আরিফ রহমান, ঝালকাঠি
ঝালকাঠিতে আপন ছোট ভাইকে হত্যার দায়ে রুহুল আমিন হাওলাদার (৪৮) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) মো. মাহেব হোসেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী খান শহিদুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রুহুল আমিন হাওলাদার জেলার কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের মৃত মফিজ উদ্দিন হাওলাদারের ছেলে। এর আগে তিনি বেসরকারি সংস্থার এক কর্মীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছেন।
পিপি মো. মাহেব হোসেন জানান, কাঁঠালিয়ার গ্রামীণ ব্যাংকের মাঠকর্মী মজিবুর রহমানকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রুহুল আমিন হাওলাদার কারাদণ্ড ভোগ করে ২০২২ সালের জানুয়ারি মাসে মুক্তি পান। বাড়িতে ফিরে জমি নিয়ে ভাইবোনদের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েন তিনি। ওই বছরের ২৩ সেপ্টেম্বর তাঁর এক ভাই ফিরোজ হাওলাদার বসতঘরের টিন খুলতে গেলে রুহুল আমিন বাধা দেন। এ নিয়ে ওই দিন সন্ধ্যায় বসতবাড়ির সামনে বসা অবস্থায় ফিরোজকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান রুহুল আমিন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর ওই দিন রাত ১১টায় ফিরোজের মৃত্যু হয়।
ঘটনার পরদিন নিহত ফিরোজ হাওলাদারের স্ত্রী রাণী বেগম বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) কাইউম বাহাদুর গত বছরের ২০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দেন আদালত।
ঝালকাঠিতে আপন ছোট ভাইকে হত্যার দায়ে রুহুল আমিন হাওলাদার (৪৮) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) মো. মাহেব হোসেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী খান শহিদুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রুহুল আমিন হাওলাদার জেলার কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের মৃত মফিজ উদ্দিন হাওলাদারের ছেলে। এর আগে তিনি বেসরকারি সংস্থার এক কর্মীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছেন।
পিপি মো. মাহেব হোসেন জানান, কাঁঠালিয়ার গ্রামীণ ব্যাংকের মাঠকর্মী মজিবুর রহমানকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রুহুল আমিন হাওলাদার কারাদণ্ড ভোগ করে ২০২২ সালের জানুয়ারি মাসে মুক্তি পান। বাড়িতে ফিরে জমি নিয়ে ভাইবোনদের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েন তিনি। ওই বছরের ২৩ সেপ্টেম্বর তাঁর এক ভাই ফিরোজ হাওলাদার বসতঘরের টিন খুলতে গেলে রুহুল আমিন বাধা দেন। এ নিয়ে ওই দিন সন্ধ্যায় বসতবাড়ির সামনে বসা অবস্থায় ফিরোজকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান রুহুল আমিন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর ওই দিন রাত ১১টায় ফিরোজের মৃত্যু হয়।
ঘটনার পরদিন নিহত ফিরোজ হাওলাদারের স্ত্রী রাণী বেগম বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) কাইউম বাহাদুর গত বছরের ২০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দেন আদালত।
ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। ফলে বিভিন্ন বিপণিবিতানে জুতার দোকানেগুলোয় ভিড় বাড়ছে। চৈত্র মাসে ঈদ হওয়ায় বেশির ভাগ ক্রেতাই পোশাকের সঙ্গে মিলিয়ে আরামদায়ক জুতা বা স্যান্ডেল খুঁজছেন। অনেকে আবার বছরজুড়ে বিভিন্ন অনুষ্ঠান বা কর্মক্ষেত্রে পরার উপযোগী ফরমাল শু-ও কিনে রাখছেন।
৪১ মিনিট আগেমুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অংশের ১৩ কিলোমিটার সড়কে কয়েকটি পয়েন্টে যানজটের ভোগান্তি পোহাতে হতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন দাবিতে এসব এলাকার কারখানাগুলোর শ্রমিকদের মহাসড়ক অবরোধের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন
২ ঘণ্টা আগেজাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু লক্ষ্মীপুরের কমলনগরে তা মানা হচ্ছে না। স্থানীয় জেলেরা প্রকাশ্যে নদীতে মাছ শিকার করছেন। অভিযোগ রয়েছে, এর পেছনে স্থানীয় বিএনপি নেতাদের মদদ আছে।
২ ঘণ্টা আগেনৌপথে জ্বালানি তেল পরিবহনে শ্যালো ড্রাফট, বে-ক্রসিং ও মিনি ট্যাংকার জাহাজ ব্যবহার করা যাবে সাড়ে তিন মাস। সাগর উত্তাল থাকার কারণে এ সাড়ে তিন মাসের বেশি উল্লিখিত নৌযান চলাচল করতে নিষেধ আছে। তবে এই নিষেধের কোনো তোয়াক্কা করছে না সরকারি তিনটি তেল কোম্পানি।
২ ঘণ্টা আগে