ভোলা প্রতিনিধি

এবার ভোলা সদর উপজেলার পরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাগনে মো. রফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুরের পর আগুন দিয়েছে ছাত্র-জনতা। গতকাল শুক্রবার রাতে বোরহানউদ্দিন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মো. রফিকুল ইসলাম বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র। তিনি ভোলা-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলের স্ত্রীর বড় ভাই।
তবে এ সময় উপজেলা আওয়ামী লীগের কোনো নেতাকে আগুন নেভাতে বা ভাঙচুর ঠেকাতে এগিয়ে আসতে দেখা যায়নি। রাত ১২টা পর্যন্ত স্থানীয় ফায়ার সার্ভিস বা প্রশাসনের কাউকে দেখা যায়নি ঘটনাস্থলে।
স্থানীয়রা জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের ঘটনায় ক্ষুব্ধ শতাধিক লোক মিছিল নিয়ে পৌরসভায় ঢুকে পড়ে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে সাবেক এই মেয়রের বাসায় ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। রাত ১২টায়ও আগুন জ্বলছিল। হামলাকারীদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে জনগণের ওপর প্রভাব বিস্তার করে তাদের ওপর জুলুম করেছেন সাবেক এই মেয়র। তাই তারা ১৭ বছরের জুলুমের শোধ নিয়েছে।
উল্লেখ্য, গত বুধবার রাতে ভোলা সদর উপজেলার গাজীপুর রোডের তোফায়েল আহমেদের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার ভোলা জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তা ছাড়া পৌর ভবন, জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দেওয়া হয়।

এবার ভোলা সদর উপজেলার পরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাগনে মো. রফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুরের পর আগুন দিয়েছে ছাত্র-জনতা। গতকাল শুক্রবার রাতে বোরহানউদ্দিন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মো. রফিকুল ইসলাম বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র। তিনি ভোলা-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলের স্ত্রীর বড় ভাই।
তবে এ সময় উপজেলা আওয়ামী লীগের কোনো নেতাকে আগুন নেভাতে বা ভাঙচুর ঠেকাতে এগিয়ে আসতে দেখা যায়নি। রাত ১২টা পর্যন্ত স্থানীয় ফায়ার সার্ভিস বা প্রশাসনের কাউকে দেখা যায়নি ঘটনাস্থলে।
স্থানীয়রা জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের ঘটনায় ক্ষুব্ধ শতাধিক লোক মিছিল নিয়ে পৌরসভায় ঢুকে পড়ে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে সাবেক এই মেয়রের বাসায় ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। রাত ১২টায়ও আগুন জ্বলছিল। হামলাকারীদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে জনগণের ওপর প্রভাব বিস্তার করে তাদের ওপর জুলুম করেছেন সাবেক এই মেয়র। তাই তারা ১৭ বছরের জুলুমের শোধ নিয়েছে।
উল্লেখ্য, গত বুধবার রাতে ভোলা সদর উপজেলার গাজীপুর রোডের তোফায়েল আহমেদের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার ভোলা জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তা ছাড়া পৌর ভবন, জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দেওয়া হয়।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে