ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে বাজার মনিটরিং ও পণ্যের মান যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ মে) বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার পৌর বাজার এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুজ্জামান।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিরূপম সরকার সোহাগ ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাছির উদ্দিনসহ থানা-পুলিশ তাঁকে সহযোগিতা করেন।
বোরহানউদ্দিন উপজেলার ইউএনও আজকের পত্রিকাকে বলেন, ‘বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিত্যপণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় নাছির স্টোরের স্বত্বাধিকারী মো. নাছির উদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া লাইসেন্স নবায়ন না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে রাখার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মেসার্স রহমান মেডিকেলের স্বত্বাধিকারী আতিকুর রহমান সবুজকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং এসএস মেডিকেল সার্ভিসেস সেন্টারের ল্যাবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা ও সেবার মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২-এর সংশ্লিষ্ট ধারায় এসএস মেডিকেল সার্ভিসেস সেন্টারের ম্যানেজারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।’

ভোলার বোরহানউদ্দিনে বাজার মনিটরিং ও পণ্যের মান যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ মে) বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার পৌর বাজার এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুজ্জামান।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিরূপম সরকার সোহাগ ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাছির উদ্দিনসহ থানা-পুলিশ তাঁকে সহযোগিতা করেন।
বোরহানউদ্দিন উপজেলার ইউএনও আজকের পত্রিকাকে বলেন, ‘বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিত্যপণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় নাছির স্টোরের স্বত্বাধিকারী মো. নাছির উদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া লাইসেন্স নবায়ন না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে রাখার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মেসার্স রহমান মেডিকেলের স্বত্বাধিকারী আতিকুর রহমান সবুজকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং এসএস মেডিকেল সার্ভিসেস সেন্টারের ল্যাবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা ও সেবার মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২-এর সংশ্লিষ্ট ধারায় এসএস মেডিকেল সার্ভিসেস সেন্টারের ম্যানেজারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।’

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘরটির মালিকপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করা হয়। এ বিষয়ে আজই সংগঠনটির পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়।
১৭ মিনিট আগে
বরিশালে বছরের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। উৎসবের আমেজ না থাকলেও বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। বছরের প্রথম দিন শিশুরা বই পাওয়ায় অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।
১৮ মিনিট আগে
চট্টগ্রামে জেলা প্রশাসনের (১ নম্বর খাস খতিয়ান) একটি জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ। বরাদ্দ পাওয়া ব্যক্তি ওই জমিতে নির্মাণ করেন দোকান। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার সেই স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
২৪ মিনিট আগে
কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পানির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে