জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এ.বি.এম রাহুল আমিন হাওলাদারের পরিবারকে বয়কটের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন। আজ শুক্রবার বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা বাজার প্রাঙ্গণে কবাই ইউনিয়ন জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জাসদ নেতা মোহসীন বলেন, পটুয়াখালীর দুমকি উপজেলার এই পরিবারটি বাকেরগঞ্জবাসীর ওপর চেপে বসেছে। পরিবারটি আওয়ামী লীগের ওপর ভর করে বারবার নির্বাচনী বৈতরণি পাড় হচ্ছে। এতে শুধু রুহুল আমিনের পরিবারই উন্নতি হচ্ছে। উন্নয়ন বঞ্চনায় ভুগছেন বাকেরগঞ্জের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলছে উন্নয়নের মহাসড়কে। অন্যদিকে বাকেরগঞ্জ রয়েছে উন্নয়নের তলানিতে। স্থানীয় সংসদ সদস্যের ব্যর্থতার জন্য আজ বাকেরগঞ্জের এই অবস্থা।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব, বাকেরগঞ্জ উপজেলা জাসদের সভাপতি এনায়েত হোসেন খান ছানা, জাতীয় যুবজোট নেতা আফজাল হোসেন বাচ্চু, উপজেলা জাসদ সাধারণ সম্পাদক এইচএম সহিদুল ইসলাম ও দুধল ইউনিয়ন জাসদ সভাপতি মো. গোলাম মোস্তফা। সম্মেলনে সভাপতিত্ব করেন জাসদ নেতা মো. সহিদুল ইসলাম।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মহাজোটের সমর্থনে সংসদ সদস্য হয়েছেন রাহুল আমিন হাওলাদারের স্ত্রী জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান রত্না আমিন। এর আগে ছিলেন রুহুল আমিন হাওলাদার। এ আসনে জাসদের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ মোহসীন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৬ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩১ মিনিট আগে