ভোলা প্রতিনিধি

ভোলার মেঘনা নদীতে জ্বালানি তেলসহ ডুবে যাওয়া নন্দিনী-২ জাহাজটি অবশেষে উদ্ধার করা হয়েছে। এক সপ্তাহ পর আজ রোববার বেলা ১১টার দিকে জাহাজটি উদ্ধার করা হয়। উদ্ধারকারী জাহাজ হুমায়রা, জহুরাসহ জাহাজের মালিকপক্ষ, বিআইডব্লিউটিএ, কোস্ট গার্ড ও পুলিশের অর্ধশত সদস্যের একটি দল এ উদ্ধারকাজে অংশ নেন। সকাল থেকে জাহাজটি পানিতে ভাসার কাজ শুরু হয়।
জাহাজটি উদ্ধার হওয়ার তথ্য নিশ্চিত করে পদ্মা অয়েল কোম্পানির এজিএম (অপারেশন) মো. আনোয়ার হোসেন জানান, উদ্ধারকাজ এখনো চলছে। রাতের মধ্যে জাহাজটি পুরোপুরি উদ্ধার করে পানিতে ভাসানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তবে ডুবে যাওয়া জাহাজে এখনো চারটি ট্যাংকে তেল ও পানি রয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল জানান, রোববার উদ্ধারকাজ শেষ হয়েছে। কাল সোমবার সকালে তেলবাহী জাহাজটি নিয়ে যাওয়া হবে।
শাফিউল কিঞ্জল বলেন, পরিবেশদূষণ রোধে দুর্ঘটনার দিন থেকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের ল্যামর সংযোজিত অত্যাধুনিক বোটের সাহায্যে পানি থেকে তেল অপসারণের কাজ করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত অয়েল ট্যাংকার উদ্ধারের নিমিত্তে বিআইডব্লিউটিএর দুটি টাগ বোট ও একটি বার্জ (জহুর) কোস্ট গার্ডের ডুবুরি দলের সহযোগিতায় উদ্ধারকাজ পরিচালনা করছে।
শাফিউল কিঞ্জল আরও বলেন, এ ছাড়া কোস্ট গার্ড দক্ষিণ জোনের দুটি টিম সার্বক্ষণিক সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আসছে। তবে তেল-পানি মিশ্রিত হওয়ার কারণে এখন পর্যন্ত কী পরিমাণ তেল উদ্ধার হয়েছে, সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। এগুলো পদ্মা অয়েল কোম্পানিতে নিয়ে যাওয়ার পর মিশ্রিত তেল আর পানি আলাদা করা হবে। তখন বলা যাবে কী পরিমাণ তেল তোলা হয়েছে।
গত রোববার ভোরে চট্টগ্রাম থেকে ১১ লাখ লিটার তেল নিয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা দেয় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কার্গো জাহাজ সাগর নন্দিনী-২। ঘন কুয়াশার কারণে এটি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলী এলাকায় অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
আরও পড়ুন:

ভোলার মেঘনা নদীতে জ্বালানি তেলসহ ডুবে যাওয়া নন্দিনী-২ জাহাজটি অবশেষে উদ্ধার করা হয়েছে। এক সপ্তাহ পর আজ রোববার বেলা ১১টার দিকে জাহাজটি উদ্ধার করা হয়। উদ্ধারকারী জাহাজ হুমায়রা, জহুরাসহ জাহাজের মালিকপক্ষ, বিআইডব্লিউটিএ, কোস্ট গার্ড ও পুলিশের অর্ধশত সদস্যের একটি দল এ উদ্ধারকাজে অংশ নেন। সকাল থেকে জাহাজটি পানিতে ভাসার কাজ শুরু হয়।
জাহাজটি উদ্ধার হওয়ার তথ্য নিশ্চিত করে পদ্মা অয়েল কোম্পানির এজিএম (অপারেশন) মো. আনোয়ার হোসেন জানান, উদ্ধারকাজ এখনো চলছে। রাতের মধ্যে জাহাজটি পুরোপুরি উদ্ধার করে পানিতে ভাসানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তবে ডুবে যাওয়া জাহাজে এখনো চারটি ট্যাংকে তেল ও পানি রয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল জানান, রোববার উদ্ধারকাজ শেষ হয়েছে। কাল সোমবার সকালে তেলবাহী জাহাজটি নিয়ে যাওয়া হবে।
শাফিউল কিঞ্জল বলেন, পরিবেশদূষণ রোধে দুর্ঘটনার দিন থেকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের ল্যামর সংযোজিত অত্যাধুনিক বোটের সাহায্যে পানি থেকে তেল অপসারণের কাজ করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত অয়েল ট্যাংকার উদ্ধারের নিমিত্তে বিআইডব্লিউটিএর দুটি টাগ বোট ও একটি বার্জ (জহুর) কোস্ট গার্ডের ডুবুরি দলের সহযোগিতায় উদ্ধারকাজ পরিচালনা করছে।
শাফিউল কিঞ্জল আরও বলেন, এ ছাড়া কোস্ট গার্ড দক্ষিণ জোনের দুটি টিম সার্বক্ষণিক সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আসছে। তবে তেল-পানি মিশ্রিত হওয়ার কারণে এখন পর্যন্ত কী পরিমাণ তেল উদ্ধার হয়েছে, সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। এগুলো পদ্মা অয়েল কোম্পানিতে নিয়ে যাওয়ার পর মিশ্রিত তেল আর পানি আলাদা করা হবে। তখন বলা যাবে কী পরিমাণ তেল তোলা হয়েছে।
গত রোববার ভোরে চট্টগ্রাম থেকে ১১ লাখ লিটার তেল নিয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা দেয় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কার্গো জাহাজ সাগর নন্দিনী-২। ঘন কুয়াশার কারণে এটি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলী এলাকায় অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
আরও পড়ুন:

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে