বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার বৃহত্তর কালাইয়া বাজারের কাঁচামাল বিক্রেতা মো. মিলনের দুই শতাধিক তরমুজ চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতের কোনো একসময় চুরির ঘটনা ঘটে। এদিকে গতকাল শনিবার ও আজ রোবাবার পাশের একাধিক দোকানের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন দুজনকে শনাক্ত করেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, সন্দেহভাজন দুই চোর হলেন মো. আলামিন ও তাঁর সহযোগী স্বপন। আলামিনের বাড়ি উপজেলার কালাইয়া প্যাদা রোড এলাকায়। তাঁর বাবার নাম সিদ্দিক ব্যাপারী। আলামিন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।
সিসি ক্যামেরা ফুটেজ দেখা গেছে, তাঁরা দুজনে ব্যবসায়ী মো. মিলনের তরমুজ চুরি করে নিয়ে যাচ্ছেন। ব্যবসায়ীদের দাবি, পরে ওই তরমুজগুলো কালাইয়া মাদ্রাসাসংলগ্ন শহীদ চেয়ারম্যান সত্তার মাস্টারের কবরস্থানে নিয়ে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের ফেলে রাখা তরমুজ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
স্থানীয় সূত্র জানায়, আলামিন এর আগেও চুরি ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে বাউফল থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, সিসি ক্যামেরা ফুটেজে চোর চিহ্নিত হয়েছে, সবাই তাঁকে চেনে, অথচ পুলিশ তাঁকে ধরছে না। বিএনপির নেতা গাজী গিয়াস উদ্দিন তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন।
অভিযোগ অস্বীকার করে বিএনপির নেতা গাজী গিয়াস উদ্দিন বলেন, ‘এসব ভুলভাল কথাবার্তা, আমি চোর ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আপনি বলেন আমি চোরকে বাঁচানোর চেষ্টা করতেছি। আমি এখনো পুলিশ ও স্থানীয়দের নিয়ে চোর ধরার চেষ্টায় আছি।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘চোর নাকি সিসি ক্যামেরায় দেখা গেছে। আমি মোবাইলে শুনেছি এ রকম ঘটনা। ভুক্তভোগী ব্যবসায়ীকেও অভিযোগ দিতে বলা হয়েছে। তবে তিনি অভিযোগ দিতে আগ্রহী নন। তারপরও সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে চোরকে আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।’

পটুয়াখালীর বাউফল উপজেলার বৃহত্তর কালাইয়া বাজারের কাঁচামাল বিক্রেতা মো. মিলনের দুই শতাধিক তরমুজ চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতের কোনো একসময় চুরির ঘটনা ঘটে। এদিকে গতকাল শনিবার ও আজ রোবাবার পাশের একাধিক দোকানের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন দুজনকে শনাক্ত করেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, সন্দেহভাজন দুই চোর হলেন মো. আলামিন ও তাঁর সহযোগী স্বপন। আলামিনের বাড়ি উপজেলার কালাইয়া প্যাদা রোড এলাকায়। তাঁর বাবার নাম সিদ্দিক ব্যাপারী। আলামিন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।
সিসি ক্যামেরা ফুটেজ দেখা গেছে, তাঁরা দুজনে ব্যবসায়ী মো. মিলনের তরমুজ চুরি করে নিয়ে যাচ্ছেন। ব্যবসায়ীদের দাবি, পরে ওই তরমুজগুলো কালাইয়া মাদ্রাসাসংলগ্ন শহীদ চেয়ারম্যান সত্তার মাস্টারের কবরস্থানে নিয়ে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের ফেলে রাখা তরমুজ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
স্থানীয় সূত্র জানায়, আলামিন এর আগেও চুরি ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে বাউফল থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, সিসি ক্যামেরা ফুটেজে চোর চিহ্নিত হয়েছে, সবাই তাঁকে চেনে, অথচ পুলিশ তাঁকে ধরছে না। বিএনপির নেতা গাজী গিয়াস উদ্দিন তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন।
অভিযোগ অস্বীকার করে বিএনপির নেতা গাজী গিয়াস উদ্দিন বলেন, ‘এসব ভুলভাল কথাবার্তা, আমি চোর ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আপনি বলেন আমি চোরকে বাঁচানোর চেষ্টা করতেছি। আমি এখনো পুলিশ ও স্থানীয়দের নিয়ে চোর ধরার চেষ্টায় আছি।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘চোর নাকি সিসি ক্যামেরায় দেখা গেছে। আমি মোবাইলে শুনেছি এ রকম ঘটনা। ভুক্তভোগী ব্যবসায়ীকেও অভিযোগ দিতে বলা হয়েছে। তবে তিনি অভিযোগ দিতে আগ্রহী নন। তারপরও সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে চোরকে আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে