ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে বরগুনার তালতলীর সাত ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছ উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এতে গত দুদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এসব এলাকার বাসিন্দারা। গাছ ও বিদ্যুতের খুঁটি অপসারণ কাজ শুরু করছে বিদ্যুৎ বিভাগ।
জানা গেছে, উপজেলা হাসপাতালে পূর্বদিকে আমতলী ও তালতলী সড়কে চাম্বল গাছ উপড়ে মেইন লাইনের খুঁটি ভেঙে গেছে। এতে যোগাযোগ বন্ধ হয়ে গেছে আমতলী ও তালতলীগামী যান চলাচল। এ ছাড়াও উপজেলার পাজরাভাঙা ও বেহলা এলাকায় গাছ উপড়ে পড়ে দুটি বিদ্যুৎ খুঁটি ভেঙে যায়। এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। গত দুদিন বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কের ভোগান্তিতে রয়েছে মানুষ।
পটুয়াখালী পল্লী বিদ্যুতের তালতলী উপকেন্দ্রের ইনচার্জ রুহুল মোর্শেদ বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় সিত্রাংয়ের তাণ্ডবে গাছ উপড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। বেশ কয়টি বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়েছে। এ জন্য ওই সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে অস্থায়ীভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। গাছ ও বিদ্যুতের খুঁটি অপসারণ করে নতুনভাবে সরবরাহ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাদিক তানভীর বলেন, উপজেলা যেসব স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর তালিকা সংগ্রহ চলছে। ক্ষতিগ্রস্তদের তালিকা পেলে খুব শিগগিরই জানানো হবে।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
২৯ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে