
ঝালকাঠির নলছিটি থেকে মোল্লারহাট পর্যন্ত সড়কে রিপেয়ারিং সিলকোট কাজের অনিয়মের অভিযোগের ব্যাপারে তদন্ত চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে দুদকের একটি দল সংশ্লিষ্ট প্রকল্প এলাকা পরিদর্শন করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিমুলতলা বড়বাড়ি থেকে মাদারঘোনা খানবাড়ি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কে ১২ মিলিমিটার পুরুত্বে রিপেয়ারিং সিলকোটের কাজ করা হয়। প্রকল্পটির জন্য বরাদ্দ ছিল প্রায় ৪৫ লাখ টাকা। এম খান লাইসেন্সের মাধ্যমে এই কাজ বাস্তবায়ন করেন ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের নেত্রী মোসা. নদীয়া জাহান পিনু। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে কাজটি শেষ হলেও এতে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। বিষয়টি দুদকের নজরে এলে তদন্ত শুরু করে প্রতিষ্ঠানটি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদকের পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে কাজের গুণগতমান সরেজমিনে যাচাই করা হয়েছে। তদন্তে কিছু ত্রুটি পাওয়া গেছে, যা প্রতিবেদন আকারে কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঝালকাঠি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী, অন্যান্য কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ ছাড়া দুদকের উপসহকারী পরিচালক মো. শরীফ শেখ, কর্মকর্তা পার্থ পালসহ আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৩ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৩ মিনিট আগে