ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ষাটপাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারী হলেন বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান (৮৫)। তিনি ঝালকাঠি সদর উপজেলার নতুল্লাবাদ ইউনিয়নের বাড়ইয়ারা গ্রামের মুন্সিবাড়ি এলাকার মৃত ওছিম উদ্দিন হাওলাদারের ছেলে এবং নতুল্লাবাদ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। পরিচয় নিশ্চিত করেছেন তাঁর বড় মেয়ে মমতাজ বেগম।
নিহত মোটরসাইকেলচালক আল-আমিন তাহেনী (৪৫)। তিনি মাদারীপুর সদর উপজেলার সিরাজুল হক তাহেনীর ছেলে। তিনি ঝালকাঠি কলেজ মোড় এলাকায় মো. ইউনুস আলী খানের বাসায় ভাড়া থাকতেন এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। পরিচয় নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী শিউলি বেগম।
দুর্ঘটনায় নিহতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মফিজুর রহমান রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে ঝালকাঠিগামী একটি মোটরসাইকেল এসে তাঁকে সজোরে ধাক্কা দেয়। পরে দুজনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহত মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের মেয়ে মমতাজ বেগম বলেন, ‘বাবা-মা আমার বাসায় থাকেন। আমার স্বামীর ষাটপাকিয়া বাজারে চায়ের দোকান আছে। বাবা রাতে ওই দোকানে গিয়েছিলেন। পরে শুনলাম সড়ক দুর্ঘটনায় বাবা আহত হয়েছেন। হাসপাতালে এসে দেখি তিনি মারা গেছেন।’
নিহত মোটরসাইকেলচালক আলামিন তাহেনীর স্ত্রী শিউলি বলেন, ‘সন্ধ্যায় কাজ শেষ করে তিনি বাসায় এসে মেয়ের টিউশনির জন্য ১ হাজার টাকা দিয়ে আবার বাসা থেকে বের হন। পরে রাতে দুর্ঘটনায় আহত হয়েছে খবর শুনে হাসপাতালে এসে দেখি তাঁর নিথর দেহ পড়ে আছে।’
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় পথচারী নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ষাটপাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারী হলেন বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান (৮৫)। তিনি ঝালকাঠি সদর উপজেলার নতুল্লাবাদ ইউনিয়নের বাড়ইয়ারা গ্রামের মুন্সিবাড়ি এলাকার মৃত ওছিম উদ্দিন হাওলাদারের ছেলে এবং নতুল্লাবাদ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। পরিচয় নিশ্চিত করেছেন তাঁর বড় মেয়ে মমতাজ বেগম।
নিহত মোটরসাইকেলচালক আল-আমিন তাহেনী (৪৫)। তিনি মাদারীপুর সদর উপজেলার সিরাজুল হক তাহেনীর ছেলে। তিনি ঝালকাঠি কলেজ মোড় এলাকায় মো. ইউনুস আলী খানের বাসায় ভাড়া থাকতেন এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। পরিচয় নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী শিউলি বেগম।
দুর্ঘটনায় নিহতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মফিজুর রহমান রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে ঝালকাঠিগামী একটি মোটরসাইকেল এসে তাঁকে সজোরে ধাক্কা দেয়। পরে দুজনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহত মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের মেয়ে মমতাজ বেগম বলেন, ‘বাবা-মা আমার বাসায় থাকেন। আমার স্বামীর ষাটপাকিয়া বাজারে চায়ের দোকান আছে। বাবা রাতে ওই দোকানে গিয়েছিলেন। পরে শুনলাম সড়ক দুর্ঘটনায় বাবা আহত হয়েছেন। হাসপাতালে এসে দেখি তিনি মারা গেছেন।’
নিহত মোটরসাইকেলচালক আলামিন তাহেনীর স্ত্রী শিউলি বলেন, ‘সন্ধ্যায় কাজ শেষ করে তিনি বাসায় এসে মেয়ের টিউশনির জন্য ১ হাজার টাকা দিয়ে আবার বাসা থেকে বের হন। পরে রাতে দুর্ঘটনায় আহত হয়েছে খবর শুনে হাসপাতালে এসে দেখি তাঁর নিথর দেহ পড়ে আছে।’
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় পথচারী নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
২ মিনিট আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
৮ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিকসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির পেছনের দরজা ছিটকে গিয়ে পেছনে থাকা একটি অটোরিকশার চালকসহ অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।
১৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
২৬ মিনিট আগে