বরিশাল শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৪৫ পরীক্ষার্থী। গতবছরের তুলনায় এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা সামান্য কমেছে।
গতবছর পাশের হার ছিল ৯০ দশমিক ১৮ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৩১১ জন। তবে বোর্ড কর্তৃপক্ষ দাবি করেছেন, এসএসসির এবারের ফলাফলের গুণগত মান বেড়েছে।
আজ রোববার ফলাফল প্রকাশ করে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন সাংবাদিকদের বলেন, ‘এবারে পরীক্ষার সময় বেশি ভিজিল্যান্স টিম থাকায় বিগত ৫ বছরের থেকে বহিষ্কারের সংখ্যাটা বেশি। সব মিলিয়ে ফলাফলের গুণগত মান বেড়েছে।’
বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর ৮৭ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশে করেছে ৭৮ হাজার ১৯৭ জন।
পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এবছরও এগিয়ে। ছেলেদের পাসের হার ৮৬ দশমিক শূন্য ২ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৩০ জন।
অপরদিকে মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৮৬ এবং জিপিএ-৫ পেয়ে পাস করেছেন ৩ হাজার ৫১৫ জন।
এ শিক্ষা বোর্ডে ছেলে পরীক্ষার্থী ছিল ৪১ হাজার ১৬ জন এবং পাস করেছেন ৩৫ হাজার ২৮২ জন। মেয়ে পরীক্ষার্থী ৪৬ হাজার ৭১৮ জনের মধ্যে পাস করেছে ৪২ হাজার ৯১৫ জন।
বিভাগভিত্তিক পাসের হারে সবচেয়ে বিজ্ঞান বিভাগে ৯৫ দশমিক ৬৪ ভাগ। এর পরে ব্যবসায় শিক্ষা বিভাগে ৯০ দশমিক ৪১ এবং মানবিক বিভাগে ৮৫ দশমিক ৮১ ভাগ শিক্ষার্থী পাস করেছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৭ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩২ মিনিট আগে