বরগুনা প্রতিনিধি

বরগুনায় বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মনিরুজ্জামান এই আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে করা ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা থেকে বরগুনা কারাগারে নিয়ে আসা হয়।
বেলা আড়াইটার দিকে বরগুনা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে কড়া নিরাপত্তায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে আদালতে তোলা হয়। তাঁকে আনার খবর ছড়িয়ে পড়লে আদালত প্রাঙ্গণে জড়ো হন স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীরা।
এ সময় তাঁরা শম্ভুর বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ক্ষুব্ধ কর্মীরা শম্ভুকে লক্ষ্য করে প্রিজন ভ্যানে ডিম ছুড়ে মারেন, এতে আদালত প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
আদালতে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে জামিন আবেদন করা হলে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী আক্তারুজ্জামান বাহাদুর বলেন, ‘তিনি পাঁচবারের সংসদ সদস্য, আমরা তাঁর জামিন আবেদন করেছি। একই সঙ্গে কারাগারে ডিভিশন ও চিকিৎসাব্যবস্থা যেন নিশ্চিত হয়, তার আবেদন করেছি। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে জামিন নামঞ্জুর করলেও তাঁর সুচিকিৎসা ও ডিভিশনের বিষয়ে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।’
আদালতের পাবলিক প্রসিকিউটর নুরুল আমিন বলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শম্ভুর নেতৃত্বে ১৭ মার্চ ২০২৩ সালে বিএনপি অফিসে ভাঙচুর চালানো হয়। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
সেই সময় পরিস্থিতি অনুকূলে না থাকায় মামলা করা যায়নি। ৫ আগস্টের পরে সেই ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হলে তাঁকে এক নম্বর আসামি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে বরগুনায় নিয়ে আসা হয়। আদালতে নিয়ে এলে তাঁর পক্ষে জামিন আবেদন করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর ১২ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে মহানগর গোয়েন্দা শাখার একটি টিম তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে নিউমার্কেট থানার আন্দোলন চলাকালে নিহত ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া আশুলিয়া থানার অন্য একটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।

বরগুনায় বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মনিরুজ্জামান এই আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে করা ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা থেকে বরগুনা কারাগারে নিয়ে আসা হয়।
বেলা আড়াইটার দিকে বরগুনা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে কড়া নিরাপত্তায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে আদালতে তোলা হয়। তাঁকে আনার খবর ছড়িয়ে পড়লে আদালত প্রাঙ্গণে জড়ো হন স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীরা।
এ সময় তাঁরা শম্ভুর বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ক্ষুব্ধ কর্মীরা শম্ভুকে লক্ষ্য করে প্রিজন ভ্যানে ডিম ছুড়ে মারেন, এতে আদালত প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
আদালতে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে জামিন আবেদন করা হলে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী আক্তারুজ্জামান বাহাদুর বলেন, ‘তিনি পাঁচবারের সংসদ সদস্য, আমরা তাঁর জামিন আবেদন করেছি। একই সঙ্গে কারাগারে ডিভিশন ও চিকিৎসাব্যবস্থা যেন নিশ্চিত হয়, তার আবেদন করেছি। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে জামিন নামঞ্জুর করলেও তাঁর সুচিকিৎসা ও ডিভিশনের বিষয়ে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।’
আদালতের পাবলিক প্রসিকিউটর নুরুল আমিন বলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শম্ভুর নেতৃত্বে ১৭ মার্চ ২০২৩ সালে বিএনপি অফিসে ভাঙচুর চালানো হয়। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
সেই সময় পরিস্থিতি অনুকূলে না থাকায় মামলা করা যায়নি। ৫ আগস্টের পরে সেই ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হলে তাঁকে এক নম্বর আসামি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে বরগুনায় নিয়ে আসা হয়। আদালতে নিয়ে এলে তাঁর পক্ষে জামিন আবেদন করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর ১২ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে মহানগর গোয়েন্দা শাখার একটি টিম তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে নিউমার্কেট থানার আন্দোলন চলাকালে নিহত ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া আশুলিয়া থানার অন্য একটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে