ভোলা প্রতিনিধি

ভোলার মেঘনা নদীতে জ্বালানি তেলসহ ডুবে যাওয়া নন্দিনী-২ জাহাজটি অবশেষে উদ্ধার করা হয়েছে। এক সপ্তাহ পর আজ রোববার বেলা ১১টার দিকে জাহাজটি উদ্ধার করা হয়। উদ্ধারকারী জাহাজ হুমায়রা, জহুরাসহ জাহাজের মালিকপক্ষ, বিআইডব্লিউটিএ, কোস্ট গার্ড ও পুলিশের অর্ধশত সদস্যের একটি দল এ উদ্ধারকাজে অংশ নেন। সকাল থেকে জাহাজটি পানিতে ভাসার কাজ শুরু হয়।
জাহাজটি উদ্ধার হওয়ার তথ্য নিশ্চিত করে পদ্মা অয়েল কোম্পানির এজিএম (অপারেশন) মো. আনোয়ার হোসেন জানান, উদ্ধারকাজ এখনো চলছে। রাতের মধ্যে জাহাজটি পুরোপুরি উদ্ধার করে পানিতে ভাসানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তবে ডুবে যাওয়া জাহাজে এখনো চারটি ট্যাংকে তেল ও পানি রয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল জানান, রোববার উদ্ধারকাজ শেষ হয়েছে। কাল সোমবার সকালে তেলবাহী জাহাজটি নিয়ে যাওয়া হবে।
শাফিউল কিঞ্জল বলেন, পরিবেশদূষণ রোধে দুর্ঘটনার দিন থেকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের ল্যামর সংযোজিত অত্যাধুনিক বোটের সাহায্যে পানি থেকে তেল অপসারণের কাজ করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত অয়েল ট্যাংকার উদ্ধারের নিমিত্তে বিআইডব্লিউটিএর দুটি টাগ বোট ও একটি বার্জ (জহুর) কোস্ট গার্ডের ডুবুরি দলের সহযোগিতায় উদ্ধারকাজ পরিচালনা করছে।
শাফিউল কিঞ্জল আরও বলেন, এ ছাড়া কোস্ট গার্ড দক্ষিণ জোনের দুটি টিম সার্বক্ষণিক সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আসছে। তবে তেল-পানি মিশ্রিত হওয়ার কারণে এখন পর্যন্ত কী পরিমাণ তেল উদ্ধার হয়েছে, সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। এগুলো পদ্মা অয়েল কোম্পানিতে নিয়ে যাওয়ার পর মিশ্রিত তেল আর পানি আলাদা করা হবে। তখন বলা যাবে কী পরিমাণ তেল তোলা হয়েছে।
গত রোববার ভোরে চট্টগ্রাম থেকে ১১ লাখ লিটার তেল নিয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা দেয় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কার্গো জাহাজ সাগর নন্দিনী-২। ঘন কুয়াশার কারণে এটি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলী এলাকায় অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
আরও পড়ুন:

ভোলার মেঘনা নদীতে জ্বালানি তেলসহ ডুবে যাওয়া নন্দিনী-২ জাহাজটি অবশেষে উদ্ধার করা হয়েছে। এক সপ্তাহ পর আজ রোববার বেলা ১১টার দিকে জাহাজটি উদ্ধার করা হয়। উদ্ধারকারী জাহাজ হুমায়রা, জহুরাসহ জাহাজের মালিকপক্ষ, বিআইডব্লিউটিএ, কোস্ট গার্ড ও পুলিশের অর্ধশত সদস্যের একটি দল এ উদ্ধারকাজে অংশ নেন। সকাল থেকে জাহাজটি পানিতে ভাসার কাজ শুরু হয়।
জাহাজটি উদ্ধার হওয়ার তথ্য নিশ্চিত করে পদ্মা অয়েল কোম্পানির এজিএম (অপারেশন) মো. আনোয়ার হোসেন জানান, উদ্ধারকাজ এখনো চলছে। রাতের মধ্যে জাহাজটি পুরোপুরি উদ্ধার করে পানিতে ভাসানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তবে ডুবে যাওয়া জাহাজে এখনো চারটি ট্যাংকে তেল ও পানি রয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল জানান, রোববার উদ্ধারকাজ শেষ হয়েছে। কাল সোমবার সকালে তেলবাহী জাহাজটি নিয়ে যাওয়া হবে।
শাফিউল কিঞ্জল বলেন, পরিবেশদূষণ রোধে দুর্ঘটনার দিন থেকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের ল্যামর সংযোজিত অত্যাধুনিক বোটের সাহায্যে পানি থেকে তেল অপসারণের কাজ করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত অয়েল ট্যাংকার উদ্ধারের নিমিত্তে বিআইডব্লিউটিএর দুটি টাগ বোট ও একটি বার্জ (জহুর) কোস্ট গার্ডের ডুবুরি দলের সহযোগিতায় উদ্ধারকাজ পরিচালনা করছে।
শাফিউল কিঞ্জল আরও বলেন, এ ছাড়া কোস্ট গার্ড দক্ষিণ জোনের দুটি টিম সার্বক্ষণিক সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আসছে। তবে তেল-পানি মিশ্রিত হওয়ার কারণে এখন পর্যন্ত কী পরিমাণ তেল উদ্ধার হয়েছে, সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। এগুলো পদ্মা অয়েল কোম্পানিতে নিয়ে যাওয়ার পর মিশ্রিত তেল আর পানি আলাদা করা হবে। তখন বলা যাবে কী পরিমাণ তেল তোলা হয়েছে।
গত রোববার ভোরে চট্টগ্রাম থেকে ১১ লাখ লিটার তেল নিয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা দেয় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কার্গো জাহাজ সাগর নন্দিনী-২। ঘন কুয়াশার কারণে এটি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলী এলাকায় অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
আরও পড়ুন:

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
২ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৬ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
২৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩০ মিনিট আগে