ামিনসহ বেশ কয়েকজন আশিককে উদ্দেশ্য করে অসৌজন্যমূলক আচরণ করে।
একপর্যায়ে রায়হানসহ তার বন্ধুরা আশিক, নুরনবী ও জিহাদকে মারধর করে। তাদের মারধরের এই নালিশ নিয়ে আশিক, নুরনবী ও জিহাদ মো. লোকমান ও সজীবের কাছে যায়। তাদের দুজনকে আশিক বিষয়টি অবগত করে। আশিকের কথা শুনে লোকমান ও সজীব ক্ষুব্ধ হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় সজীব ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় লোকমানকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লোকমানকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে স্বজনরা তাকে শেবাচিমে নিয়ে যায়। নিহত সজীবের লাশের সুরতহাল প্রতিবেদন শেষ করে ময়নাতদন্তের জন্য রাতেই ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১৯ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২২ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩০ মিনিট আগে