নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ তৌফিক আলমের নির্দেশে বুধবার সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) ড. মোছা. সানজিদা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আদেশে আরও বলা হয়েছে, তাঁর এ দায়িত্ব যোগদানের তারিখ থেকে ছয় মাস অথবা যথাযথ প্রক্রিয়ায় একজন রেজিস্ট্রার নিয়োগ ও যোগদান সম্পন্ন হওয়ার তারিখ এই দুইয়ের মধ্যে যেটি আগে হবে সেই তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। তিনি পূর্বানুমোদিত হারে দায়িত্বভাতা এবং কর্মস্থলের শহরে ব্যবহারের জন্য গাড়ির সুবিধা লাভ করবেন।
জানতে চাইলে অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘রেজিস্ট্রারের কাজ ভিসির নির্দেশ বাস্তবায়ন করা। তবে প্রশাসনিক কাজে এসে ছাত্র-শিক্ষকদের যাতে হয়রানির শিকার হতে না হয়, সেটা নিশ্চিত করা হবে।’ বুধবার দুপুরেই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানান ড. মুহসিন।
প্রসঙ্গত, ববির সাবেক উপাচার্য প্রফেসর ড. সুচিতা শারমীন ইংরেজি বিভাগের অধ্যাপক মুহসিনকে সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি আপত্তিকর ভাষায় চিঠি দেন। ওই ঘটনায় ছাত্র-শিক্ষকেরা ক্ষুব্ধ হন, যার দরুন টানা ২৯ দিন আন্দোলনের মুখে ড. সুচিতাকে ববি ছাড়তে হয়। সম্প্রতি নবনিযুক্ত উপাচার্যের কাছে আন্দোলনে মুখ্য ভূমিকা রাখা শিক্ষকেরা গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় রেজিস্ট্রারের মতো গুরুত্বপূর্ণ পদে ড. মুহসিন উদ্দিনকে আপৎকালীন দায়িত্ব প্রদানের পক্ষে মত দেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার এ আদেশ দেওয়া হলো।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ তৌফিক আলমের নির্দেশে বুধবার সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) ড. মোছা. সানজিদা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আদেশে আরও বলা হয়েছে, তাঁর এ দায়িত্ব যোগদানের তারিখ থেকে ছয় মাস অথবা যথাযথ প্রক্রিয়ায় একজন রেজিস্ট্রার নিয়োগ ও যোগদান সম্পন্ন হওয়ার তারিখ এই দুইয়ের মধ্যে যেটি আগে হবে সেই তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। তিনি পূর্বানুমোদিত হারে দায়িত্বভাতা এবং কর্মস্থলের শহরে ব্যবহারের জন্য গাড়ির সুবিধা লাভ করবেন।
জানতে চাইলে অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘রেজিস্ট্রারের কাজ ভিসির নির্দেশ বাস্তবায়ন করা। তবে প্রশাসনিক কাজে এসে ছাত্র-শিক্ষকদের যাতে হয়রানির শিকার হতে না হয়, সেটা নিশ্চিত করা হবে।’ বুধবার দুপুরেই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানান ড. মুহসিন।
প্রসঙ্গত, ববির সাবেক উপাচার্য প্রফেসর ড. সুচিতা শারমীন ইংরেজি বিভাগের অধ্যাপক মুহসিনকে সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি আপত্তিকর ভাষায় চিঠি দেন। ওই ঘটনায় ছাত্র-শিক্ষকেরা ক্ষুব্ধ হন, যার দরুন টানা ২৯ দিন আন্দোলনের মুখে ড. সুচিতাকে ববি ছাড়তে হয়। সম্প্রতি নবনিযুক্ত উপাচার্যের কাছে আন্দোলনে মুখ্য ভূমিকা রাখা শিক্ষকেরা গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় রেজিস্ট্রারের মতো গুরুত্বপূর্ণ পদে ড. মুহসিন উদ্দিনকে আপৎকালীন দায়িত্ব প্রদানের পক্ষে মত দেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার এ আদেশ দেওয়া হলো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে