আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে স্বামী দ্বিতীয় বিয়ে করায় দা দিয়ে কুপিয়ে পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় স্ত্রী নাসরিন বেগমকে (২০) আটক করেছে পুলিশ।
গতকাল রোববার উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উত্তর ডালাচারা গ্রামে মধ্যরাতে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম জাহিদুল ঘরামী (২৮)। তিনি উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উত্তর ডালাচারা গ্রামের আবুল কালাম আজাদ (কালাই) ঘরামীর ছেলে।
জানা গেছে, ২০২১ সালে জাহিদুল ঘরামীর সঙ্গে পটুয়াখালীর গেরাখালী গ্রামের মজিবর মাদবরের মেয়ে নাসরিন বেগমের বিয়ে হয়। তাঁদের ৭ মাসের একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে জাহিদুল এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। গত জানুয়ারি মাসে গোপনে ওই নারীকে তিনি বিয়ে করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। জাহিদুল নাসরিনকে তাঁর দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে চাপ দেন। এতে রাজি হননি নাসরিন। ক্ষুব্ধ হয়ে জাহিদুল স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন। একপর্যায়ে রোববার মধ্যরাতে নাসরিন ধারালো দা দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন।
এ সময় জাহিদুলের চিৎকারে স্বজনেরা এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে দেখতে পান। পরে তাঁরা জাহিদুলকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ওই হাসপাতালের চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠান। আমতলী থানার পুলিশ রাতেই নাসরিনকে ঘটনাস্থল থেকে আটক করেছে।
জাহিদুলের বাবা আবুল কালাম আজাদ (কালাই) ঘরামী বলেন, ‘আমার ছেলের এই করুণ পরিণতির জন্য ছেলের বউ নাসরিন দায়ী। আমি এ ঘটনায় শাস্তি দাবি করছি।’
স্ত্রী নাসরিন বেগম অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী ছয় মাস আগে গোপনে দ্বিতীয় বিয়ে করে। ওই দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে আমাকে চাপ প্রয়োগ করছিল। মেনে না নেওয়ায় আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নাসরিনকে রাতেই আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বরগুনার আমতলীতে স্বামী দ্বিতীয় বিয়ে করায় দা দিয়ে কুপিয়ে পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় স্ত্রী নাসরিন বেগমকে (২০) আটক করেছে পুলিশ।
গতকাল রোববার উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উত্তর ডালাচারা গ্রামে মধ্যরাতে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম জাহিদুল ঘরামী (২৮)। তিনি উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উত্তর ডালাচারা গ্রামের আবুল কালাম আজাদ (কালাই) ঘরামীর ছেলে।
জানা গেছে, ২০২১ সালে জাহিদুল ঘরামীর সঙ্গে পটুয়াখালীর গেরাখালী গ্রামের মজিবর মাদবরের মেয়ে নাসরিন বেগমের বিয়ে হয়। তাঁদের ৭ মাসের একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে জাহিদুল এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। গত জানুয়ারি মাসে গোপনে ওই নারীকে তিনি বিয়ে করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। জাহিদুল নাসরিনকে তাঁর দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে চাপ দেন। এতে রাজি হননি নাসরিন। ক্ষুব্ধ হয়ে জাহিদুল স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন। একপর্যায়ে রোববার মধ্যরাতে নাসরিন ধারালো দা দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন।
এ সময় জাহিদুলের চিৎকারে স্বজনেরা এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে দেখতে পান। পরে তাঁরা জাহিদুলকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ওই হাসপাতালের চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠান। আমতলী থানার পুলিশ রাতেই নাসরিনকে ঘটনাস্থল থেকে আটক করেছে।
জাহিদুলের বাবা আবুল কালাম আজাদ (কালাই) ঘরামী বলেন, ‘আমার ছেলের এই করুণ পরিণতির জন্য ছেলের বউ নাসরিন দায়ী। আমি এ ঘটনায় শাস্তি দাবি করছি।’
স্ত্রী নাসরিন বেগম অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী ছয় মাস আগে গোপনে দ্বিতীয় বিয়ে করে। ওই দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে আমাকে চাপ প্রয়োগ করছিল। মেনে না নেওয়ায় আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নাসরিনকে রাতেই আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
১৯ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ের (ঢাকা-পিরোজপুর) মহাসড়কে গাড়ি থামিয়ে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
২ ঘণ্টা আগে