নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আগামী ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন প্রহসনের দাবি করে বরিশালে জাতীয় পার্টির দুই প্রার্থী সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ রোববার কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন বরিশাল-৫ (নগর ও সদর) ও বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের ইকবাল হোসেন তাপস এবং বরগুনা-১ (আমতলী-তালতলী) আসনের প্রার্থী খলিলুর রহমান।
আজ বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের কমিউনিটি সেন্টার রজনীগন্ধায় নেতা-কর্মীদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা হয়। মহানগর জাপা আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় দুই প্রার্থীই উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জাপা চেয়ারম্যানের উপদেষ্টা এবং বরিশাল-৫ ও ২ আসনের প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, ‘নির্বাচনের শিডিউল ঘোষণার পর থেকে সারা দেশে সহিংসতার ঘটনা ঘটছে। গত শুক্রবারও প্রধানমন্ত্রীর জনসভায় সহিংসতায় একজন নিহত হয়েছেন। তার পরও নির্বাচন কমিশন বলে যাচ্ছে, কোনো সহিংসতা হয়নি। মূলত কমিশন একটি দল ও সরকার দ্বারা নিয়ন্ত্রিত। তারা দন্তহীন।’
জাপার এই প্রার্থী আরও বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীদের ১০ থেকে ৫০ হাজার গুণ সম্পদ আছে। একজন মন্ত্রীর হাজার কোটি টাকা বিদেশে আছে, কিন্তু কমিশন ব্যবস্থা নিচ্ছে না। মনে হচ্ছে, ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। এ অবস্থায় বরিশাল, উজিরপুর, বানারীপাড়ার নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, এই নির্বাচনে অংশ না নেওয়াই উচিত, যে কারণে ৭ জানুয়ারির নির্বাচন থেকে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের কথা দিলাম, রাজনীতির মাঠে যেভাবে ছিলাম সেভাবেই থাকব।’
এদিকে বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসন থেকে জাপার প্রার্থী খলিলুর রহমান বলেন, ‘আমরা নির্বাচনে থাকতাম। কিন্তু আওয়ামী লীগ স্বতন্ত্র দিয়ে নাটক করছে। সরকারি দলের নাটকের জন্য নির্বাচন থেকে সরে গেলাম।’ তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে, তা বিশ্বাস করি না।’
একই আসনে নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ সম্ভু। তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজভীউল কবির এ বিষয়ে বলেন, ‘খলিল ভাই তো আমাদের সঙ্গে আছেন। এখন হঠাৎ কেন সরে দাঁড়াবেন? সরকার নির্বাচনের সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। খলিল তো আমাদের সঙ্গেই থাকেন, ভোটও পাবেন অনেক।’
বরিশাল-৫ আসনে নৌকার প্রার্থী জাহিদ ফারুক। এ প্রসঙ্গে নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মীর আমিন উদ্দিন মোহন বলেন, ‘এত দিন পর তাঁদের কেন হুঁশ ফিরল? তাঁর চেয়ারম্যান-মহাসচিব ভোটে, অথচ হঠাৎ তাপস সাহেব কী খোয়াব দেখলেন যে, শেষ মুহূর্তে ভোট থেকে সরে দাঁড়ালেন?’ তিনি দাবি করেন, ‘নির্বাচন প্রহসনের হবে না, বরং তাপসের জামানত থাকবে না—এই ভয়ে সরে দাঁড়িয়েছেন।’
৫ আসনের অন্য প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী মো. সালাউদ্দিন রিপন (ট্রাক), আবদুল হান্নান সিকদার (এনপিপি), মাহতাব হোসেন (কংগ্রেস) এবং ম আসাদুজ্জামান (মুক্তি জোট)। তা ছাড়া মনোনয়ন বিষয়ে উচ্চ আদালতের রায়ের অপেক্ষায় রয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাদিক আব্দুল্লাহ। আগামীকাল সোমবার এই রায় হওয়ার কথা রয়েছে।
বরিশাল-২ আসনে প্রার্থী রয়েছেন আওয়ামী লীগ দলীয় (দলের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য) স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু, মনিরুল ইসলাম (আওয়ামী লীগের সাবেক এমপি), বিএনএফের মো. শাজাহান সিরাজ, এনপিপির সাহেব আলী ও কৃষক শ্রমিক জনতা লীগের নকুল কুমার বিশ্বাস।
বরগুনা-১ আসনে অন্য প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু (ইগল প্রতীক), স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান ও কেতলি প্রতীকে নুরুল ইসলাম।

আগামী ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন প্রহসনের দাবি করে বরিশালে জাতীয় পার্টির দুই প্রার্থী সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ রোববার কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন বরিশাল-৫ (নগর ও সদর) ও বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের ইকবাল হোসেন তাপস এবং বরগুনা-১ (আমতলী-তালতলী) আসনের প্রার্থী খলিলুর রহমান।
আজ বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের কমিউনিটি সেন্টার রজনীগন্ধায় নেতা-কর্মীদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা হয়। মহানগর জাপা আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় দুই প্রার্থীই উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জাপা চেয়ারম্যানের উপদেষ্টা এবং বরিশাল-৫ ও ২ আসনের প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, ‘নির্বাচনের শিডিউল ঘোষণার পর থেকে সারা দেশে সহিংসতার ঘটনা ঘটছে। গত শুক্রবারও প্রধানমন্ত্রীর জনসভায় সহিংসতায় একজন নিহত হয়েছেন। তার পরও নির্বাচন কমিশন বলে যাচ্ছে, কোনো সহিংসতা হয়নি। মূলত কমিশন একটি দল ও সরকার দ্বারা নিয়ন্ত্রিত। তারা দন্তহীন।’
জাপার এই প্রার্থী আরও বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীদের ১০ থেকে ৫০ হাজার গুণ সম্পদ আছে। একজন মন্ত্রীর হাজার কোটি টাকা বিদেশে আছে, কিন্তু কমিশন ব্যবস্থা নিচ্ছে না। মনে হচ্ছে, ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। এ অবস্থায় বরিশাল, উজিরপুর, বানারীপাড়ার নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, এই নির্বাচনে অংশ না নেওয়াই উচিত, যে কারণে ৭ জানুয়ারির নির্বাচন থেকে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের কথা দিলাম, রাজনীতির মাঠে যেভাবে ছিলাম সেভাবেই থাকব।’
এদিকে বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসন থেকে জাপার প্রার্থী খলিলুর রহমান বলেন, ‘আমরা নির্বাচনে থাকতাম। কিন্তু আওয়ামী লীগ স্বতন্ত্র দিয়ে নাটক করছে। সরকারি দলের নাটকের জন্য নির্বাচন থেকে সরে গেলাম।’ তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে, তা বিশ্বাস করি না।’
একই আসনে নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ সম্ভু। তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজভীউল কবির এ বিষয়ে বলেন, ‘খলিল ভাই তো আমাদের সঙ্গে আছেন। এখন হঠাৎ কেন সরে দাঁড়াবেন? সরকার নির্বাচনের সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। খলিল তো আমাদের সঙ্গেই থাকেন, ভোটও পাবেন অনেক।’
বরিশাল-৫ আসনে নৌকার প্রার্থী জাহিদ ফারুক। এ প্রসঙ্গে নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মীর আমিন উদ্দিন মোহন বলেন, ‘এত দিন পর তাঁদের কেন হুঁশ ফিরল? তাঁর চেয়ারম্যান-মহাসচিব ভোটে, অথচ হঠাৎ তাপস সাহেব কী খোয়াব দেখলেন যে, শেষ মুহূর্তে ভোট থেকে সরে দাঁড়ালেন?’ তিনি দাবি করেন, ‘নির্বাচন প্রহসনের হবে না, বরং তাপসের জামানত থাকবে না—এই ভয়ে সরে দাঁড়িয়েছেন।’
৫ আসনের অন্য প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী মো. সালাউদ্দিন রিপন (ট্রাক), আবদুল হান্নান সিকদার (এনপিপি), মাহতাব হোসেন (কংগ্রেস) এবং ম আসাদুজ্জামান (মুক্তি জোট)। তা ছাড়া মনোনয়ন বিষয়ে উচ্চ আদালতের রায়ের অপেক্ষায় রয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাদিক আব্দুল্লাহ। আগামীকাল সোমবার এই রায় হওয়ার কথা রয়েছে।
বরিশাল-২ আসনে প্রার্থী রয়েছেন আওয়ামী লীগ দলীয় (দলের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য) স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু, মনিরুল ইসলাম (আওয়ামী লীগের সাবেক এমপি), বিএনএফের মো. শাজাহান সিরাজ, এনপিপির সাহেব আলী ও কৃষক শ্রমিক জনতা লীগের নকুল কুমার বিশ্বাস।
বরগুনা-১ আসনে অন্য প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু (ইগল প্রতীক), স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান ও কেতলি প্রতীকে নুরুল ইসলাম।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে