নিজস্ব প্রতিবেদক, বরিশাল

১৫ বছর পর বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী পেল আওয়ামী লীগের নেতা–কর্মীরা। গত তিনটি সংসদ নির্বাচনে আসনটি জোটের শরিক জাতীয় পার্টি দখলে রাখে। আজ রোববার সবশেষ দর-কষাকষি করে আসনটি ফিরে পেল না জাপা।
এর আগে ২০০৮ সালে বরিশাল-৬ আসনে এমপি হন জাতীয় পাটির কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার। ২০১৪ সালে আসনটিতে হাওলাদারের স্ত্রী নাসরিন জাহান রত্না এমপি হন। একইভাবে নাসরিন জাহান রত্না ২০১৮ সালেও জাপার এমপি বনে জান।
এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনটি হাতছাড়া করতে চায়নি আওয়ামী লীগের নেতা কর্মীরা। যেকারণে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক আসনটিতে নৌকার টিকিট পান।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুজ্জমিন রিপন বলেন, ‘উপজেলার ১৪টি ইউনিয়নে জাপার ভোট আছে ৫-৭ হাজার। অথচ বারবার নৌকার ঘাড়ে জোটের তকমা লাগিয়ে আসনটি দখল করে আসছে। গত ১৫ বছরে এ জন্য এলাকার উন্নয়ন হয়নি।’ তিনি বলেন, ‘বাকেরগঞ্জবাসী নৌকা ফিরে পাওয়ায় উচ্ছ্বাসিত। নেতা–কর্মীরা উৎফুল্ল।’
বরিশাল-৬ আসনের প্রার্থী জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোহসিন বলেন, ‘তিনি বরাবরই আসনটিতে নৌকার প্রার্থী চেয়েছেন। গত ১৫ বছরে হাওলাদার পরিবার এলাকায় কোন কাজ করেনি।’
স্বতন্ত্র প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল আলম চুন্নু বলেন, ‘গত ১৫ বছর ধরে জাতীয় পাটির এমপি থাকায় বাকেরগঞ্জবাসী উন্নয়ন বঞ্চিত ছিল। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করে যাবেন।’

১৫ বছর পর বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী পেল আওয়ামী লীগের নেতা–কর্মীরা। গত তিনটি সংসদ নির্বাচনে আসনটি জোটের শরিক জাতীয় পার্টি দখলে রাখে। আজ রোববার সবশেষ দর-কষাকষি করে আসনটি ফিরে পেল না জাপা।
এর আগে ২০০৮ সালে বরিশাল-৬ আসনে এমপি হন জাতীয় পাটির কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার। ২০১৪ সালে আসনটিতে হাওলাদারের স্ত্রী নাসরিন জাহান রত্না এমপি হন। একইভাবে নাসরিন জাহান রত্না ২০১৮ সালেও জাপার এমপি বনে জান।
এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনটি হাতছাড়া করতে চায়নি আওয়ামী লীগের নেতা কর্মীরা। যেকারণে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক আসনটিতে নৌকার টিকিট পান।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুজ্জমিন রিপন বলেন, ‘উপজেলার ১৪টি ইউনিয়নে জাপার ভোট আছে ৫-৭ হাজার। অথচ বারবার নৌকার ঘাড়ে জোটের তকমা লাগিয়ে আসনটি দখল করে আসছে। গত ১৫ বছরে এ জন্য এলাকার উন্নয়ন হয়নি।’ তিনি বলেন, ‘বাকেরগঞ্জবাসী নৌকা ফিরে পাওয়ায় উচ্ছ্বাসিত। নেতা–কর্মীরা উৎফুল্ল।’
বরিশাল-৬ আসনের প্রার্থী জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোহসিন বলেন, ‘তিনি বরাবরই আসনটিতে নৌকার প্রার্থী চেয়েছেন। গত ১৫ বছরে হাওলাদার পরিবার এলাকায় কোন কাজ করেনি।’
স্বতন্ত্র প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল আলম চুন্নু বলেন, ‘গত ১৫ বছর ধরে জাতীয় পাটির এমপি থাকায় বাকেরগঞ্জবাসী উন্নয়ন বঞ্চিত ছিল। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করে যাবেন।’

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড আবেদন শুনানির সময় আদালত আসামির কাছে একাধিক এনআইডি কার্ড রাখার কারণ জানতে চান। এ সময় হামীম আদালতকে বলেন, ‘একটি আমার আসল এনআইডি কার্ড আর অন্য দুটি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে
৪ মিনিট আগে
যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৩৮) নামের এক যুবক মারা গেছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রানা প্রতাপের মাথায় কয়েকটি গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলে সাতটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
৬ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার, একজনকে পুনরায় একটি কোর্স সম্পন্ন ও আরেকজনের ইন্টার্নশিপ রিপোর্ট বাতিল করা হয়েছে।
৩১ মিনিট আগে
দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এর বিচারক সৈয়দ ফজলুল মহাদি সুরভীর দুই দিনের রিমান্ড আদেশ দেন। এ আদেশের পর আদালতপাড়ায় ‘ছাত্র-শ্রমিক-জনতার’ ব্যানারে বিক্ষোভ করেন জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীরা।
৩৭ মিনিট আগে