ঝালকাঠি প্রতিনিধি

বরিশালের ঝালকাঠিতে কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশীরা।
মঙ্গলবার (৬ মে) সকালে ঝালকাঠি কেন্দ্রীয় কারাগারে উপস্থিত হয়ে বিক্ষোভ করেন কয়েক শ চাকরিপ্রত্যাশী। এ সময় তাঁরা অভিযোগ করেন, তাঁদের সব কাগজপত্র, উচ্চতা সঠিক থাকার পরেও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে মাঠ থেকে বের করে দেওয়া হয়। এমনকি তাঁদের অনেকের সঙ্গে থাকা সার্টিফিকেটের ফটোকপি ছিঁড়ে ফেলা হয় এবং গায়ে হাত তোলা হয়।
পটুয়াখালী থেকে আসা চাকরিপ্রত্যাশী মাহফুজুর রহমান, ভোলা থেকে আসা মো. শাওন, বরগুনা থেকে আসা ফাহিম, পিরোজপুর থেকে আসা আবির কাজী, বরিশাল থেকে আসা মো. ছাব্বির এবং ঝালকাঠির রাহাত অভিযোগ করেন, ‘আমরা কারারক্ষী পদে পরীক্ষার জন্য ঝালকাঠিতে পরীক্ষায় অংশগ্রহণ করি। এ সময় আমাদের সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছে।’
যমুনা টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি দুলাল সাহা বলেন, ‘ঝালকাঠি জেলা কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে ঢাকা থেকে আসা জেল সুপার ফরহাদ ও তাঁর সঙ্গে থাকা কারারক্ষীরা আমার ক্যামেরা ভাঙচুর ও হেনস্তা করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. সাইফুল ইসলাম বলেন, শারীরিক পরীক্ষায় বাদ পড়া পরীক্ষার্থীরা কারাগারের মূল ফটকের বাইরে বিক্ষোভ করেছেন। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক হয়। পরবর্তী সময়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানতে চাইলে জেল সুপার মো. আব্দুল্লা ইবনে তোফাজ্জল হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়োগ পরীক্ষার জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে; যার সঙ্গে আমি সম্পৃক্ত না।’
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, শারীরিক পরীক্ষায় বাদ পড়ার পরে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছিলেন। কিন্তু কারাগারের আশপাশে সকাল থেকেই অনেক পুলিশ সদস্য মোতায়েন ছিল; যে কারণে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বরিশালের ঝালকাঠিতে কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশীরা।
মঙ্গলবার (৬ মে) সকালে ঝালকাঠি কেন্দ্রীয় কারাগারে উপস্থিত হয়ে বিক্ষোভ করেন কয়েক শ চাকরিপ্রত্যাশী। এ সময় তাঁরা অভিযোগ করেন, তাঁদের সব কাগজপত্র, উচ্চতা সঠিক থাকার পরেও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে মাঠ থেকে বের করে দেওয়া হয়। এমনকি তাঁদের অনেকের সঙ্গে থাকা সার্টিফিকেটের ফটোকপি ছিঁড়ে ফেলা হয় এবং গায়ে হাত তোলা হয়।
পটুয়াখালী থেকে আসা চাকরিপ্রত্যাশী মাহফুজুর রহমান, ভোলা থেকে আসা মো. শাওন, বরগুনা থেকে আসা ফাহিম, পিরোজপুর থেকে আসা আবির কাজী, বরিশাল থেকে আসা মো. ছাব্বির এবং ঝালকাঠির রাহাত অভিযোগ করেন, ‘আমরা কারারক্ষী পদে পরীক্ষার জন্য ঝালকাঠিতে পরীক্ষায় অংশগ্রহণ করি। এ সময় আমাদের সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছে।’
যমুনা টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি দুলাল সাহা বলেন, ‘ঝালকাঠি জেলা কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে ঢাকা থেকে আসা জেল সুপার ফরহাদ ও তাঁর সঙ্গে থাকা কারারক্ষীরা আমার ক্যামেরা ভাঙচুর ও হেনস্তা করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. সাইফুল ইসলাম বলেন, শারীরিক পরীক্ষায় বাদ পড়া পরীক্ষার্থীরা কারাগারের মূল ফটকের বাইরে বিক্ষোভ করেছেন। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক হয়। পরবর্তী সময়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানতে চাইলে জেল সুপার মো. আব্দুল্লা ইবনে তোফাজ্জল হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়োগ পরীক্ষার জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে; যার সঙ্গে আমি সম্পৃক্ত না।’
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, শারীরিক পরীক্ষায় বাদ পড়ার পরে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছিলেন। কিন্তু কারাগারের আশপাশে সকাল থেকেই অনেক পুলিশ সদস্য মোতায়েন ছিল; যে কারণে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
২১ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
৩৭ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে