বরিশালের মুলাদীতে বিএনপি-জামায়াত ও যুক্তরাষ্ট্রের ভিসানীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সমাবেশ করে ওয়ার্কার্স পার্টি।
মুলাদী উপজেলা ওয়ার্কার্স পার্টির আয়োজনে হওয়া বিক্ষোভ মিছিলে নেতা–কর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্রাজ্যবাদ বিরোধী স্লোগান ও প্রচারপত্র বিতরণ করেন। দলীয় কার্যালয়ের সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এম এ গফুর মোল্লা।
সমাবেশে এম এ গফুর মোল্লা বলেন, ‘যুক্তরাষ্ট্র এই দেশের শাসনব্যবস্থায় হস্তক্ষেপ করতে চায়। কিন্তু দেশের জনগণ তা মেনে নেবে না। আর বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। কিন্তু সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার গঠন করা হবে।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. মোতালেব ব্যাপারী, সদস্য সবুজ মাতুব্বর, নান্নু প্যাদা, সুলতান শেখ, জাকির হোসেন মাল, উপজেলা খেতমজুর ইউনিয়নের সহসভাপতি আক্তার মোল্লা, মো. সুমন মিয়া, জসিম উদ্দীন চৌকিদার, যতীন রায়, ফজলে করিম খন্দকার, আব্দুর রহমান সরদার, শিপন কাজী, এনামুল হক মোল্লা, উপজেলা ছাত্রমৈত্রী সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৪ মিনিট আগে