নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে নেশার টাকা চেয়ে না পাওয়ায় বাবার বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছেন আনোয়ার হোসেন নামের এক মাদকাসক্ত। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠিতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, আগুনে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত আব্দুস সাত্তার বলেন, ‘আমার ছেলে একজন মাদকাসক্ত। সে প্রায়ই আমাকে ও আমার স্ত্রীকে মারধর করতে আসে। তাই ওর ভয়ে ঘর ছেড়ে মাঝেমধ্যে মেয়ের বাড়ি গিয়ে থাকি। ঘটনার দিন সে বেশ কিছু টাকা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি জানালে সে রাতে ঘরে আগুন লাগিয়ে দেয়। তাতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নুরুল আমীন লিটন বলেন, ‘তাঁর ছেলে একজন মাদকাসক্ত। এ নিয়ে তাঁর বাবা আমার কাছে নালিশ করতেন। ঘটনার দিন আনোয়ার তার বাবার কাছে টাকা চায়। তার বাবা তা না দেওয়ায় রাতে ঘরে আগুন ধরিয়ে দেয়।’
নেছারাবাদ ফায়ার সার্ভিসের নায়েক মো. তরিকুল আলম বলেন, আগুনে ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ সময় ২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সাত্তার হোসেনের ছেলে আনোয়ার হোসেন ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, ‘আগুন লাগা ঘরের মালিক সাত্তার হোসেন বলেছেন, তাঁর ছেলে এই কাজ করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’

পিরোজপুরের নেছারাবাদে নেশার টাকা চেয়ে না পাওয়ায় বাবার বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছেন আনোয়ার হোসেন নামের এক মাদকাসক্ত। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠিতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, আগুনে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত আব্দুস সাত্তার বলেন, ‘আমার ছেলে একজন মাদকাসক্ত। সে প্রায়ই আমাকে ও আমার স্ত্রীকে মারধর করতে আসে। তাই ওর ভয়ে ঘর ছেড়ে মাঝেমধ্যে মেয়ের বাড়ি গিয়ে থাকি। ঘটনার দিন সে বেশ কিছু টাকা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি জানালে সে রাতে ঘরে আগুন লাগিয়ে দেয়। তাতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নুরুল আমীন লিটন বলেন, ‘তাঁর ছেলে একজন মাদকাসক্ত। এ নিয়ে তাঁর বাবা আমার কাছে নালিশ করতেন। ঘটনার দিন আনোয়ার তার বাবার কাছে টাকা চায়। তার বাবা তা না দেওয়ায় রাতে ঘরে আগুন ধরিয়ে দেয়।’
নেছারাবাদ ফায়ার সার্ভিসের নায়েক মো. তরিকুল আলম বলেন, আগুনে ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ সময় ২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সাত্তার হোসেনের ছেলে আনোয়ার হোসেন ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, ‘আগুন লাগা ঘরের মালিক সাত্তার হোসেন বলেছেন, তাঁর ছেলে এই কাজ করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’

কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১১ মিনিট আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১৪ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত মোতালেব হোসেন ভূঁইয়া মাত্র দেড় বছর আগে র্যাবে যোগদান করেছিলেন। এর আগে তিনি বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টেকনাফ ব্যাটালিয়ন-২-এর নায়েব সুবেদার হিসেবে কর্মরত ছিলেন।
১৯ মিনিট আগে
সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অভিযানে চার নম্বর বাংলাবাজারের রাংপানি নদীতে ১০টি বারকি নৌকা ধ্বংস ও বালুভর্তি তিনটি ট্রাক আটক করা হয়েছে।
৩৮ মিনিট আগে