বরিশাল প্রতিনিধি

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে দেড় লাখ টাকা করে দেবে নৌপরিবহন মন্ত্রণালয়। আর আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আহতদের দেখতে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সেখানেই তিনি সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘এ ঘটনায় এরই মধ্যে যারা মারা গেছে, তাদের পরিবারকে আমরা দেড় লাখ টাকা করে দেব। যারা আহত আছে, তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হবে।’
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ জানান, বরিশাল মেডিকেলে আজই একটি বার্ন ইউনিট আসবে। যারা অতিরিক্ত দগ্ধ, তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হবে।
লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘তিন কার্যদিবসের মধ্যে তদন্ত টিম রিপোর্ট জমা দেবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমি বলব না যে এটা রাজনৈতিক নাশকতা কিংবা দেশবিরোধী কোনো চক্রের কাজ। যান্ত্রিক কোনো ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে কি না, সেটাও তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসবে।’
যদিও এর আগে ‘একটি লঞ্চে আগুন লেগে পুরো লঞ্চ ভস্মীভূত হওয়ার পেছনে কোনো রহস্য থাকতে পারে’ বলে মন্তব্য করেছিলেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ।
ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বরিশালের শেবাচিম হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে শতাধিক যাত্রী দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। লঞ্চটিতে পাঁচ শতাধিক যাত্রী ছিল বলে জানিয়েছেন স্ত্রীসহ প্রাণে বেঁচে যাওয়া পাথরঘাটার ইউএনও।

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে দেড় লাখ টাকা করে দেবে নৌপরিবহন মন্ত্রণালয়। আর আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আহতদের দেখতে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সেখানেই তিনি সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘এ ঘটনায় এরই মধ্যে যারা মারা গেছে, তাদের পরিবারকে আমরা দেড় লাখ টাকা করে দেব। যারা আহত আছে, তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হবে।’
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ জানান, বরিশাল মেডিকেলে আজই একটি বার্ন ইউনিট আসবে। যারা অতিরিক্ত দগ্ধ, তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হবে।
লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘তিন কার্যদিবসের মধ্যে তদন্ত টিম রিপোর্ট জমা দেবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমি বলব না যে এটা রাজনৈতিক নাশকতা কিংবা দেশবিরোধী কোনো চক্রের কাজ। যান্ত্রিক কোনো ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে কি না, সেটাও তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসবে।’
যদিও এর আগে ‘একটি লঞ্চে আগুন লেগে পুরো লঞ্চ ভস্মীভূত হওয়ার পেছনে কোনো রহস্য থাকতে পারে’ বলে মন্তব্য করেছিলেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ।
ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বরিশালের শেবাচিম হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে শতাধিক যাত্রী দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। লঞ্চটিতে পাঁচ শতাধিক যাত্রী ছিল বলে জানিয়েছেন স্ত্রীসহ প্রাণে বেঁচে যাওয়া পাথরঘাটার ইউএনও।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে