আমতলী (বরগুনা) প্রতিনিধি

কটূক্তির প্রতিবাদ করায় বরগুনার তালতলীতে এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে উপজেলার দক্ষিণ মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত শিক্ষার্থীর নাম মো. ফরহাদ হোসেন তাওহীদ, তিনি দক্ষিণ মালিপাড়া গ্রামের আব্দুল মালেক মুসল্লির ছেলে এবং তালতলী বন্দর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী।
জানা গেছে, ফরহাদ হোসেন কোচিং শেষে বাড়ি ফিরছিল। ওই সময় প্রতিবেশী মোহাম্মদ বাদল হোসেনের সঙ্গে দেখা হয়। এ সময় বাদল তাকে কটূক্তি করেন। প্রতিবাদ করলে ফরহাদকে বাদল, সোহেল, হাফিজুর, মোহাম্মদ ইব্রাহিম, সোবাহানসহ ছয় থেকে সাতজন তুলে নিয়ে হাতুড়ি, লোহার রড ও ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন।
শেষে ফরহাদকে তাঁরা বাড়ির সামনের সড়কে ফেলে রেখে যান। পরে স্বজনেরা খবর পেয়ে তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এতে ওই শিক্ষার্থীর পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
আহত পরীক্ষার্থীর বড় ভাই সাগর মুসল্লি বলেন, ‘অহেতুক তর্কে জড়িয়ে ওরা আমার ছোট ভাইকে হাতুড়ি, লোহার রড ও ইট দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেছে। তালতলী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এতে আমার ভাইয়ের পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।’
তবে অভিযুক্ত মোহাম্মদ বাদল হোসেন বলেন, ‘ওরা তিন–চারজন মাদক সেবন করে মাতলামি করছিল। আমরা বাধা দিতে গেলে ওরা আমাদের ওপর হামলা করে। এতে দুই পক্ষের ধস্তাধস্তিতে ফরহাদ মাথায় সামান্য আঘাত পেয়েছে।’
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, ‘মালিপাড়া এলাকায় এসএসসি পরীক্ষার্থীকে মারধরের খবর পেয়েছি। তবে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কটূক্তির প্রতিবাদ করায় বরগুনার তালতলীতে এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে উপজেলার দক্ষিণ মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত শিক্ষার্থীর নাম মো. ফরহাদ হোসেন তাওহীদ, তিনি দক্ষিণ মালিপাড়া গ্রামের আব্দুল মালেক মুসল্লির ছেলে এবং তালতলী বন্দর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী।
জানা গেছে, ফরহাদ হোসেন কোচিং শেষে বাড়ি ফিরছিল। ওই সময় প্রতিবেশী মোহাম্মদ বাদল হোসেনের সঙ্গে দেখা হয়। এ সময় বাদল তাকে কটূক্তি করেন। প্রতিবাদ করলে ফরহাদকে বাদল, সোহেল, হাফিজুর, মোহাম্মদ ইব্রাহিম, সোবাহানসহ ছয় থেকে সাতজন তুলে নিয়ে হাতুড়ি, লোহার রড ও ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন।
শেষে ফরহাদকে তাঁরা বাড়ির সামনের সড়কে ফেলে রেখে যান। পরে স্বজনেরা খবর পেয়ে তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এতে ওই শিক্ষার্থীর পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
আহত পরীক্ষার্থীর বড় ভাই সাগর মুসল্লি বলেন, ‘অহেতুক তর্কে জড়িয়ে ওরা আমার ছোট ভাইকে হাতুড়ি, লোহার রড ও ইট দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেছে। তালতলী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এতে আমার ভাইয়ের পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।’
তবে অভিযুক্ত মোহাম্মদ বাদল হোসেন বলেন, ‘ওরা তিন–চারজন মাদক সেবন করে মাতলামি করছিল। আমরা বাধা দিতে গেলে ওরা আমাদের ওপর হামলা করে। এতে দুই পক্ষের ধস্তাধস্তিতে ফরহাদ মাথায় সামান্য আঘাত পেয়েছে।’
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, ‘মালিপাড়া এলাকায় এসএসসি পরীক্ষার্থীকে মারধরের খবর পেয়েছি। তবে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে