
ঝালকাঠিতে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা ফাইজারের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে জেলার শিল্পকলা একাডেমি ও ঝালকাঠি সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে টিকা দেওয়া শুরু হয়।
জানা যায়, ঝালকাঠি জেলার চারটি উপজেলা ও দুটি পৌরসভায় গতকাল মঙ্গলবার পর্যন্ত ২ লাখ ২৮ হাজার ৭৫৭ জনকে সিনোফার্ম ও ২১ হাজার ২৮২ জনকে এস্ট্রাজেনেকার টিকা প্রদান করা হয়েছে। ১৩ হাজার ৮৬০ জনকে ফাইজারের প্রথম ডোজের টিকা দেওয়া হয়। এ নিয়ে জেলায় পঁঅচ মাসে ২ লাখ ৬৩ হাজার ৪৯৯ জনকে টিকা প্রদান করা হয়েছে। সিনোফার্মের টিকা গ্রহণের ক্ষেত্রে নারীরা পুরুষদের থেকে এগিয়ে রয়েছে। তবে অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের প্রথম ও দ্বিতীয় ডোজে টিকা গ্রহণের ক্ষেত্রে নারীরা পুরুষের চেয়ে পিছিয়ে রয়েছে।
ঝালকাঠি জেলায় ২ লাখ ২৮ হাজার ৭৫৭ জন সিনোফার্মের টিকা গ্রহণকারীদের মধ্যে নারী ১ লাখ ২২ হাজার ৬৩৯ জন ও পুরুষ ১ লাখ ৬ হাজার ১১৮ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ লাখ ৬৯ হাজার ৭১১ জনের মধ্যে নারী টিকা গ্রহণকারীর সংখ্যা ৮৮ হাজার ৯৩০ এবং পুরুষ ৮০ হাজার ৫৮১। গত ১৩ অক্টোবর থেকে জেলায় ফাইজারের টিকা প্রদানের পর থেকে ৭ হাজার ১৫৪ জন নারী এবং ৬ হাজার ৩০৬ জন পুরুষ টিকা গ্রহণ করেছেন। এখন পর্যন্ত জেলায় সিনোফার্মের ১ লাখ ৮ হাজার ৯৩২ এবং ফাইজারের ২৬ হাজার ৩৮৮টি টিকা মজুত রয়েছে।
এ বিষয়ে ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, আজ ২ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। কলেজ কর্তৃপক্ষ সব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করতে না পারায় যারা করেছে, টিকা প্রদানের সময় তাদের প্রবেশপত্র ও জন্মনিবন্ধনের কপি সঙ্গে নিয়ে আসতে হবে।
সিভিল সার্জন আরও বলেন, ফাইজারের টিকা প্রদানের জন্য এসি রুমের প্রয়োজন হয়। তাই সব স্থানে টিকাকেন্দ্র খোলা যায় না।

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
১ মিনিট আগে
‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরগুলোতে একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।
৩০ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।
৩৫ মিনিট আগে
সকাল থেকেই আইনপুর মাঠ ও আশপাশের এলাকায় বিএনপির নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। অনেককে দলীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে জনসভাস্থলে আসতে দেখা গেছে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভা শেষে মৌলভীবাজারে দ্বিতীয় জনসভায় অংশ নেবেন বিএনপির এই শীর্ষ নেতা।
১ ঘণ্টা আগে