
বরিশালের ঝালকাঠিতে কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশীরা।
মঙ্গলবার (৬ মে) সকালে ঝালকাঠি কেন্দ্রীয় কারাগারে উপস্থিত হয়ে বিক্ষোভ করেন কয়েক শ চাকরিপ্রত্যাশী। এ সময় তাঁরা অভিযোগ করেন, তাঁদের সব কাগজপত্র, উচ্চতা সঠিক থাকার পরেও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে মাঠ থেকে বের করে দেওয়া হয়। এমনকি তাঁদের অনেকের সঙ্গে থাকা সার্টিফিকেটের ফটোকপি ছিঁড়ে ফেলা হয় এবং গায়ে হাত তোলা হয়।
পটুয়াখালী থেকে আসা চাকরিপ্রত্যাশী মাহফুজুর রহমান, ভোলা থেকে আসা মো. শাওন, বরগুনা থেকে আসা ফাহিম, পিরোজপুর থেকে আসা আবির কাজী, বরিশাল থেকে আসা মো. ছাব্বির এবং ঝালকাঠির রাহাত অভিযোগ করেন, ‘আমরা কারারক্ষী পদে পরীক্ষার জন্য ঝালকাঠিতে পরীক্ষায় অংশগ্রহণ করি। এ সময় আমাদের সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছে।’
যমুনা টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি দুলাল সাহা বলেন, ‘ঝালকাঠি জেলা কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে ঢাকা থেকে আসা জেল সুপার ফরহাদ ও তাঁর সঙ্গে থাকা কারারক্ষীরা আমার ক্যামেরা ভাঙচুর ও হেনস্তা করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. সাইফুল ইসলাম বলেন, শারীরিক পরীক্ষায় বাদ পড়া পরীক্ষার্থীরা কারাগারের মূল ফটকের বাইরে বিক্ষোভ করেছেন। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক হয়। পরবর্তী সময়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানতে চাইলে জেল সুপার মো. আব্দুল্লা ইবনে তোফাজ্জল হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়োগ পরীক্ষার জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে; যার সঙ্গে আমি সম্পৃক্ত না।’
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, শারীরিক পরীক্ষায় বাদ পড়ার পরে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছিলেন। কিন্তু কারাগারের আশপাশে সকাল থেকেই অনেক পুলিশ সদস্য মোতায়েন ছিল; যে কারণে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে