পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

ভারতের আদালতের ছয় দিনের আদেশে ছয় মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন বরগুনার পাথরঘাটার ১১ জেলে। গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে দেশের জলসীমা অতিক্রম করে ভারতে চলে যান। পরে সে দেশের জেলেরা তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সেখানে আদালত তাঁদের ছয় দিনের কারাদণ্ড দেন। কিন্তু ছয় মাস কারাভোগ করেন তাঁরা।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হয়ে দেশে ফেরেন তাঁরা। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
গোলাম মোস্তফা বলেন, ছয় মাস আগে পাথরঘাটা থেকে এফবি মা ফাতেমা ট্রলারের ১১ জেলে ভারতের জলসীমায় চলে গেলে আদালত তাঁদের ছয় দিনের কারাদাণ্ড দেন। কিন্তু বাংলাদেশের দূতাবাসের আন্তরিকতার অভাবে তাঁদের ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হয়। তিনি বলেন, ঝড়ের কবলে পড়ে ২০১৯ সালে ভারতীয় জলসীমায় চলে যাওয়া পাঁচ জেলে এখনো সে দেশের কারাগারে বন্দী রয়েছেন। তাঁদের তিন বছর কারাদণ্ড দিয়েছেন ওই দেশের আদালত।
ভারত থেকে ফিরে আসা জেলেরা হলেন মো. নবী হোসেন লিচ, মো. খলিল মীর, ফারুক মীর, মো. মুছা, মো. আলী হোসেন, মো. সামছুল হক মাঝি, আব্দুল জলিল মিয়া, মো. রুবেল, মো. রুস্তম, মো. হারুন ও হাফিজুর রহমান। তাঁদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটায়। আজ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তাঁরা বাড়ি পৌঁছাবেন।
গত বছরের ১৫ আগস্ট ভারতের চব্বিশ পরগনা এলাকার ছোট মোল্লাখালী কোস্টাল এলাকা থেকে ট্রলারসহ আটক ১১ জেলেকে ভারতের পুলিশের কাছে হস্তান্তর করে সেখানের স্থানীয় জেলেরা। পরদিন ১৬ আগস্ট দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভারতের আদালতের ছয় দিনের আদেশে ছয় মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন বরগুনার পাথরঘাটার ১১ জেলে। গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে দেশের জলসীমা অতিক্রম করে ভারতে চলে যান। পরে সে দেশের জেলেরা তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সেখানে আদালত তাঁদের ছয় দিনের কারাদণ্ড দেন। কিন্তু ছয় মাস কারাভোগ করেন তাঁরা।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হয়ে দেশে ফেরেন তাঁরা। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
গোলাম মোস্তফা বলেন, ছয় মাস আগে পাথরঘাটা থেকে এফবি মা ফাতেমা ট্রলারের ১১ জেলে ভারতের জলসীমায় চলে গেলে আদালত তাঁদের ছয় দিনের কারাদাণ্ড দেন। কিন্তু বাংলাদেশের দূতাবাসের আন্তরিকতার অভাবে তাঁদের ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হয়। তিনি বলেন, ঝড়ের কবলে পড়ে ২০১৯ সালে ভারতীয় জলসীমায় চলে যাওয়া পাঁচ জেলে এখনো সে দেশের কারাগারে বন্দী রয়েছেন। তাঁদের তিন বছর কারাদণ্ড দিয়েছেন ওই দেশের আদালত।
ভারত থেকে ফিরে আসা জেলেরা হলেন মো. নবী হোসেন লিচ, মো. খলিল মীর, ফারুক মীর, মো. মুছা, মো. আলী হোসেন, মো. সামছুল হক মাঝি, আব্দুল জলিল মিয়া, মো. রুবেল, মো. রুস্তম, মো. হারুন ও হাফিজুর রহমান। তাঁদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটায়। আজ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তাঁরা বাড়ি পৌঁছাবেন।
গত বছরের ১৫ আগস্ট ভারতের চব্বিশ পরগনা এলাকার ছোট মোল্লাখালী কোস্টাল এলাকা থেকে ট্রলারসহ আটক ১১ জেলেকে ভারতের পুলিশের কাছে হস্তান্তর করে সেখানের স্থানীয় জেলেরা। পরদিন ১৬ আগস্ট দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৫ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১৩ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২৪ মিনিট আগে