Ajker Patrika

ভোলায় তোফায়েল আহমেদের ভাগনের বাড়িতে ভাঙচুর-আগুন

ভোলা প্রতিনিধি
ভোলায় তোফায়েল আহমেদের ভাগনের বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত
ভোলায় তোফায়েল আহমেদের ভাগনের বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত

এবার ভোলা সদর উপজেলার পরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাগনে মো. রফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুরের পর আগুন দিয়েছে ছাত্র-জনতা। গতকাল শুক্রবার রাতে বোরহানউদ্দিন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মো. রফিকুল ইসলাম বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র। তিনি ভোলা-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলের স্ত্রীর বড় ভাই।

তবে এ সময় উপজেলা আওয়ামী লীগের কোনো নেতাকে আগুন নেভাতে বা ভাঙচুর ঠেকাতে এগিয়ে আসতে দেখা যায়নি। রাত ১২টা পর্যন্ত স্থানীয় ফায়ার সার্ভিস বা প্রশাসনের কাউকে দেখা যায়নি ঘটনাস্থলে।

স্থানীয়রা জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের ঘটনায় ক্ষুব্ধ শতাধিক লোক মিছিল নিয়ে পৌরসভায় ঢুকে পড়ে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে সাবেক এই মেয়রের বাসায় ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। রাত ১২টায়ও আগুন জ্বলছিল। হামলাকারীদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে জনগণের ওপর প্রভাব বিস্তার করে তাদের ওপর জুলুম করেছেন সাবেক এই মেয়র। তাই তারা ১৭ বছরের জুলুমের শোধ নিয়েছে।

উল্লেখ্য, গত বুধবার রাতে ভোলা সদর উপজেলার গাজীপুর রোডের তোফায়েল আহমেদের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার ভোলা জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তা ছাড়া পৌর ভবন, জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

ভারতে বসেছে বিশ্বের গোয়েন্দাপ্রধানদের আসর, কী হচ্ছে সেখানে

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত